কেবি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৭ পি.এম
এনএস ডেস্ক
সরাসরি ভোটের মাধ্যমে খুলনা মহানগর বিএনপি প্রতিষ্ঠার ৪৭ বছর পর নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে। সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সার্কিট হাউস মাঠে দলের মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিকেলে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
১২ জন নেতা এবারের নির্বাচনে প্রধান তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর পাঁচ থানার ৫০৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের এই প্রক্রিয়া বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলছেন নেতারা। বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আহ্বায়ক কমিটি গঠনের তিন বছর পর হচ্ছে এ সম্মেলন। সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশেষ অতিথি করা হয়েছে
গত ১৬ ফেব্রুয়ারি খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার মাসুদ হোসেন রনি এ তফসিল ঘোষণা করেন।
তারা বলছেন, গত দেড় দশকে খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। আওয়ামী লীগের একচ্ছত্র দাপট ও দমন-পীড়নের কারণে অনেক বিএনপি নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়েছেন। অনেকে ব্যবসা-বাণিজ্য হারিয়েছেন, কেউ কেউ রাজনৈতিক চাপে পড়ে রাজনীতি থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায়, খুলনা মহানগরে বিএনপির এই সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
দলীয় অভ্যন্তরীণ কোন্দলও খুলনা মহানগর বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের দলীয় বিভক্তি এবং অভ্যন্তরীণ মতানৈক্যের কারণে অনেক নেতাকর্মী দোটানার মধ্যে রয়েছেন। এই বিভাজন দলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করেছে এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
জানা গেছে, খুলনা মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০০৯ সালের ২৫ নভেম্বর। সম্মেলনে নজরুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এরপর ২০২১ সালের ৯ ডিসেম্বর গঠন করা হয় আহ্বায়ক কমিটি।
২০২২ সালের ১ মার্চ মহানগর বিএনপির ৭১ সদস্যের পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্র। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম মনাকে আহ্বায়ক, সাবেক মহানগর ছাত্রদল ও যুবদলের সভাপতি শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে বর্তমান আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির ও দৌলতপুর থানা বিএনপির নেতা সাহাজী কামাল টিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী এবং মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।
সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন—মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু, ভারপ্রাপ্ত সভাপতি শেখ সাদী, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শের আলম সান্টু, সাবেক ছাত্রদল নেতা হাসানুর রশিদ চৌধুরী মিরাজ ও তারিকুল ইসলাম তারেক। এদের মধ্যে তারেক ছাড়া বাকিরা সবাই বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক।
তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে শফিকুল আলম মনা ও তরিকুল ইসলাম জহিরের মধ্যে। শফিকুল আলম মনা দীর্ঘদিন দলীয় নেতৃত্ব দিয়ে আসছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী তরিকুল ইসলাম জহির মহানগর ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে ছিলেন এবং বর্তমানে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাধারণ সম্পাদক পদের জন্য শফিকুল আলম তুহিন ও নাজমুল হুদা সাগরের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। তুহিন ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে মহানগর বিএনপির সদস্য সচিব।
সাগর ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি অভিযোগ করেছেন, থানার নেতাদের তার প্রতিপক্ষের পক্ষে প্রচারে বাধ্য করা হচ্ছে।
দলটির নগর সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ওয়ার্ড ও থানা সম্মেলন শেষে আমরা নগর সম্মেলনের জন্য প্রস্তুত ছিলাম। আমরা একটি সুন্দর সম্মেলন করতে চাই। ইতোমধ্যে সম্মেলন সফলে ২১টি উপকমিটি করা হয়েছে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা এসব কমিটি কাজ করে এখন সম্মেলন হচ্ছে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সম্মেলনের সার্বিক বিষয়ে তত্ত্বাবধায়ন করছেন।
তিনি বলেন, আজ খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে স্মরণকালের অন্যতম বৃহৎ সম্মেলন। এতে প্রায় ১০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন। প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শিক্ষা খাতে দুর্নীতির অভিযোগ তুললেন বিএনপি নেতা
জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে: ফখরুল
জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে : ছাত্রদল সভাপতি
নির্বাচন ডিসেম্বরের পরে গেলে অস্থিরতা তৈরি হতে পারে : রয়টার্সকে বিএনপি
নতুন বাংলাদেশে শান্তিপূর্ণ ঈদের আশা এনসিপি নেতা সারজিস আলমের
৩১ মার্চ বিএনপির নেতাদের শহীদ জিয়ার মাজার জিয়ারতের কর্মসূচি
তারেক রহমানের ঈদুল ফিতর শুভেচ্ছা বার্তা
পরিবারের সঙ্গে খালেদার আবেগঘন ঈদ
বাংলাদেশি সাহসী নারীরা পেলেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্মাননা
গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে দোয়া মাহফিলে সামান্তা শারমিন
ভোটাধিকার রক্ষায় জনগণের ঐক্য প্রয়োজন: মির্জা ফখরুল
সারজিস আলম: "বাংলাদেশ সকল নাগরিকের, নির্দিষ্ট ধর্মের নয়"
স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি
প্রথমে গণহত্যার বিচার হতে হবে : রাশেদ খান
অলি আহমেদ: মুক্তিযুদ্ধের শুরুতে আমার ভূমিকা ছিল অগ্রণী
নির্বাচনের সুস্পষ্ট দিকনির্দেশনা চায় বিএনপি
নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ বিএনপির
আইনের শাসন ও শান্তিপূর্ণ বাংলাদেশ চায় বিএনপি
দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারো হস্তক্ষেপ কাম্য নয় : সারজিস
ছাত্রনেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তিতে ফেলছে: নূর
দেশের নাম পরিবর্তন আমরা মনে করি না : সালাহউদ্দিন
জাতীয় সংলাপ ডাকলেই আওয়ামী লীগ নিষিদ্ধ সম্ভব: গণঅধিকার পরিষদ
পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ ট্রাইব্যুনাল চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন
স্থানীয় সরকার নির্বাচনের নামে ষড়যন্ত্র চলছে: মুরাদ
আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধের ডাক এনসিপির
গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা এখনও প্রাসঙ্গিক: তারেক রহমান
তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ ঠিক হয়নি: ফখরুল
নির্বাচন ছাড়া সংকট সমাধান হবে না : ফখরুল
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে: নাহিদ
সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান বিএনপি নেতা রিজভীর