বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
দীর্ঘ আইনি লড়াইয়ে সমিতির সাধারণ সম্পাদক পদ ফিরে পাওয়া নিপূণ আক্তার এবারও একই পদে প্রার্থী হচ্ছেন। তবে তার সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার ভোট করবেন না।তাই নিপুণের প্যানেলের শীর্ষ পদে কে ভোট করবেন সেটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সবার মধ্যে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী এপ্রিলে। নির্বাচনি মাঠে নামার আগে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। ইতোমধ্যে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল প্যানেল করা হয়েছে। এখন প্রশ্ন নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন? যদিও এ প্রশ্নের সরাসরি উত্তর মেলেনি নায়িকা নিপুণের কাছ থেকে।
এ বিষয়ে নিপুণ বলেন, ‘সাধারণ সম্পাদক পদে আমি থাকছি। তবে, ইলিয়াস কাঞ্চন ভাই এবার প্রার্থী হচ্ছেন না। সভাপতি পদে নতুন কেউ আসছেন।’
নিপুণ তার প্যানেলের সভাপতি খোঁজা শুরু করেন। সভাপতি হিসেবে বিভিন্ন সিনিয়র শিল্পীর সাথে কথা বলেছেন বলেও জানা যায়। তবে তারা অনাগ্রহ প্রকাশ করেছেন। তবে শেষ পর্যন্ত নিপুণ সভাপতি পদে চমক দেবেন বলে তার ঘনিষ্টজনরা বলছেন। সেই চমক কি হতে পারে, তা নিয়ে এখন চলচ্চিত্রাঙ্গণে কৌতুহল সৃষ্টি হয়েছে।
তবে, চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, নিপুণের প্যানেলে সভাপতি পদে দেখা যেতে পারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে। এর আগেও ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিনবার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।
নিপুণের ঘনিষ্টজনরা জানিয়েছেন, ইতোমধ্যে শাকিবের সাথে নিপুণের কথা হয়েছে। তারা জানিয়েছেন, গত মাসে নিপুণ শাকিবের সাথে কথা বলার জন্য যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। সেখানে ‘রাজকুমার’ সিনেমার শুটিং করছিলেন শাকিব।
সেখানে গিয়েই নিপুণ তার সাথে কথা বলেন। বিভিন্ন সূত্রে জানা যায়, শাকিব প্রার্থী হতে খুব একটা আগ্রহী নন। এর আগে তিনি সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তখন নানা ঘটনায় সমিতিতে আর নির্বাচন করবেন না বলে জানিয়েছিলেন। পরবর্তীতে তিনি কোনো নির্বাচনে প্রার্থী হননি।
তবে তার ঘনিষ্টজনদের অনুরোধে তিনি নাকি কিছুটা রাজী হয়েছেন। নিপুণের ঘনিষ্টজনরা জানিয়েছেন, শেষ পর্যন্ত শাকিব তাদের অনুরোধ ফেলতে পারবেন না। ধরে নেয়া যায়, শাকিব-নিপুণ প্যানেল হচ্ছে।
নিপুণের ঘনিষ্টজনরা জানান, এই প্যানেল গঠনের ক্ষেত্রে চলচ্চিত্রের প্রভাবশালী কয়েকজন প্রযোজক ও শিল্পী ভূমিকা পালন করছেন। এর মধ্যে বর্তমান সময়ের একজন প্রভাবশালী প্রযোজকও রয়েছেন। এই প্রযোজকের একটি সিনেমা গত বছর ব্যবসা সফল হয়।
আগামী ঈদে মুক্তি দেয়ার জন্য তার আরেকটি সিনেমায় শাকিব এখন অভিনয় করছেন। তার সাথে শাকিবের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। তিনি এবং আরেকজন প্রভাবশালী প্রযোজক শাকিবকে সভাপতি পদে নির্বাচন করার জন্য উৎসাহ যুগিয়ে যাচ্ছেন বলে জানা যায়। তারা মনে করছেন, শাকিব-নিপুণ প্যানেল হলে তা অবশ্যই বিজয় লাভ করবে।
নবীন নিউজ/জা
বাসন্তী” প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো
তাহসান-রোজার হানিমুনের ছবি-ভিডিও ভাইরাল
রায়হান রাফীর বাবা মারা গেছেন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে
জু’র চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন মিথিলা
কবিতার ছন্দে ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করেন তাহসান
দুপুরে এফডিসিতে অঞ্জনাকে শেষ শ্রদ্ধা
তাহসানের নতুন জীবনসঙ্গী: ব্রাইডাল মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ
জামালপুর উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
স্রষ্টার কৃপা ছাড়া মাকে বাঁচানো সম্ভব না : অঞ্জনার ছেলে
সংস্কৃতি উপভোগ স্বাস্থ্য ও সুস্থতার জন্য ভালো: গবেষণা
রুনা লায়লাজি আমাকে বাংলা শিখিয়েছেন: রাহাত ফতেহ আলী খান
বিপিএলের কনসার্টে সাড়ে ৩ কোটি টাকা নেবেন রাহাত
রাতেই ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী খান
শহীদ মিনারে আনা হয়েছে পাপিয়া সারোয়ারের মরদেহ
চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার
গুরুতর অসুস্থ অভিনেত্রী সায়রা বানু
ভারতে বন্যাকে বয়কটের ডাক
স্বামীসহ বিমানবন্দরে আটক হলেন সুবর্ণা মুস্তাফা
ফের একসঙ্গে তিন জনপ্রিয় মুখ
প্রতিভাবান তরুণদের জন্য বিশেষ প্রোগ্রাম পরিচালনার ঘোষণা ফারুকীর
নুহাশের সিনেমার ৫০ লাখ টাকার বরাদ্দ বাতিল
নায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল নিহত
ভিডিওচিত্র ‘জুলাই অনির্বাণ’, সব মিডিয়ায় প্রচারের নির্দেশ
সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে জাবি থিয়েটারের তিনদিন ব্যাপি নাট্যোৎসব
আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটাতে চাই : উপদেষ্টা ফারুকী
সংস্কৃতির ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে : ফারুকী
‘ক্রাইম পেট্রোল অভিনেতার রহস্যজনক মৃত্যু!
উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল