কেবি ০৫ মার্চ ২০২৫ ০৩:২৪ পি.এম
এনএস ডেস্ক
বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-জনতা নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি চায় বাংলাদেশের আগামী নির্বাচন হবে ‘গণপরিষদ নির্বাচন’। এরপরই নতুন সংবিধান নির্বাচিত সংসদের মাধ্যমেই হবে। নতুন রাজনৈতিক দলের এমন দাবির বিপরীতে সুনির্দিষ্ট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দাবিতে এক মঞ্চে আসছে দেশের অতি বাম ও ডানপন্থী রাজনৈতিক দলগুলো। উভয় ধারার রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্ররা এমন আভাসই দিয়েছে।
সূত্রগুলো জানায়, বিষয়টি নিয়ে অতি বাম ও ডানপন্থী রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে খুব শিগগিরই এদের এক মঞ্চে দেখা যেতে পারে। সেমিনার ও সিম্পোজিয়ামের মধ্য দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাওয়া হবে সরকারের কাছে। প্রয়োজনে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে আল্টিমেটমসহ কর্মসূচিও দেওয়া হতে পারে।
আরও জানা যায়, জামায়াতে ইসলামী ছাড়া অন্যান্য রাজনৈতিকদলগুলোও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পক্ষে। তারাও ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনের বিষয় নিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে। বিএনপির পক্ষ থেকে যথা শিঘ্র নির্বাচনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছে। তবে সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ সব দলই চায়। এ নিয়ে আমরা সবার সঙ্গে (বিভিন্ন রাজনৈতিক দল) আলোচনা করেছি ও করছি।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘পবিত্র রমজান মাসের কারণে সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি নিয়ে আপাতত দৃশ্যমান কোন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না। তবে চলতি মাসে গণতন্ত্র মনা, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।’
বিএনপির সঙ্গে আলোচনা বা বৈঠকে বসা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, বৈঠকের প্রয়োজন হয় না। এক সঙ্গে দাঁড়িয়ে দাবি তুললেই হয়। এ জন্য আমরা সেমিনার ও সিম্পোজিয়াম করতে পারি। ঈদের পর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাওয়া হবে। এ নিয়ে সরকার কালক্ষেপন করতে চাইলে তা করতে দেওয়া হবে না।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি ঘোষিত গণপরিষদ নির্বাচন ও সংবিধান নিয়ে গণতন্ত্র মনা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দলগুলো গুরুত্ব দিচ্ছে না।’
জাসদ (রব) ভাইস প্রেসিডেন্ট তানিয়া রব বলেন, ‘৫ আগস্টের পর সংবিধান মেনেই অর্ন্তবর্তীকালীন সরকার গঠন হয়েছে। অর্ন্তবর্তীকালীন সরকারের কাজ নির্বাচন সুষ্ঠুভাবে করা। আর নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করে শিগগিরই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিৎ। এছাড়া গণপরিষদের নির্বাচনের দিকে সরকার এগোলে জটিলতা বাড়বে।’
তিনি বলেন, ‘দেশের জনগণ শান্তি চায়। স্বাধীনতা স্বপক্ষের ও গণতন্ত্র মনা রাজনৈতিক দলগুলো দেশকে জটিলতার দিকে ঠেলে দেবে না। সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে নিশ্চই রাজনৈতিক কর্মসূচী দেওয়া হবে।’
গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, ‘সুনির্দিষ্ট নির্বাচনের তারিখের রোডম্যাপ ঘোষণা বা নির্বাচনের ট্র্যাকে দেশকে উঠানোর বিষয় নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘সরকার কখনও বলছে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আবার বলছে, দুয়েক মাস পেছাতে পারে। এতে করে দেশের রাজনৈতিক দলগুলো বাধাগ্রস্থ হচ্ছে। এমনিতেই দেশের মধ্যে স্থিতিশীলতা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। সরকার এসব নিয়ন্ত্রণ করতে পারছে না।’
শিক্ষা খাতে দুর্নীতির অভিযোগ তুললেন বিএনপি নেতা
জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে: ফখরুল
জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে : ছাত্রদল সভাপতি
নির্বাচন ডিসেম্বরের পরে গেলে অস্থিরতা তৈরি হতে পারে : রয়টার্সকে বিএনপি
নতুন বাংলাদেশে শান্তিপূর্ণ ঈদের আশা এনসিপি নেতা সারজিস আলমের
৩১ মার্চ বিএনপির নেতাদের শহীদ জিয়ার মাজার জিয়ারতের কর্মসূচি
তারেক রহমানের ঈদুল ফিতর শুভেচ্ছা বার্তা
পরিবারের সঙ্গে খালেদার আবেগঘন ঈদ
বাংলাদেশি সাহসী নারীরা পেলেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্মাননা
গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে দোয়া মাহফিলে সামান্তা শারমিন
ভোটাধিকার রক্ষায় জনগণের ঐক্য প্রয়োজন: মির্জা ফখরুল
সারজিস আলম: "বাংলাদেশ সকল নাগরিকের, নির্দিষ্ট ধর্মের নয়"
স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি
প্রথমে গণহত্যার বিচার হতে হবে : রাশেদ খান
অলি আহমেদ: মুক্তিযুদ্ধের শুরুতে আমার ভূমিকা ছিল অগ্রণী
নির্বাচনের সুস্পষ্ট দিকনির্দেশনা চায় বিএনপি
নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ বিএনপির
আইনের শাসন ও শান্তিপূর্ণ বাংলাদেশ চায় বিএনপি
দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারো হস্তক্ষেপ কাম্য নয় : সারজিস
ছাত্রনেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তিতে ফেলছে: নূর
দেশের নাম পরিবর্তন আমরা মনে করি না : সালাহউদ্দিন
জাতীয় সংলাপ ডাকলেই আওয়ামী লীগ নিষিদ্ধ সম্ভব: গণঅধিকার পরিষদ
পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ ট্রাইব্যুনাল চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন
স্থানীয় সরকার নির্বাচনের নামে ষড়যন্ত্র চলছে: মুরাদ
আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধের ডাক এনসিপির
গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা এখনও প্রাসঙ্গিক: তারেক রহমান
তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ ঠিক হয়নি: ফখরুল
নির্বাচন ছাড়া সংকট সমাধান হবে না : ফখরুল
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে: নাহিদ
সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান বিএনপি নেতা রিজভীর