শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিবিধ

নানা অভিযোগে শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ ঘোষণা

MA ০১ মার্চ ২০২৫ ০১:২৮ এ.এম

newssign24.com সৈয়দ জামিল আহমেদ : ফাইল ছবি

এনএস ডেস্ক
স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ তুলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) পদ ত্যাগ করার ঘোষণা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে
আয়োজিত এক অনুষ্ঠানে পদত্যাগ পত্র তুলে দেন শিল্পকলা একাডেমির সচিবের হাতে।

সৈয়দ জামিল আহমেদ দাবি করেন, তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না, তাই পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলার বরাদ্দের ক্ষেত্রে প্রায়ই নানা গড়িমসি করা হয়েছে এবং শিল্পকলার বিকাশে
প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়নি।

সৈয়দ জামিল আহমেদ আরও অভিযোগ করেন, উপদেষ্টাদের অসহযোগিতা, শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতা এবং দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে তিনি কাজ করতে পারছিলেন না। এগুলোই তার পদত্যাগের প্রধান কারণ। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন জামিল আহমেদ। কিন্তু সাড়ে ৫ মাসের মাথায় তিনি সরে দাঁড়ালেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামিল আহমেদ। এ সময় তিনি শিল্পকলা একডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের কাছে নিজের পদত্যাগপত্র তুলে দেন।

এ সময় মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, ‘শিল্পকলার সচিব হিসেবে এটি (পদত্যাগপত্র) শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেননি।’

এই সম্পর্কিত আরও খবর