মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিবিধ

আজ দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

MA ১৪ এপ্রিল ২০২৫ ০২:৩৫ পি.এম

newssign24 প্রতীকী ছবি

এনএস ডেস্ক 
আজ সোমবার (১৪ এপ্রিল) সারাদেশের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ সম্ভাবনার বিষয়টি জানানোর পাশাপাশি বলা হয়েছে, দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান, মৌলভীবাজার ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 

সোমবার (১৪ এপ্রিল) আবহাওয়া অফিসের দেওয়া ১২০ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতের তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর