শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিবিধ

নিরাপদ ঈদযাত্রা: সতর্কতা ও করণীয়

মে.হো ২০ মার্চ ২০২৫ ০১:৫৬ পি.এম

Newssign24 প্রতীকী ছবি

এনএস ডেস্ক 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লাখো মানুষ গ্রামের বাড়ি বা প্রিয়জনের কাছে ছুটবে। যাত্রাপথে দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে প্রয়োজন সচেতনতা ও সতর্কতা। সড়ক, নৌ ও রেলপথে ভ্রমণকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো, যা অনুসরণ করলে ঈদযাত্রা হবে নিরাপদ ও স্বস্তির।

সড়কপথের যাত্রীদের জন্য:

পর্যাপ্ত সময় নিয়ে যাত্রার পরিকল্পনা করুন, যাতে অতিরিক্ত ভিড় বা যানজট এড়ানো যায়। চালককে দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্য তাগিদ দেবেন না এবং অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে বা ট্রাকে ভ্রমণ করবেন না। রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ ব্যবহার করুন এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার গ্রহণ থেকে বিরত থাকুন, কারণ এতে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে।

বাস মালিক ও চালকদের প্রতি নির্দেশনা:

অদক্ষ বা ক্লান্ত চালক দিয়ে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ, তাই অভিজ্ঞ ও সুস্থ চালক নিশ্চিত করতে হবে। বাসের ফিটনেস পরীক্ষা করে রাস্তায় নামানো উচিত এবং ওভারটেকিং বা দ্রুতগতিতে চালানো এড়িয়ে চলতে হবে। যাত্রীদের সুরক্ষার স্বার্থে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলতে হবে।

নৌপথের যাত্রী ও মালিকদের প্রতি সতর্কবার্তা:

লঞ্চ, স্টিমার বা স্পিডবোটে অতিরিক্ত যাত্রী হয়ে যাত্রা করা ঝুঁকিপূর্ণ, তাই এটি এড়িয়ে চলুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান ভ্রমণ থেকে বিরত থাকুন এবং স্পিডবোটে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। লঞ্চ মালিকদের উচিত যথাযথ লাইফ জ্যাকেট, বয়া ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করা। যাত্রাপথে ঝড় দেখা দিলে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিন এবং আবহাওয়া সংক্রান্ত আপডেট জানতে নিয়মিত খবর অনুসরণ করুন।

রেলপথের যাত্রীদের করণীয়:

ট্রেনের ছাদ, বাফার বা ইঞ্জিনে ভ্রমণ করা অত্যন্ত বিপজ্জনক। যাত্রাকালে নিজের মালামাল নিরাপদে রাখুন এবং পাথর নিক্ষেপের ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন। বিনা টিকেটে ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ, তাই নিয়ম মেনে চলুন।

জরুরি প্রয়োজনে যোগাযোগ:

যেকোনো সমস্যায় দ্রুত সহায়তা পেতে পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ বা র‍্যাবের হটলাইন নম্বরে যোগাযোগ করুন। নিরাপদ ভ্রমণ নিশ্চিত করে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় ঈদ উদযাপন করুন!

এই সম্পর্কিত আরও খবর