MA ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪৩ এ.এম
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
পরীক্ষামূলকভাবে প্রথমবার রঙিন ফুলকপি চাষ করে সফলতা পেয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষকরা। ভালো ফলনের পাশাপাশি ফুলকপির দামও ভালো পাচ্ছেন তারা। ফলে রঙিন ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় সবজি চাষিরা। রঙিন ফুলকপির সাফল্যে খুশি স্থানীয় কৃষি বিভাগও।
উপজেলার নিজপাড়া, ভোগনগর ও সাতোর ইউনিয়নের রঙিন ফুলকপি চাষিরা বলছেন, সাদা কপি ৫ টাকায় বিক্রি হলেও এ কপি এখনো প্রতি পিস ২০ টাকায় বিক্রি হচ্ছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশে কয়েক বছর আগেই রঙিন ফুলকপি চাষ শুরু হয়েছে। তবে এ উপজেলায় এবার প্রথমবারের মতো চাষ করা হলো রঙিন ফুলকপি। প্রথমবারেই স্থানীয় চাষিরা আশানুরূপ সাফল্য পেয়েছেন। তাই অনকে্ই এরপর থেকে বেশি জমিতে রঙিন ফুলকপি চাষের ইচ্ছা পোষণ করেন।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের সবজি চাষি কুশল চন্দ্র রায় এবার ২০ শতাংশ জমিতে রঙিন ফুলকপি চাষ করেছেন। শনিবার দুপুরে তার ক্ষেত ঘুরে দেখা যায়, চাষ করা হলুদ, গোলাপি ও হালকা লাল রঙের বাহারি ফুলকপি এখন শোভা পাচ্ছে জমির প্রতিটি কোণে। যা শুধু দৃশ্যমান সৌন্দর্যই বাড়ায়নি, বাজারেও বিপুল সাড়া ফেলেছে।
তিনি পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। এ ক্ষেত্রে চারা ছাড়াও ফুলকপি চাষের প্রয়োজনীয় জৈব সার, কীটনাশক ও পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করেছে উপজেলা কৃষি অফিস।
তবে উৎপাদন খরচ কৃষি অফিস বহন করলেও বাজারের বিপুল চাহিদা কুশল চন্দ্র রায়ের মতো ভোগনগর ও সাতোর ইউনিয়নের আরও চারজন রঙিন ফুলকপি ও বাঁধাফুলকপি চাষিদের এনে দিয়েছে সাফল্যের স্বাদ। সাদা ফুলকপি যেখানে বিক্রি হয় প্রতিপিস ৪ থেকে ৫ টাকায়, সেখানে তার চাষ করা রঙিন ফুলকপি বিক্রি হচ্ছে ২০ টাকায়। ইতোমধ্যেই ৭ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছেন কুশল। তিনি আশা করছেন, বাকি ফসল থেকে ৪৫ থেকে ৫০ হাজার টাকা আয় করবেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষ করার পরিকল্পনাও রয়েছে তার। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী কুশল চন্দ্র রায় জৈব পদ্ধতিতে চাষ করেছেন এই রঙিন ফুলকপি। পোকামাকড় দমনের জন্য ব্যবহার করেছেন হলুদ ফাঁদ, যা কপিগুলোকে করেছে স্বাস্থ্যকর এবং বিষমুক্ত। বাজারে রঙিন ফুলকপি আসতেই সৃষ্টি হয়েছে ব্যাপক চাহিদা।
বীরগঞ্জ পৌর বাজারের সবজি ব্যবসায়ী মো. মোজাম্মেল জানান, এ কপির পুষ্টি এবং গুনাগুন অনেক ভালো। রঙিন ফুলকপি বাজারে আসা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে। দামও মিলছে আশানুরূপ। কৃষকরা যদি এই চাষ আরও বাড়ান, তবে এটি হয়ে উঠবে অত্যন্ত লাভজনক একটি ফসল।
স্থানীয় ক্রেতা আশারুল বলেন, ক্ষেত থেকে ২০ টাকা দরে রঙিন ফুলকপি কিনেছেন তিনি। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি সুস্বাদু।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম জানান, পরীক্ষামূলক এই চাষে কৃষকরা আশানুরূপ ফলন ও বাজারমূল্য পেয়েছেন। রঙিন ফুলকপির পুষ্টিগুণ সাদা ফুলকপির তুলনায় অনেক বেশি এবং এতে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টি-অক্সিডেন্ট, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
তিনি আরও জানান, এ বছর উপজেলায় ৭০২ হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়েছে। এর মধ্যে এক একর জমিতে রঙিন ফুলকপি চাষের উদ্যোগ নেওয়া হয়। বাজারে এর উচ্চ চাহিদা থাকায় আগামী বছর আরও বেশি কৃষক এই চাষে যুক্ত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
নীলফামারীতে বোরো আবাদ নিয়ে শঙ্কা
বৈটাখালী নদী শুকিয়ে হাওরের তিন হাজার একর বোরো জমিতে সেচ বন্ধ
মিষ্টি ভুট্টা চাষ করে সোহেলের অবিশ্বাস্য চমক
কিশোরগঞ্জের হাওরে বোরোর বাম্পার ফলনের আশা কৃষকদের
রাণীশংকৈলে স্ট্রবেরি চাষে স্বাবলম্বী ইসরাফিল
যমুনার চর রাঙাচ্ছে লাল মরিচ, বাম্পার ফলনেও হতাশ কৃষকরা
সাদা ফুলে ভরে গেছে সজিনা গাছ
ঝিনাইগাতীতে সরিষার বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
বেগুনের ওজন ১ কেজি
সিলেটের চা বাগান গুলো প্রুনিং পদ্ধতি শুরু
আলুর দাম কমায় কৃষকদের মাথায় হাত
কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত না হলে সংকটে পড়বে কৃষি খাত
রঙিন ফুলকপিতে বীরগঞ্জের কৃষকের স্বপ্ন জয়
মিঠামইন হাওরে ৫০ একর বোরো জমিতে সমালয় চাষাবাদ
পীরগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টের সাহায্যে ধানের চারা রোপণ উদ্বোধন
শ্রীমঙ্গলে এসিউর এগ্রি কেয়ারের আদর্শ চাষী মিটিং
ইসলামপুর পতিত জমিতে বেড়েছে ভুট্টা চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা
শেকৃবি'র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি'র উদ্যোগে নগর কৃষির প্রসার
গৌরীপুরে সরিষার বাম্পার ফলনের আশা
ধানের চেয়েও খড় বিক্রি হচ্ছে বেশি দামে
সরিষা ফুলের মধু আহরণে স্বাবলম্বী মৌয়ালরা
চট্টগ্রামে লবণের উৎপাদন বাড়লেও দাম পাচ্ছেন না কৃষক
কনকনে শীতে বিপাকে হাওরের কৃষকরা
মৌলভীবাজারে স্বপ্নের ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা
মৌলভীবাজারে স্বপ্নের ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা
পীরগঞ্জে জলাবদ্ধ জমিতে পানি ফল চাষে কৃষকের আগ্রহ বাড়ছে
পীরগঞ্জে বীজ আলুর মুল্য বৃদ্ধি পর্যাপ্ত উৎপাদন নিয়ে আশংকা
আমন ধানের বাম্পার ফলনে খুশি রাণীশংকৈলের কৃষকরা
পীরগঞ্জে সব্জি মুলার কদর বেড়েছে
বীজ আলুর ঘাটতিতে কৃষক