নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের চন্দনপুর গ্রাম থেকে দুয়েক মাইল দূরে প্রত্ন এলাকা উয়ারী-বটেশ্বর। ওই এলাকায় সম্প্রতি আড়াই হাজার বছর আগের প্রাচীন নানা নিদর্শন ও স্থাপনা আবিষ্কার করা হয়েছে। চন্দনপুর গ্রামে মাটি খননের পরে বের হওয়া নিদর্শনগুলো প্রাচীন যুগের বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, এগুলো গবেষণা করলে অথবা আরও মাটি খুঁড়লে হয়তো মূল্যবান সামগ্রী বের হতে পারে এবং উয়ারী-বটেশ্বর প্রত্ন এলাকায় নতুন কিছু যোগ হতে পারে।
বহু যুগ আগে নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের চন্দনপুর গ্রামের ওপর দিয়ে কয়রা নামে একটি বিশাল নদী বয়ে যেত। এই নদীতে চলত লঞ্চ ও বড় বড় নৌকা।
নরসিংদীর বিভিন্ন এলাকায় বাণিজ্য করতে দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতেন এই নদী দিয়ে। কিন্তু কালের গতিতে নদীটি হারিয়ে গেছে। নদীর স্মৃতি হিসেবে চন্দনপুরের এক পাশে রয়ে গেছে ‘কয়রার খাল’। এই খালের কয়েক গজ দূরে মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে বিশাল গাছের টুকরো, ছোট-বড় পাথর ও মাটির তৈরি হাঁড়ির অংশবিশেষ।
জানা যায়, চন্দনপুর গ্রামের কয়েকজনের প্রায় ২০ বিঘা জমিতে দিঘি তৈরির জন্য মাটি খননের কাজ শুরু হয় এক মাস আগে। শ্রমিকরা মাটি খোঁড়ার সময় দেখেন, মাটির নিচ থেকে বিশাল আকৃতির গাছের অংশ বেরিয়ে আসছে, যেগুলো আনুমানিক ৭ থেকে ৮০ হাত লম্বা। এ ছাড়া উঠে আসছে ছোট-বড় পাথর। তবে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা প্রত্নতত্ত্ববিদরা ওই এলাকা পরির্দশন করেননি।
চন্দনপুর গ্রামের ষাটোর্ধ্ব মঞ্জু খন্দকার বলেন, শ্রমিকরা মাটি খননের সময় একের পর এক বড় বড় গাছ, পাথর ও মাটির তৈরি কিছু হাঁড়িপাতিল ও হাঁড়িপাতিলের ভগ্নাংশ বের হচ্ছে। এগুলো স্থানীয়রা বাড়িতে নিয়ে যাচ্ছে, কিছু আবার জমিতেই পড়ে আছে। আমার মনে হয়, এসব জিনিস প্রাচীন ও মূল্যবান।
স্থানীয়রা জানান, যে জায়গা দিয়ে কয়রা নদী প্রবহমান ছিল, সেখানে এখন ফসলি জমি, বাড়িঘর, ইটভাটা, রাস্তাঘাটসহ নানা স্থাপনা। এলাকাবাসীর ধারণা, হাজার বছর আগে বড় কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে মাটি ওলটপালট হয়। চন্দনপুর গ্রামের মাটিও ওলটপালট হয়। এতে কয়রা নদী ভরাট হয়ে যায়। অনেক গাছ, পাথর ও মাটির জিনিসপত্র নদীর তলদেশে ছিল। এখন মাটি খুঁড়তেই এগুলো বেরিয়ে আসছে।
প্রত্নতাত্ত্বিক সামগ্রী সংগ্রাহক ও লেখক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান বলেন, উয়ারী-বটেশ্বর ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত মাটির নিচ থেকে অনেক প্রত্নসামগ্রী আবিষ্কৃত হয়েছে। চন্দনপুর উয়ারী-বটেশ্বর গ্রামের কাছাকাছি একটি গ্রাম। এখানে বর্তমানে মাটি খননের পর যেসব পাথর, মাটির তৈরি হাঁড়িপাতিল বের হয়ে আসছে, এগুলো অব্যশই গবেষণার দাবি রাখে।
তিনি আরও বলেন , ওয়ারী গ্রামের পাশ দিয়ে প্রাচীনকালে কয়রা নদী প্রবাহিত ছিল। নদীটি ছিল প্রশস্ত। মাটি খননে যেসব বস্তু বের হয়ে আসছে, সেগুলো অস্তিত্বহীন কয়রা নদীর তলদেশে শত শত বছর ধরে মাটিচাপা মূল্যবান সামগ্রীও হতে পারে।
বেলাব উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, কেউ এ ব্যাপারে লিখিতভাবে আমাদের অবগত করলে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জানাব।
নবীন নিউজ/জা
দুর্ঘটনায় উড়ে গেল ছাদ, বাসচালক তবুও লা-পরোয়া
টানা বৃষ্টিতে বরিশাল নগরীতে জলাবদ্ধতা
আজ সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়
‘আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর চেষ্টা করছে সরকার’
চীনের প্রস্তাবিত হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় হওয়ার দাবি
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মারা গেলেন স্বামী, আশঙ্কাজনক স্ত্রী-ছেলে
দর্শনা চেকপোস্টে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
৪ দিনই বৃষ্টির সম্ভাবনা, চলবে তাপমাত্রা ওঠানামা
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি অবস্থান
সরাইলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
‘ইতিহাস কখনো মোছা যায় না’
মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আগামী চার দিন
কসবায় বিদ্যুৎস্পৃষ্টে দু'জন নিহত
ঝিনাইগাতীতে নিহত দুইজনের পরিবারের পাশে ইউএনও
চার জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস
খুলনায় আটক হওয়া আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ
দিনাজপুরে গ্রেপ্তার হলেন গাইবান্ধার সাবেক এমপি
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন
গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালালেন শশুর বাড়ির লোকজন
থাইল্যান্ডের নারী এলেন বিয়ে করতে, হলেন ধর্ষণের শিকার!
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানার টাকা দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০
বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রায়পুরায় বাংলা নববর্ষ উদযাপন
সালথায় বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর
বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
পাঁচবিবিতে প্রকল্পের নামে জমি দখলের পায়তারা: দুদকে অভিযোগ
চট্টগ্রামে এখন রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ
'পাগলা চাচা শেখ হাসিনা কোথায়'
রায়পুরায় ইউপি সদস্যকে লক্ষ করে গুলি বর্ষণ, প্রতিবাদে সংবাদ সম্মেলন