MA ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৯ পি.এম
এনএস রিপোর্ট
শীতের আমেজ শেষে প্রকৃতিতে এসছে বসন্ত। চারিদিকে এখন রুক্ষ ও জীর্ণভাব। ঝরে পড়ছে গাছের পাতা। এমন রুক্ষ ও জীর্ণ পাতা ঝরার সময় রাজধানীতে হঠাৎ দেখা মিলেছে বৃষ্টির।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড এবং গুলশানে শিলাবৃষ্টির সংবাদ পাওয়া গেছে।
এদিন সকাল থেকে ঢাকার আকাশে সূর্য চোখ মেললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের আড়াল হতে থাকে। দুপুরে রাজধানী ঢাকার আকাশ হয়ে ওঠে মেঘাচ্ছন্ন। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে হঠাৎ করেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।
আবহাওয়াবিদ জেবুন্নেছা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর বেশ কয়েকটি জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়াও ঢাকার আশেপাশের এলাকা নরসিংদী, কেরানীগঞ্জ ও মাওয়ায়ও বৃষ্টি পড়ছে। তবে এটি বেশিক্ষণ স্থায়ী হবে না। এই বৃষ্টিতে বিদ্যুৎ চমকাতে পারে।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল (রবিবার ২৩ ফেব্রুয়ারি) সকালে দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়াও শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানা গেছে।
নিরাপদ ঈদযাত্রা: সতর্কতা ও করণীয়
বাংলাদেশের পরিস্থিতি আমার ওপর গভীর প্রভাব ফেলেছে: অমর্ত্য সেন
নানা অভিযোগে শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ ঘোষণা
গাছ রক্ষায় বন বিভাগের সঙ্গে কাজ করছে ব্র্যাক ব্যাংক
হঠাৎ রাজধানীতে শিলাবৃষ্টি
জগন্নাথের শিক্ষার্থীদের সঙ্গে লেগুনা চালকদের সংঘাত, বিক্ষোভে উত্তাল পুরান ঢাকা