MA ২৪ মার্চ ২০২৫ ০১:৪০ এ.এম
এনএস ডেস্ক
আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ এলেই বড় বা ছোট সবার নতুন জামা-জুতো চাই। বিশেষ করে শিশুদেরতো নতুন পোশাক আর জুতো ছাড়া ঈদই হয় না। আর তাই কখন কেনাকাটা করতে যাবে সে ক্ষণটির অপেক্ষায় থাকে শিশুরা।
বাচ্চাদের কেনাকাটার আনন্দ দিতে বাবা-মা বা অভিভাবকরা তাদেরকে নিয়ে শপিং যান। সম্ভব হলে মার্কেটে শিশুদের না নিয়ে যাওয়াই ভালো। তারপরও যদি আদরের বাচ্চাটিকে মার্কেটে নিয়ে যেতেই হয়, তাহলে প্রয়োজনের তুলনায় আপনাকে
একটু বেশি সতর্ক থাকতে হবে। আসুন জেনে নেওয়া যাক আদরের সোনামনিদের নিয়ে মার্কেটে যাওয়ার পর আমাদের কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত।
১. শিশুদের নিয়ে দিনের বেলায় শপিং করা সবচেয়ে উত্তম। যদি সেটা সম্ভব না হয়, তাহলে রাতে তাদেরকে নিয়ে যেতে পারেন। তবে যতটা সম্ভব কম ঘোরাঘুরি করে শপিং করা ভালো।
২. একসঙ্গে দু’জনের বেশি শিশুকে নিয়ে শপিং করতে গেলে একাধিক ব্যক্তিকে সঙ্গী হিসেবে রাখুন। প্রতি দু’জন শিশুর দেখভাল করবেন অন্ততঃপক্ষে একজন বয়স্ক ব্যক্তি।
৩. মার্কেটে বা রাস্তায় শিশুদের হাত শক্ত করে ধরে রাখুন। শিশুটি যাতে স্বাচ্ছন্দে হাঁটতে পারে সে বিষয়টি নজরে রাখুন।
৪. শিশুদের কেডস বা জুতো পরিয়ে মার্কেটে নিলে তাদের জন্য চলাফেরা অনেক সহজ হবে। স্যান্ডেলে অনেক সময় সমস্যা তৈরি হতে পারে।
৫. মার্কেটে যাওয়া প্রত্যেক শিশুর পকেটে একটি করে ঠিকানা ও ফোন নম্বর সংবলিত কাগজ রেখে দিন। তাকে জানিয়ে দিন বিপদে পড়লে ওই কাগজে লেখা ঠিকানা ও ফোন নম্বর ব্যবহার করতে পারবে।
৬. বাসা থেকে বের হওয়ার আগেই শিশুকে জানিয়ে দিন অপরিচিত কারো কাছ থেকে কিছু যেন না খায়। এ ছাড়া অপরিচিত কারো কোনো ঈশারা বা আহ্বানে যেন সাড়া না দেয়। যে কোনো মার্কেটে ঢোকার আগে শিশুকে জানিয়ে দিন, কোনো কারণে যে যদি কাছছাড়া হয়ে যায়, তাহলে কোথায় অপেক্ষা করতে পারে।
৭. এখন প্রতিটি মার্কেটে একাধিক গেট থাকে। যে গেটটি দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যায়, শিশুদের নিয়ে সে গেট দিয়ে প্রবেশ করুন।
৮. শিশুদের নিয়ে রিকশা দিয়ে মার্কেটে যেতে হলে শক্ত করে ধরে রাখবেন। অন্ধকার সড়ক ও যন্ত্রচালিত যান বেশি চলে এমন সড়ক এড়িয়ে যাওয়া ভালো। তারপরও তেমন সড়কে যদি যাতায়াত করতে হয়, তাহলে শিশুটির দিকে নজর রাখুন।
মনে রাখবেন আপনার শিশু আপনার ও দেশের ভবিষ্যত। তাই তার সুরক্ষা নিশ্চিত করতে হবে সর্বপ্রথম আপনাকেই।
টানা নয়, কেনাকাটা সারুন বুঝে-শুনে
সোনামনিদের নিয়ে ঝক্কিহীন শপিং যেভাবে করবেন
ঈদ শপিংয়ে সতর্ক থাকুন
ইফতারে ঠান্ডা পানি পান ঝুঁকিপূর্ণ
ইফতারে সিদ্ধ ডিমে চাঙ্গা হোন
ইফতারে আনুন ভিন্নতা: ক্রিমি ফ্রুট ফিউশন
ইফতারে হালিম রেখেছেন কি?
ইফতারে খান বেলের শরবত
রোজায় সুস্থ থাকতে দই-চিড়া খান
রোজায় সুস্থ থাকতে মেনে চলবেন যে বিষয়গুলো
গুণের শেষ নেই ক্যাপসিকামে
বিটরুট হলো ‘সুপার ফুড’, তবে...
টমেটো খান, তবে অপরিমিত নয়
প্রতিদিন অন্তত একটি গাজর খান
দারুণ উপকারী দারুচিনি
সুস্থ থাকতে আদা খান
আগাছা হিসেবে জন্মালেও পুষ্টিগুণে ঠাঁসা বথুয়া শাক
মেথি শাকের জাদুকরী প্রভাব
পাট শাকে যেসব উপকার
পুষ্টিকর ও সুস্বাদু ডাঁটা শাক
রোজায় সুস্থ থাকতে চিয়া সিডের সঠিক ব্যবহার
গুণের অভাব নেই কলমি শাকে
অবহেলা করবেন না নুনে শাক
পুষ্টির খনি লাউ শাক
লাউ যেন এক মহৌষধ!
এই গরমে পাতে রাখুন পটোল
খেতে ভুলবেন না গিমা শাক
কাদা পানিতে জন্মালেও হেলেঞ্চা কিন্তু উপকারী
কচুর ছড়া বা কচুমুখির নানা গুণ
পুষ্টিগুণে ভরপুর কচুর লতি