শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
মুক্ত মঞ্চ

দিনবদলের অঙ্গীকারে নতুন দল ও জনগনের প্রত্যাশা

MA ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৫ পি.এম

newssign24.com প্রতীকি ছবি

মুনতাহা মায়মুনা
আরেকটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী শুক্রবার। দেশের তরুণদের অংশগ্রহণে সৃষ্টি হতে যাওয়া এ দলটি কি ধরণের পরিবর্তন আনতে পারবে, সেটা সময়ই বলে দেবে। তবে জনগনের দৃষ্টি এখন ’২৪-এর নায়কদের এই দলটির দিকে। 

২০২৪ সালের জুলাই ও আগস্টের স্পিরিটকে সামনে রেখে দলটির এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এর নেতারা। আর জনগন দলটির ভবিষ্যত কর্মকাণ্ডের দিকে তাকিয়ে রয়েছে। জনগন বহুদিন যাবত তাদের জন্য নিবেদিত একটি দল চাইছে, শেষ পর্যন্ত নতুন এ দলটি সে প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে সেটা বলার সময় এখনো আসেনি। তাই ভবিষ্যতে দৃষ্টি সবার।

বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি হলেও জনগনের চাহিদা খুব বেশি নয়। তারা সবসময় চায়, রাজনীতি যেন কারো ব্যবসার হাতিয়ার না হয়। জনগন চায়, দুই বেলা দুই মুঠো খাবার ঠিকমতো পেতে, সেজন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য ক্রয়ক্ষমতার মধ্যে চায় তারা। জনগন স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি চায়। তারা চায় আইনের সমান অধিকার। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হোক। সর্বোপরি জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় নির্বিঘ্নে। 

কিন্তু তাদের এই চাওয়া সবসময় ব্যাহত হয়েছে। রাজনৈতিক দলগুলোর নেতারা নিজেদের আখের গোছাতে গিয়ে জনগনের অধিকারকে ভূলণ্ঠিত করেছেন। কমবেশি সব সরকারের আমলে এমন চিত্র দেখা গেছে। তবুও জনগন রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস রেখেছে। নিজেদের সবটুকু দিয়ে একাধিক রাজনৈতিক দলকে বিভিন্ন সময়ে ক্ষমতায় এনেছে। কিন্তু পরিবর্তনের যে প্রত্যাশা জনগনের মনে ঘুরে ফিরেছে, তা থেকে তারা বঞ্চিত হয়েছে। 

এবার তরুণদের নতুন দল সে প্রত্যাশা পূরণের অঙ্গীকার করে তাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। এই যাত্রায় জনগনের চাহিদার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি দেশের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করতে হবে। ’২৪-এ ঘটে যাওয়া প্রতিটি বেদনাদায়ক ইতিহাস যেমন জীবন্ত রাখতে হবে, তেমনি ’৫২, ’৭১-এর প্রকৃত ইতিহাসকেও অস্বীকার করা যাবে না। 

দেশের জন্য, মানুষের জন্য তাদের মৌলিক চাহিদা নিশ্চিতের পাশাপাশি তাদের সুন্দর আগামী গড়ে তোলার মতো পরিবেশ তৈরি করতে হবে। আর সেজন্য অন্ন-বস্ত্র ও শিক্ষা-চিকিৎসা খাতে যে নৈরাজ্য চলছে সেগুলো বন্ধ করা জরুরি। সব ধরণের
খাদ্যপণ্যের মূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে আনতে হবে। সবার জন্য আবাসন নিশ্চিত করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আর শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে যে নৈরাজ্য ও বৈষম্য রয়েছে সেগুলো নিরসন করে জাতিকে শিক্ষিত ও সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। সর্বোপরি সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে।

যদি তরুণদের গড়া নতুন এই দলটি জনগনের স্বার্থকে প্রাধান্য দিয়ে সামনের পথ রচনা করতে পারে, তাহলে তারাই হয়তো সময়ের সবচেয়ে বড় শক্তি হয়ে দেখা দেবে। আর যদি তার বদলে পুরনোদের মতো ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য বা নিজেদের আখের গোছানোর জন্য জনস্বার্থকে উপেক্ষা করে তাহলে পূর্বসুরীদের মতোই তাদের অবস্থা হওয়া অস্বাভাবিক নয়।

লেখক: গবেষক ও সমাজ উন্নয়ন কর্মী

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

এগোতে হলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

news image

উচ্চশিক্ষা ও গবেষণায় নারী

news image

দিনবদলের অঙ্গীকারে নতুন দল ও জনগনের প্রত্যাশা

news image

আঞ্চলিক ভাষা বাংলার অলঙ্কার স্বরুপ

news image

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এখনই ব্যবস্থা নিন

news image

আরও গতিশীল হোক মেট্রোরেল

news image

রাষ্ট্রভাষা, রাষ্ট্রের ভাষা ও গণতন্ত্র

news image

ছালেহার কালো বোরখা

news image

সেলিম আল দীন : বাংলানাটকের শিকড় সন্ধানী গবেষক 

news image

নির্বাচনী রাজনীতি  

news image

পূর্বাচলে একের পর এক লাশ: অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে এলাকা

news image

যুক্তরাষ্ট্রের নির্বাচনে কি ইতিহাসের পুনরাবৃত্তি

news image

চট্টগ্রামের পাহাড়গুলো প্রভাবশালীদের দখলে

news image

শব্দ সন্ত্রাস, সুস্থতার অধিকারে করছে বিঘ্নতার সৃষ্টি

news image

বাংলাদেশের তরুণ প্রজন্ম : উদ্যোক্তা সংস্কৃতি ও প্রযুক্তির সম্ভাবনা

news image

অসুরনাশীনি আঁধার বিনাশীনি দেবী দুর্গা

news image

বিশ্বখ্যাত টাইম স্কয়ারে দুর্গাপূজা 

news image

ভূরাজনীতির নতুন উদীয়মান বন্ধুত্ব ও শত্রুতা

news image

পঙ্কজ ভট্টাচার্য্য, যার রক্তে ছিল প্রতিবাদের আগুন

news image

 কলঙ্কিত হচ্ছে উচ্চশিক্ষা পীঠ