এক রুদ্ধশ্বাস লড়াই দেখেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। ২০৭ রানের লক্ষ্য টি-টুয়েন্টিতে বাংলাদেশের জন্য কঠিনই। কঠিন পথটা বাংলাদেশ পার হতে পারেনি। তবে চোখে চোখ রেখে যে লড়াই করেছে, সেটা মাত্র ৩ রানের হারের ব্যবধানেই স্পষ্ট।
৩০ রানে তিন উইকেট হারানোর পর জয়ের ভাবনা দূরে থাক, লজ্জাজনক হারও এড়ানোই তখন ভীষণ কঠিন। সেই অবস্থা থেকে মাহমুদউল্লাহর সঙ্গে মিলে বাংলাদেশকে টেনে নেন জাকের। শেষ বল পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন দলের জয়ের আশা।
তাই সিরিজের প্রথম ম্যাচে হারলেও এই হারের মধ্যে ইতিবাচক দিক খুঁজে নিতে পারেন ক্রিকেটাররা। অল্পের জন্য জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা। তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিন রানে হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের নায়ক জাকের আলীও এমনটাই মনে করেন।
গতকাল জাকেরের ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৬৮রান । তাঁর এই ৬ ছক্কার ইনিংসই বাংলাদেশকে শেষ ওভার পর্যন্ত ম্যাচে রাখে। তবে এমন খেলেও তিনি দলকে জেতাতে পারেননি।
তাই জাকেরের কণ্ঠে গতকাল সংবাদ সম্মেলনে কিছুটা আক্ষেপের সুর ছিল। সঙ্গে শোনা গেছে ঘুরে দাঁড়ানোর বার্তাও, ‘আমার চেহারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কী রকম আছি। হার সব সময়ই বেদনার।
বিপিএলের ফাইনাল হেরে এসেছি। রাতে ঘুম হয়নি। দেশের হয়ে জিততে পারলে আরেকটু ভালো লাগত। আমি ভেঙে পড়ব না। কীভাবে জেতা যায় পরের ম্যাচ। এই ম্যাচে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। খাতা কলম নিয়ে নোট করতে বসলে দল হিসেবে অনেক প্রাপ্তি আছে।’
জাকেরের আগে গতকাল দুর্দান্ত খেলছিলেন প্রায় দেড় বছরের বেশি সময় পর দলে ফেরা মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ফেরার ম্যাচে ৩১ বলে ৫৪ করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দুজনে গড়েন ২৯ বলে ৪৭ রানের জুটি। এর চেয়ে বড় জুটি জাকের মেহেদী হাসানের সঙ্গে গড়েছেন।
তবে ৬৮ রানে ৪ উইকেট হারানোর পর এই জুটিই বাংলাদেশকে ম্যাচে ধরে রাখে। জাকেরের দাবি, মাহমুদউল্লাহ ক্রিজে থাকার সময়েই জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিলেন তিনি, ‘যখন ব্যাটিংয়ে যাই, ক্রিজে রিয়াদ ভাই ছিলেন।
তিনি স্বাভাবিক ব্যাটিং করতে বলেছেন। ওরকমই চেষ্টা করেছি যেরকম আমি সচরাচর খেলি। বাড়তি কোনো পরিকল্পনা ছিল না। রিয়াদ ভাই ঝুঁকি নিয়ে কিছু বাউন্ডারি বের করলে আমার কাজ সহজ হয়ে যায়।’
জাকের এরপর ব্যাখ্যা করেন ব্যাটিং পরিকল্পনা, ‘দুজনেরই এ রকম পরিকল্পনা ছিল। রিয়াদ ভাই সুযোগ নিচ্ছিলেন, তখন আমারও পরিকল্পনা ছিল এক ওভারে কীভাবে ১০-১২ রান বের করা যায়। রিয়াদ ভাই থাকলেও আমি আমার ভূমিকাটা এ রকমই রাখতাম। উনি চলে যাওয়ার পর আমি গিয়ার পরিবর্তন করিনি।’
কাল মোস্তাফিজুর রহমানের করা শেষ ওভার থেকে রান এসেছে ২৪। শেষ চার ওভারে শ্রীলঙ্কা তোলে ৬৪ রান। শেষদিকে লঙ্কান ব্যাটসম্যানদের রানের চাকা একটু টেনে ধরতে পারলেই হয়তো সিরিজে এগিয়ে যেতে পারত বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল। সিরিজে ফেরার আত্মবিশ্বাস নিতে বাংলাদেশকে বেশি দূরে যেতে হচ্ছে না। প্রথম ম্যাচে হারলেও ইতিবাচক অনেক কিছুরই নেওয়ার আছে। অবশ্য সেটা শুধুই ব্যাটিংয়ে। বোলারদের ভাবতে হবে নতুন করেই।
এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, আজ খেলতে পারবেন কি
দুই টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল
আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল
নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলাররা
‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও’
মুখ খোলার হুমকি: আরও এক ম্যাচ নিষিদ্ধ মোহামেডান অধিনায়ক হৃদয়
পিএসএলে না খেলেই ফিরে আসছেন লিটন
অনুশীলনে যোগ দিলেন ‘বিদ্রোহী’ ১৩ নারী ফুটবলার
মামারদাশভিলির সেভে রিয়ালকে পরাজিত করল ভ্যালেন্সিয়া
তামিমের স্থানে মোহামেডানের দায়িত্বে হৃদয়
ময়মনসিংহে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের সম্ভাব্য জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব
অ্যাতলেটিকোকে কাঁদিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা
কোপা দেল রে ফাইনাল: লড়াই জমবে ২৬ এপ্রিল!
আজ বাংলাদেশ ছাড়বেন হামজা চৌধুরী
হার্টে ব্লক ধরা পড়েছে তামিমের, রিং পরানো হয়েছে
হার্ট অ্যাটাকের শিকার তামিম, বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে
বাংলাদেশের হয়ে খেলবেন হামজা
দেশে ফিরলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস
৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগে সৌদির ক্রিকেট বিপ্লব
৯১ রানে অলআউট, ৯ উইকেটে হারল পাকিস্তান
সুপার ওভারে এক রানও করতে পারল না বাহরাইন
সাফ গেমসের প্রস্তুতির জন্য ছয় মাস
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যুবাদের সিরিজের সূচি ঘোষণা
ভারতের ফাইনাল রোববার
সাত বছর পর ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো বাফুফে
ওয়ানডে ক্রিকেটে মুশফিকের অবদান ভোলার নয়: করুণারত্নে
নেইমারের স্বপ্নময় প্রত্যাবর্তন
ইংল্যান্ডের হারে বাংলাদেশ ষষ্ঠ, পাচ্ছে বাড়তি তিন কোটি টাকা
মাঠে নামতে চান সাকিব, কিন্তু...
অদ্রির সঙ্গে মালবদল ক্রিকেটার জাকির হাসানের