MA ২৩ মার্চ ২০২৫ ১২:৫৭ এ.এম
এনএস ডেস্ক
রোজা প্রায় শেষের দিকে। এখন চলছে নাজাতের দশক। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। মার্কেটগুলোতে দিনরাত ভিড় লেগেই আছে। আর এই ভিড়ের মধ্যে ঘটতে পারে অনাকাংখিত নানা ঘটনা। এসব ঘটনার মধ্যে কিছু থেকে মুক্তি পেতে বিভিন্ন বিষয়ে আপনার সতর্কতা খুব প্রয়োজনীয়।
অনাকাংখিত পরিস্থিতি এড়াতে নিচের বিষয়গুলো মাথায় রাখতে পারেন।
১. ঈদ শপিংয়ে গেলে যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন। সঙ্গে পরিবারের কেউ থাকলে তাদেরকে পাশাপাশি চলার নির্দেশনা দিয়ে রাখবেন। দৃষ্টিসীমার মধ্যে রাখবেন তাদেরকে।
২. সন্দেহজনক কাউকে দেখলে তার ওপর নজর রাখুন। প্রয়োজন হলে কিছুক্ষণ শপিং বাদ দিয়ে কোথাও দাঁড়ান। সন্দেহজনক ব্যক্তিকে বুঝতে দিন আপনি তার ওপর নজর রাখছেন। তবে, কিছু জিজ্ঞাসা করবেন না। আপনার নজরদারিতে দেখবেন সটকে পড়বে ওই সন্দেজনক ব্যক্তি।
৩. প্রয়োজনের অতিরিক্ত টাকা নিয়ে মার্কেটে যাবেন না। বেশি টাকা মানিব্যাগে না রেখে সামনের পকেটে, বিশেষ করে শার্টের পকেটে রাখুন। প্যান্টের সাইড পকেট ও পাঞ্জাবীর পকেটে টাকা রাখবেন না। ওভাবে টাকা রাখলে পকেট মারের সম্ভাবনা রয়েছে।
৪. কাঁধে ঝোলানো শক্ত কোনো ব্যাগ সামনের দিকে রেখে মার্কেটে যান। সেই ব্যাগে সেলফোন বা মুল্যবান জিনিসপত্র রাখুন। টাকার ব্যাগটিও রাখতে পারেন ওই ব্যাগে।
৫. নারীরা ব্যাগ কাঁধে রাখার বদলে শক্তভাবে ধরে হাতে রাখুন। ব্যাগের দিকে নজর রাখুন। আশেপাশে দিয়ে সন্দেহজনক কাউকে যেতে দেখলে সতর্ক হোন।
৬. যারা রিকশায় চলাফেরা করেন বা রিকশা নিয়ে মার্কেটে যাবেন, তারা রিকশায় থাকা অবস্থায় সেলফোনে কথা বলা এড়িয়ে চলুন।
৭. আপনার আসা-যাওয়ার রিকশা যেন মুল সড়কে চলে এবং বিনা কারণে না থামার সুযোগ পায় সেটি নিশ্চিত করুন।
৮. অন্ধকার সড়ক এই সময়ে এড়িয়ে চলা ভালো। আপনার অচেনা কোনো সড়ক দিয়ে যাতে রিকশাওয়ালা যেতে না পারে, সেদিকে নজর দিন।
৯. যারা সিএনজিতে চলাফেরা করেন বা মার্কেটে যাবেন সিএনজি করে, তারা সম্ভব হলে সিএনজিতে ওঠার আগে নম্বরটি দেখে নিন এবং মনে রাখার চেষ্টা করুন। চাইলে পরিচিত কারো সেলফোনে টেক্সট ম্যাসেজে নম্বরটি দিয়ে রাখতে পারেন।
১০. শপিংয়ে যাওয়ার সময় এক বা একাধিক বড় ব্যাগ নিতে পারেন। যাতে করে ছোট ছোট ব্যাগগুলো বড় ব্যাগে রাখতে পারেন। তাতে করে কেনা জিনিষপত্র হারিয়ে যাওয়ার ভয় থাকবে না।
টানা নয়, কেনাকাটা সারুন বুঝে-শুনে
সোনামনিদের নিয়ে ঝক্কিহীন শপিং যেভাবে করবেন
ঈদ শপিংয়ে সতর্ক থাকুন
ইফতারে ঠান্ডা পানি পান ঝুঁকিপূর্ণ
ইফতারে সিদ্ধ ডিমে চাঙ্গা হোন
ইফতারে আনুন ভিন্নতা: ক্রিমি ফ্রুট ফিউশন
ইফতারে হালিম রেখেছেন কি?
ইফতারে খান বেলের শরবত
রোজায় সুস্থ থাকতে দই-চিড়া খান
রোজায় সুস্থ থাকতে মেনে চলবেন যে বিষয়গুলো
গুণের শেষ নেই ক্যাপসিকামে
বিটরুট হলো ‘সুপার ফুড’, তবে...
টমেটো খান, তবে অপরিমিত নয়
প্রতিদিন অন্তত একটি গাজর খান
দারুণ উপকারী দারুচিনি
সুস্থ থাকতে আদা খান
আগাছা হিসেবে জন্মালেও পুষ্টিগুণে ঠাঁসা বথুয়া শাক
মেথি শাকের জাদুকরী প্রভাব
পাট শাকে যেসব উপকার
পুষ্টিকর ও সুস্বাদু ডাঁটা শাক
রোজায় সুস্থ থাকতে চিয়া সিডের সঠিক ব্যবহার
গুণের অভাব নেই কলমি শাকে
অবহেলা করবেন না নুনে শাক
পুষ্টির খনি লাউ শাক
লাউ যেন এক মহৌষধ!
এই গরমে পাতে রাখুন পটোল
খেতে ভুলবেন না গিমা শাক
কাদা পানিতে জন্মালেও হেলেঞ্চা কিন্তু উপকারী
কচুর ছড়া বা কচুমুখির নানা গুণ
পুষ্টিগুণে ভরপুর কচুর লতি