M.A. ১৬ এপ্রিল ২০২৫ ০২:৫৫ পি.এম
এনএস রিপোর্ট
ছয় দফা দাবি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর ফলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ এই যানজট ছড়িয়ে পড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও। এতে করে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সাত রাস্তা মোড়ে এ বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, তেজগাঁওয়ের গুরুত্বপূর্ণ সড়ক সাত রাস্তা অবরোধের ফলে মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ানবাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ বেশ কিছু এলাকায় থমকে রয়েছে যানবাহন।শিক্ষার্থীরা সাত রাস্তার মোড়ের চতুর্কদিকে ব্যারিকেড দিয়ে রেখেছে। মোটর সাইকেলও পার হতে পারছে। কোনো যানবাহনকেই যেতে দেয়নি শিক্ষার্থীরা। মহাখালী রেলগেটে দীর্ঘক্ষণ আটকে রয়েছে কয়েকশ' গাড়ি। সবদিক রাস্তা বন্ধ। বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন যাত্রীরা।
জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে দিয়েছে। সড়কের অবস্থা খুবই খারাপ। চারদিকে যানজট। ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
ডিএমপির তেজগাঁও এলাকার উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, 'ছয় দফা দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানীর সাত রাস্তায় সড়ক অবরোধ করেছে। তাদের দাবি শিক্ষা উপদেষ্টার কাছে পৌঁছে দিতে আমরা শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে সচিবালয়ে যেতে বলেছি। তবে তারা রাজি হয়নি।'
খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক ২৯ ঘণ্টা বন্ধ থাকবে
শুক্রবার যেসব এলাকায় ১৪ ঘন্টা গ্যাস থাকবে না
রাজধানীতে দমকা হওয়া ও বৃষ্টি
রাজধানীর সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, যানজটে নাকাল নগরবাসী
আজ দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা
এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম
নিরাপদ ঈদযাত্রা: সতর্কতা ও করণীয়
বাংলাদেশের পরিস্থিতি আমার ওপর গভীর প্রভাব ফেলেছে: অমর্ত্য সেন
নানা অভিযোগে শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ ঘোষণা
গাছ রক্ষায় বন বিভাগের সঙ্গে কাজ করছে ব্র্যাক ব্যাংক
হঠাৎ রাজধানীতে শিলাবৃষ্টি
জগন্নাথের শিক্ষার্থীদের সঙ্গে লেগুনা চালকদের সংঘাত, বিক্ষোভে উত্তাল পুরান ঢাকা