কেবি ২১ মার্চ ২০২৫ ১১:১০ পি.এম
এনএস ডেস্ক
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সংলাপ শুরু করেছে। প্রথম দিন বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপ করে কমিশন। এতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো ১৬৬টি প্রশ্নমালার স্প্রেডশিটের মধ্যে এলডিপি ১২০টিতে একমত প্রকাশ করেছে।
বাকি ৪২টিতে একমত নয় দলটি। দুটিতে আংশিকভাবে একমত এবং দুটি অস্পষ্ট বলে জানিয়েছে। এদিন সকালে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ৫টি বিষয়ে সংস্কার প্রস্তাবের ওপর মতামত জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার খেলাফত মজলিস ও লেবার পার্টির সঙ্গে সংলাপ রয়েছে। রোববার মতামত দেবে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, কমিশনের ওপর কোনো চাপ নেই। বিএনপির পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে, তারা আগামী দু-এক দিনের মধ্যে মতামত জানাবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে কবে সংলাপ হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটির সঙ্গে আগামী দু-তিন দিনে বৈঠক হচ্ছে না। দলটির মতামত পাওয়া গেলে ঈদের পর থেকে অন্য যেসব দলের সঙ্গে তারা আলোচনা করবেন, তার মধ্যে এনসিপিও থাকবে।
বিকাল ৩টা থেকে আড়াই ঘণ্টারও বেশি সময় এই সংলাপ হয়। এতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য সফররাজ হোসেন, এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে এলডিপির ৮ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন-মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, কেকিউ সাকলায়েন, ওমর ফারুক, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী।
অলি আহমেদ বলেন, অতীতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করেছিল তার কাগজ সংগ্রহ করা উচিত ছিল। কেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না, যদি না দুজন লোক কাজ না করে। এদের একজন ওসি, আরেকজন হলেন ইউএনও। এলডিপির মতামতের কাগজ কাউকে না দিতে প্রস্তাব করেন অলি আহমেদ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দিল খুলে আলোচনা করেছেন বলে জানান অলি আহমেদ। তিনি বলেন, তাদের বলেছি আমার বাস্তব অভিজ্ঞতাটা কাজে লাগান। আপনাদের বইয়ের সঙ্গে আমাদের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটালে জাতি উপকৃত হবে। সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংশোধন অধ্যাদেশের মাধ্যমে এখনোই করা যেতে পারে। যেটা পরে করা যাবে সেটা সংসদের জন্য রেখে দেবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান অবশ্যই বলবে। কিন্তু কমিশন হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সংস্কারের জন্য যে কমিশনগুলো তৈরি হয়েছে তাদের সুপারিশ তুলে ধরা। তারই পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আলোচনা করে এক জায়গায় আসা। সেই প্রক্রিয়াটা চলছে। আমরা দেখছি, উনারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, ক্ষেত্রবিশেষে সময় নিয়ে হলেও তাদের সুচিন্তিত মতামতগুলো আমাদের জানাচ্ছে। সুতরাং এই মুহূর্তে চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না। আমরা তাদের দেওয়া সুপারিশ নিয়ে আলোচনা করে সংস্কারের জন্য একটা জায়গায় যেতে চাই। সুতরাং আমরা চাপে নেই।’
সংলাপে ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১২০টিতে একমত প্রকাশ করেছে এলডিপি। সংবিধান সংস্কার সংক্রান্ত ৭০টি প্রস্তাবের মধ্যে ৫১টিতে এলডিপি একমত, ১৬টিতে একমত নয়, একটি আংশিকভাবে একমত এবং দুটো প্রস্তাব অস্পষ্ট। বিচার বিভাগের ২৩টির মধ্যে ২২টিতে একমত আর একটিতে আংশিকভাবে একমত, দুর্নীতি দমনের ২০টির মধ্যে সবগুলোতে একমত। জনপ্রশাসনে ২৬টির মধ্যে ১১টিতে একমত, ১৫টিতে একমত নয়। নির্বাচন সংস্কারের ২৭ প্রস্তাবের মধ্যে ১৬টিতে একমত এবং ১১টিতে একমত নয় বলে কমিশনকে জানিয়েছেন এলডিপি।
