বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। আগামী ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
দীর্ঘ আইনি লড়াইয়ে সমিতির সাধারণ সম্পাদক পদ ফিরে পাওয়া নিপূণ আক্তার এবারও একই পদে প্রার্থী হচ্ছেন। তবে তার সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার ভোট করবেন না।তাই নিপুণের প্যানেলের শীর্ষ পদে কে ভোট করবেন সেটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সবার মধ্যে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী এপ্রিলে। নির্বাচনি মাঠে নামার আগে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। ইতোমধ্যে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল প্যানেল করা হয়েছে। এখন প্রশ্ন নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন? যদিও এ প্রশ্নের সরাসরি উত্তর মেলেনি নায়িকা নিপুণের কাছ থেকে।
এ বিষয়ে নিপুণ বলেন, ‘সাধারণ সম্পাদক পদে আমি থাকছি। তবে, ইলিয়াস কাঞ্চন ভাই এবার প্রার্থী হচ্ছেন না। সভাপতি পদে নতুন কেউ আসছেন।’
নিপুণ তার প্যানেলের সভাপতি খোঁজা শুরু করেন। সভাপতি হিসেবে বিভিন্ন সিনিয়র শিল্পীর সাথে কথা বলেছেন বলেও জানা যায়। তবে তারা অনাগ্রহ প্রকাশ করেছেন। তবে শেষ পর্যন্ত নিপুণ সভাপতি পদে চমক দেবেন বলে তার ঘনিষ্টজনরা বলছেন। সেই চমক কি হতে পারে, তা নিয়ে এখন চলচ্চিত্রাঙ্গণে কৌতুহল সৃষ্টি হয়েছে।
তবে, চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, নিপুণের প্যানেলে সভাপতি পদে দেখা যেতে পারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে। এর আগেও ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিনবার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।
নিপুণের ঘনিষ্টজনরা জানিয়েছেন, ইতোমধ্যে শাকিবের সাথে নিপুণের কথা হয়েছে। তারা জানিয়েছেন, গত মাসে নিপুণ শাকিবের সাথে কথা বলার জন্য যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। সেখানে ‘রাজকুমার’ সিনেমার শুটিং করছিলেন শাকিব।
সেখানে গিয়েই নিপুণ তার সাথে কথা বলেন। বিভিন্ন সূত্রে জানা যায়, শাকিব প্রার্থী হতে খুব একটা আগ্রহী নন। এর আগে তিনি সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তখন নানা ঘটনায় সমিতিতে আর নির্বাচন করবেন না বলে জানিয়েছিলেন। পরবর্তীতে তিনি কোনো নির্বাচনে প্রার্থী হননি।
তবে তার ঘনিষ্টজনদের অনুরোধে তিনি নাকি কিছুটা রাজী হয়েছেন। নিপুণের ঘনিষ্টজনরা জানিয়েছেন, শেষ পর্যন্ত শাকিব তাদের অনুরোধ ফেলতে পারবেন না। ধরে নেয়া যায়, শাকিব-নিপুণ প্যানেল হচ্ছে।
নিপুণের ঘনিষ্টজনরা জানান, এই প্যানেল গঠনের ক্ষেত্রে চলচ্চিত্রের প্রভাবশালী কয়েকজন প্রযোজক ও শিল্পী ভূমিকা পালন করছেন। এর মধ্যে বর্তমান সময়ের একজন প্রভাবশালী প্রযোজকও রয়েছেন। এই প্রযোজকের একটি সিনেমা গত বছর ব্যবসা সফল হয়।
আগামী ঈদে মুক্তি দেয়ার জন্য তার আরেকটি সিনেমায় শাকিব এখন অভিনয় করছেন। তার সাথে শাকিবের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। তিনি এবং আরেকজন প্রভাবশালী প্রযোজক শাকিবকে সভাপতি পদে নির্বাচন করার জন্য উৎসাহ যুগিয়ে যাচ্ছেন বলে জানা যায়। তারা মনে করছেন, শাকিব-নিপুণ প্যানেল হলে তা অবশ্যই বিজয় লাভ করবে।
নবীন নিউজ/জা
এফডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে সরকার: তথ্য উপদেষ্টা
সৃজিত মুখার্জির নজর আলেকজান্দ্রা টেলরে
ঈদের ছুটিতে ‘গজনী অবকাশে’ রেকর্ড সংখ্যক পর্যটক
আর অভিনয়ে দেখা যাবে না সোহেল রানাকে
চাঁদরাতের আগেই মুক্তি পেল 'চাঁদ মামা'
অস্কার জয়ী এ আর রহমান হাসপাতালে
বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি চলচ্চিত্র শিল্পীদের
বাবা হারালেন রুনা খান
ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ
আজমীর তারেক চৌধুরী GIPA এর সদস্য হিসেবে মনোনীত
আজ অভিনেত্রী মেহজাবীনের বিয়ে
প্রেম আর বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে বিরক্ত শবনম ফারিয়া
প্রেম করতে চান, তবে বিয়ে নয়; কারণ জানালেন শ্রীলেখা
‘আমার ভাষার গান ২০২৫’—টিএসসিতে মাতাবে জনপ্রিয় ব্যান্ডগুলো
বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কৃতি শ্যানন
আগে সেটেল, তারপর বিয়ে: পূজা চেরি
সঙ্গীতশিল্পী শাকিরা হাসপাতালে
আগামী সপ্তাহে মেহজাবীনের বিয়ে!
শাহবাজ সানীর অকাল প্রয়াণ
ঋত্বিক ঘটক স্মরণে কাওসার আহমেদ চৌধুরীর অপ্রকাশিত গান এফএম রেডিওতে
না ফেরার দেশে ‘আমি বাংলায় গান গাই’ শিল্পী প্রতুল
এবার হলিউডের পর্দায় শেখ ফরিদ পলক
ঢাবিতে আজ ‘গুরু’র দেখা মিলবে
ভালোবাসা দিবসে আসিফের ‘কষ্ট ভীষণ’
ফের গাইলেন সাবিনা ইয়াসমিন
শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়: কুসুম শিকদার
এবার ভাইজান বললেন, প্রেমিকা যেতে চাইলে তাকে যেতে দাও
পোস্টে কী বার্তা দিলেন কারিনা কাপুর
‘বিয়ে পাগল’ সঙ্গীতশিল্পী লাকী আলি
ওটিটিতে আসছে তাসনিয়া ফারিণের ‘ফাতিমা’