L.M. ২৮ এপ্রিল ২০২৫ ১১:৪৮ পি.এম
আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর কাশ্মীরে ব্যাপক ধরপাকড় শুরু করেছে ভারতীয় বাহিনী। এ পর্যন্ত প্রায় ২ হাজার জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও হামলায় জড়িত সন্দেহের অনেকেরই ঘর–বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
রবিবার (২৭ এপ্রিল) রাতের গোলাগুলির বিষয়ে ভারতের সামরিক বাহিনীর ভাষ্য আগের দিনগুলোর মতোই। তারা জানিয়েছে, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় কোনো উসকানি ছাড়াই গুলি ছোড়েন পাকিস্তানি সেনারা। এরপর ভারত এর পাল্টা জবাব দেয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর আগেই মতোই এদিনও গোলাগুলির বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান সরকার বা দেশটির বাহিনী।
এই গোলাগুলি সেখানকার স্থানীয় বাসিন্দাদের নতুন করে দুর্দশার মধ্যে ফেলেছে। এমনই একজন ভারতের ডাওকে এলাকার বাসিন্দা হরদেব সিং। তিনি বলেন, ‘আমরা আমাদের মাঠে কৃষিকাজ করতে যেতে পারছি না।’ অন্যদিকে লানজোত এলাকার বাসিন্দা শওকাত আওয়ান বলেন, ‘আমরা এমন পরিস্থিতির মধ্যেই বড় হয়েছি। আমাদের মধ্যে আর ভয় কাজ করে না।’
ভারতীয় পুলিশ পেহেলগামে হামলায় জড়িত সন্দেহে তিনজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে। পুলিশের ভাষ্য, এই তিনজন পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর–ই–তাইয়েবার সদস্য। গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় রেখেছে জাতিসংঘ। সন্দেহভাজন ব্যক্তিদের ধরিয়ে দিলে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে ভারত।
হামলার পর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক ধরপাকড় শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ। পরিচয় প্রকাশ না করার শর্তে ভারতের একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য কাশ্মীরের প্রায় দুই হাজার বাসিন্দাকে আটক করা হয়েছে। তবে গ্রেপ্তার দেখানো হয়নি। তাদের অনেককে পরে ছেড়ে দেওয়া হয়েছে। এই ধরপাকড় ছাড়াও অনেককে থানায় তলব করা হয়েছে।
এদিকে হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৯টি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে বা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে। এতে অনেক পরিবার সহায়–সম্বল হারিয়েছে। আসিফ শেখ নামে সন্দেহভাজন এক তরুণের বোন ইয়াসমিনা বলেন, ‘আমার ভাই যদি জড়িত থাকেও, তাহলে আমার পরিবারের অপরাধ কী?’
সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কাশ্মীরের রাজনীতিকেরা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, ‘পেহেলগামের ঘটনার পর অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ণায়ক লড়াই চালাতে হবে। মূলে আঘাত করতে হবে। কিন্তু তা করতে গিয়ে যেন ভুল পদক্ষেপ না হয়।’ আর ভারতের কেন্দ্রীয় আইনপ্রণেতা আগা রুহুল্লাহ বলেছেন, একটি ঘটনার জন্য সব কাশ্মীরিকে সাজা দেওয়া হচ্ছে।
এদিকে, পেহেলগাম হামলা ঘিরে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আজ সোমবার পাকিস্তানের কয়েক ডজন ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। অভিযোগ—ওই চ্যানেলগুলো কাশ্মীর হামলা নিয়ে উসকানিমূলক তথ্য প্রচার করছে।
সংকটময় এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান আগেই জানিয়েছিল জাতিসংঘ। আজ একই আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, তাদের আশা, দুই দেশ সংযত থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়—এমন পদক্ষেপ নেবে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতির দিকে বেইজিং নিবিড়ভাবে নজর রাখছে বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
এদিকে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালায় বলেছে, একটি ‘দায়িত্বশীল সমাধানে’ পৌঁছাতে কাজ করার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে তারা। আর মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘ওয়াশিংটন ভারতের পাশে রয়েছে এবং পেহেলগামে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।’
সূত্র: রয়টার্স
পেহেলগামে হামলা ঘিরে কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, ভাঙা হচ্ছে বাড়ি
পরপর ৪ রাত ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলি
ইরানে বন্দর বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক
ইরানে বন্দরে বিস্ফোরণ: নিহত অন্তত ৪, আহত পাঁচশ’র বেশি
ইরানে বন্দরে বিস্ফোরণ, ব্যাপক প্রাণহানির শঙ্কা
ভারতকে কঠোর বার্তা দিল পাকিস্তান
লাখো অনুসারীর সমবেত প্রার্থনায় অনন্ত যাত্রায় পোপ ফ্রান্সিস
পানিবণ্টন চুক্তি স্থগিত হলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
ফের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তান গোলাগুলি
ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
গাজায় এখন পর্যন্ত ৫১৩৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১১৭২৪৮
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন
তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরির হুঁশিয়ারি রাশিয়ার
কাশ্মীরে হামলা: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ পদক্ষেপ
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত
না ফেরার দেশে পাড়ি জমালেন পোপ ফ্রান্সিস
যুক্তরাষ্ট্রে ফের ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৮০
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে দু'জন নিহত
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অতর্কিত বিমান হামলা, নিহত ৩৮
পবিত্র আল আকসা চত্বরে ইহুদিদের ভীড়
ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প
'আরও আঘাতের' শিকার হবে হামাস: নেতানিয়াহু
ইসরায়েলি পর্যটকদের নিষিদ্ধ করল মালদ্বীপ
কাল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
ইরানে আট পাকিস্তানিকে হত্যার জবাব চায় ইসলামাবাদ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ‘সম্পূর্ণ বাতিল’ চায় চীন