মে.হো ০৮ মার্চ ২০২৫ ০৫:৫২ পি.এম
এনএস ডেস্ক
সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ স্বীকার করেছেন যে ২০০৭-০৮ সালের রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভুল ছিল। তিনি বলেন, সে সময় মার্কিন পররাষ্ট্রনীতিতে কিছু ত্রুটি ছিল এবং বাংলাদেশে কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক সংস্কার আনতে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের সমর্থন নিয়ে পূর্বের ভুল থেকে শিক্ষা নিচ্ছে।
শনিবার (৮ মার্চ) ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক বিশেষ সংলাপে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে অনুষ্ঠিত "মাইলাম ও জন-এর সঙ্গে সংলাপ" শীর্ষক এই আলোচনায় মূলত বাংলাদেশ-মার্কিন সম্পর্কের সাম্প্রতিক গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে আলোচক ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান আলোচনার সঞ্চালনা করেন। এতে কূটনীতিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গণতন্ত্র ও শাসন ব্যবস্থার চ্যালেঞ্জ:
সংলাপে রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। আমাদের সংস্থা গত পাঁচ বছর ধরে মার্কিন জনগণকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে কাজ করছে এবং এই উদ্যোগ আরও বিস্তৃত হবে।’
তিনি আরও বলেন, ‘সত্য তথ্য সংগ্রহ করাই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। আমি চাইলে সহজেই কোনো পক্ষ নিতে পারতাম, কিন্তু আমার লক্ষ্য ছিল সঠিক ও নিরপেক্ষ তথ্য সরবরাহ করা।’
ড্যানিলোভিচ বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জবাবদিহিতার অভাব। সুস্থ গণতন্ত্রের জন্য সামরিক-বেসামরিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখা জরুরি। স্বৈরাচারী শাসন কখনোই দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য সহায়ক নয়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বর্তমানে একটি ‘তথ্য যুদ্ধের’ সম্মুখীন। বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলায় মার্কিন সরকার কাজ করছে। কিছু ব্যক্তি ও গোষ্ঠী দুই দেশের সম্পর্কে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।’
সুশাসন ও অর্থনৈতিক পুনরুদ্ধার:
ড্যানিলোভিচ জোর দেন যে, ‘গত ১৭ বছরে বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধার করে তা সুশাসন ও উন্নয়নে কাজে লাগানো উচিত। নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে, এবং আন্তর্জাতিক অর্থায়ন নীতিগুলোও চলমান সংস্কারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার।’
সঞ্চালক জিল্লুর রহমান বলেন, ‘সুশাসনের উন্নয়নে এ ধরনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই গণতন্ত্র ও জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে ধারাবাহিক সংলাপ প্রয়োজন।’
প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ও গণমাধ্যমের গুরুত্ব:
ড্যানিলোভিচ বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা প্রাতিষ্ঠানিক ও আর্থিক সহায়তার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন।’
উভয় বক্তা গণতন্ত্রে মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং বলেন, ‘গণমাধ্যমের নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বিভিন্ন প্রশ্ন করেন, যার উত্তর দেন উইলিয়াম বি মাইলাম ও জন এফ ড্যানিলোভিচ।
এই সংলাপের মূল বার্তা ছিল—বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও আন্তর্জাতিক সহযোগিতা আরও কার্যকর করতে বহুমুখী উদ্যোগ প্রয়োজন। যুক্তরাষ্ট্র অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
আগামী দুই বছর বিমসটেকের চেয়ারম্যান বাংলাদেশ
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক
ঢাকায় বায়ু দূষণ 'অস্বাস্থ্যকর', বেড়ে চলেছে স্বাস্থ্যঝুঁকি
বিমসটেক সম্মেলনে জাতীয় নির্বাচন নিয়ে কথা বললেন প্রধান উপদেষ্টা
ব্যাংককে বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে প্রধান উপদেষ্টা
থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ
সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করলেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা
থাইল্যান্ডের উদ্দেশে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা সেভেন সিস্টারস নিয়ে আগেও কথা বলেছেন : হাই রিপ্রেজেন্টেটিভ
বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু, যোগ দিয়েছেন সাত দেশের প্রতিনিধি
গ্রামের স্কুলে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
আমরা গণমাধ্যমের একটি গুণগত সংস্কার চাই : তথ্য উপদেষ্টা
ঈদের ছুটি কাটিয়ে মেট্রোরেল ও ট্রেন চলাচল শুরু
আজকের দিনটা আপন করে নেওয়ার দিন : প্রধান উপদেষ্টা
ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত
সেনাবাহিনীর কার্যক্রমে ড. ইউনূসের দিকনির্দেশনা
চীন বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় অংশ নিতে আগ্রহী
ঈদ উপলক্ষে র্যাবের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক দেখছেন বিশ্লেষকরা
৯ এপ্রিলের ঈদের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
ঈদের ছুটি ঘিরে ষড়যন্ত্র বা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন
চাঁদ দেখা কমিটির সভা রোববার
ঈদে ফিরতি ট্রেনযাত্রা, ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু
জাতিসংঘের প্রস্তাব ২৭৫৮-এর প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থান
ঢাকা ছাড়ছে মানুষ, স্বস্তির ঈদযাত্রা
চীন সফর শেষে ২৯ মার্চ দেশে ফিরবেন অধ্যাপক ইউনূস