৫টি বিষয়ের ওপর মতামত জমা দিল জামায়াত : বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ ভবনের কার্যালয়ে যান। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাব জমা দেন। এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। দলটি সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনসহ পাঁচটি বিষয়ের ওপর মতামত জমা দেয়।
এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, নির্বাচন নিরপেক্ষ করার ব্যাপারে জামায়াতে ইসলামী বেশ কিছু প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে তারা বলেছেন, নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বিষয়ে তারা একমত প্রকাশ করেছেন। তবে এ ক্ষেত্রে তাদের কিছু বক্তব্য আছে। আমরা পাঁচটি বিষয়ের ওপর আমাদের মতামত তুলে ধরেছি। কমিশনের প্রস্তাবের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আমরা একমত হতে পারিনি; আবার অনেক বিষয়েই একমত হয়েছি। আমরা ব্যাখ্যাসহ আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারে গুরুত্বারোপ করেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যেই সংস্কার সম্পন্ন করে একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংস্কারের ওপর গুরুত্বারোপ করে আসছে। জামায়াতের আমিরসহ নেতারা প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত একটি অর্থবহ নির্বাচন দেওয়ার জন্য বারবার বলে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময়ের ব্যাপারে একটি ধারণা জাতির সামনে পেশ করা হয়েছে। আমরা তার সঙ্গে দ্বিমত পোষণ করিনি।
রোববার মত জানাবে বিএনপি ও এনসিপি : পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে রোববার জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত দেবে বিএনপি। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মতামত জমা দেওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। অন্যদিকে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) এদিন মতামত জমা দেবে বলে জানা গেছে।
আগামী দুই বছর বিমসটেকের চেয়ারম্যান বাংলাদেশ
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক
ঢাকায় বায়ু দূষণ 'অস্বাস্থ্যকর', বেড়ে চলেছে স্বাস্থ্যঝুঁকি
বিমসটেক সম্মেলনে জাতীয় নির্বাচন নিয়ে কথা বললেন প্রধান উপদেষ্টা
ব্যাংককে বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে প্রধান উপদেষ্টা
থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ
সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করলেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা
থাইল্যান্ডের উদ্দেশে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা সেভেন সিস্টারস নিয়ে আগেও কথা বলেছেন : হাই রিপ্রেজেন্টেটিভ
বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু, যোগ দিয়েছেন সাত দেশের প্রতিনিধি
গ্রামের স্কুলে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
আমরা গণমাধ্যমের একটি গুণগত সংস্কার চাই : তথ্য উপদেষ্টা
ঈদের ছুটি কাটিয়ে মেট্রোরেল ও ট্রেন চলাচল শুরু
আজকের দিনটা আপন করে নেওয়ার দিন : প্রধান উপদেষ্টা
ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত
সেনাবাহিনীর কার্যক্রমে ড. ইউনূসের দিকনির্দেশনা
চীন বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় অংশ নিতে আগ্রহী
ঈদ উপলক্ষে র্যাবের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক দেখছেন বিশ্লেষকরা
৯ এপ্রিলের ঈদের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
ঈদের ছুটি ঘিরে ষড়যন্ত্র বা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন
চাঁদ দেখা কমিটির সভা রোববার
ঈদে ফিরতি ট্রেনযাত্রা, ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু
জাতিসংঘের প্রস্তাব ২৭৫৮-এর প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থান
ঢাকা ছাড়ছে মানুষ, স্বস্তির ঈদযাত্রা
চীন সফর শেষে ২৯ মার্চ দেশে ফিরবেন অধ্যাপক ইউনূস