MA ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫ পি.এম
বিনোদন রিপোর্ট
রূপালী পর্দায় কাজ করতে করতে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাকে। আত্মীয়-স্বজন, সহকর্মী-বন্ধুজন কারো কাছেই কোনো সূত্র ছিল না। কোথায় গেলেন পপি বা কোথায় আছেন তা নিয়ে ক’বছর কম আলোচনা বা বিতর্ক হয়নি। কিন্তু কেউ আঁচ করতে পারেননি কোথায় আছেন দর্শকদের এই
হৃদয়রাণী।
কিন্তু হঠাৎ করে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ফেসবুক লাইভে এসে পপি জানালেন অনেক অজানা কথা। তার বর্তমান অবস্থান, নিরুদ্দেশ থাকা, পরিবারের সদস্য বিশেষ করে মা-ভাই-বোন তার সঙ্গে কি আচরণ করেছে বা কেন তিনি হঠাৎ লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন- সবকিছুই উঠে এলো সে লাইভে।
একটি সূত্র মতে, পপি ও তার পরিবারের সদস্যদের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। কেন এ পরিস্থিতির সৃষ্টি হলো বা কার অভিযোগ কতটা সত্যি, তা নিয়ে পর্যালোচনাপূর্বক সিদ্ধান্তে যেতে চান কেউ কেউ। দু’পক্ষের এই পাল্টাপাল্টি অভিযোগের সূত্র ধরে অনেক প্রশ্ন সামনে চলে আসছে। হয়তো শিগগিরই সেসব প্রশ্নের জট খুলবে। গত ৩ ফেব্রুয়ারি পপির বোন ফিরোজা পারভীন খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর পপিকে হাজির হতে হয় তার জবাব নিয়ে। পপির বিরুদ্ধে খুলনায় পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ করেছেন তার বোন ও মা।
পপির বোনের অভিযোগ, তাদের পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামালসহ আরও একাধিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে পপি ৩ ফেব্রুয়ারি খুলনার শিববাড়ী এলাকায় যান। এ সময় বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোন ফিরোজা পারভীনকে হুমকি দেন।
আর মায়ের অভিযোগ, বাবার ১১ কাঠা জমির মধ্যে পপি আগেই ৫ কাঠা তার নামে লিখিয়ে নিয়েছেন। এখন বাকি ৬ কাঠার মালিকানা পেতে তিনি পরিবারের সবার ওপর চাপ প্রয়োগ করছেন।
এসব অভিযোগের জবাবে ফেসবুক লাইভে দেওয়া ভিডিও বার্তায় পপি জানান, তিনি জমি দখল করেননি। বাবার সম্পত্তি থেকে তিনি ৬ কাঠা জমি কিনেছেন তার রোজগারের টাকায়। কিন্তু পরিবারের সদস্যদের অত্যাচারের কারণে সে জমি এখনো ভোগ করতে পারছেন না। শুধু তাই নয়; বললেন, জীবনের সব উপার্জন দিয়ে যাদের মানুষ করেছেন, তারাই তার সঙ্গে বেঈমানী করেছে।
প্রায় ৩৯ মিনিটের ভিডিও বার্তায় পপি তার মা সম্পর্কে নানা নেতিবাচক উদাহরণ তুলে ধরেন। ভাই-বোনদের সম্পর্কেও বলেছেন অনেক অজানা কথা। তার কথায় এটা ষ্পষ্ট যে, পরিবারের সঙ্গে থাকলেও বুকে পাথরচাপা দিয়ে তিনি সয়ে গেছেন অনেক অত্যাচার।
মা সম্পর্কে পপি বলেন, ‘পৃথিবীতে সব মা-ই মা নন। ভালো মা যেমন আছেন, খারাপ মা-ও আছেন। দুর্ভাগ্যবশত আমি আমার মায়ের ভালোবাসা কখনো পাইনি। আমি শুধু তার কাছে ডিমপাড়া হাঁস, দুধ দেয়া গরু, টাকা ছাপানোর মেশিন ছিলাম।’ তার মতে, একটা মানুষ যখন মেশিনে পরিণত হয়, তখন তার মূল্য মেশিন হিসেবেই থাকে, মানুষ হিসেবে না। তাই মা বা ভাই-বোনের অনেক অন্যায়-অত্যাচার তিনি মুখ বুজে সহ্য করেছেন।
নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে হচ্ছে মন্তব্য করে জনপ্রিয় এই চিত্রনায়িকা বলেন, ‘ব্যর্থ মানুষ বলছি এই কারণে যে, সবার মন জয় করতে পারলেও, দীর্ঘ ২৮ বছর যাদের জন্য কাজ করেছি, এই হাতে যাদের লালন-পালন করেছি; তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। আমি যখন ইনকাম করেছি, দুই হাতে দিতে পেরেছি. তখন আমার পরিবারের কাছে অনেক প্রিয় মানুষ ছিলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না, তাই তাদের কাছে আমি গলার কাঁটা, শত্রু এবং অপছন্দের মানুষ।’
মা ও বোনের অভিযোগকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের হার্টথ্রব পপি বলেন, ‘আমি তাদের সম্পত্তি দখল করছি না, তারাই আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। পরিবারের সম্মান রক্ষা করতে
গিয়েই আমি আমার চাচার কিছু সম্পত্তি কিনেছি। বাবার কিছু অংশের সম্পত্তি কিনেছি। যা পুরো সম্পত্তির ভিতরের অংশ। এখন আমার জায়গায় আমাকে যাওয়ার রাস্তা দেওয়া হচ্ছে না। সেটা তারা দখল করতে চায়।’
পপির অভিযোগ, একবার তাকে মেরে ফেলার জন্য খুনী ভাড়া করেছিল তার পরিবারের সদস্যরা। তার সব টাকা-পয়সা হাতিয়ে নেওয়া হয়েছে। এর সঙ্গে তার পরিবারের সদস্যরা, বিশেষ করে ভাই-বোন যুক্ত ছিল বলে দাবি করেন তিনি। তিনি
জানান, এ ঘটনা নিয়ে সে সময় জিডি হয়েছিল। যার সূত্র ধরে তারা আটক হয়। পরে তিনি তাদেরকে ক্ষমা করে দেন।
পপি বোনের গায়ে হাত তুলেছেন বলে যে অভিযোগ উঠেছে তার জবাবে সুন্দরী এই চিত্রনায়িকা বলেন, ‘আমার বোন বলেছে আমি তাকে মেরেছি। দূর থেকে তোলা ভিডিও ফুটেজ দিয়ে সে এটা প্রমাণ করতে চাইছে।...আমার মুখের সামনে ক্যামেরা ধরেছে, সেটা আমি ফেলে দিয়েছি। আমি ভাই-বোনকে শাসন করেছি, কিন্তু কখনো কাউকে মারিনি। বরং তাদের কাছ থেকে মার খেয়েছি। তারা আমাকে মারার চেষ্টা করেছে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য।’
চিত্রনায়িকা তার বোনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, ‘২০১৯ সালে আমার বোন কিছুটা বিপথে চলে যায় নেশাজাতীয় পণ্য বিক্রি শুরু করে, এ ছাড়া স্মাগলিং ও সুদের ব্যবসার সঙ্গেও জড়িয়ে যায়। মায়ের সহযোগিতা নিয়ে সে এসব করছিল। এসব কারণে বাবা ও মায়ের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। তখন আমার মা, বোন ও ভাই মিলে বাবাকে মারে।
এই ঘটনা পুরো খুলনা শহর জানে। তাদের থামাতে গিয়ে আমি নিজেও আহত হই। সে সময় আমার বাবা ডিভোর্স দিতে
চেয়েছিলেন মাকে এবং বোনকে বাসা থেকে বের করে দেন। তখন একটি জিডিও করেছিলেন বাবা। সব প্রমাণ আমার কাছে আছে।’
নিজেদের দোষ ঢাকতেই পপির মা-বোন-ভাই তাকে ভিলেন বানাচ্ছে দাবি করে এক সময়ের ঝড় তোলা এই নায়িকা বলেন, ‘তাদের দোষ ঢাকতেই আমাকে ভিলেন বানানো হচ্ছে। দূরে থাকা কি অপরাধ? ভালো থাকা কি অপরাধ? যদি হয় তাহলে আমি অপরাধী। কিন্তু ভূমিদস্যু হিসেবে অপরাধী আমি না।’
ভাই বোনকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছেন দাবি করে পপি বলেন, ‘নিজের ভবিষ্যৎ, ভালো লাগা, মন্দ লাগা অনেক কিছুই বাদ দিয়েছি; শুধু আমার ভাই-বোনকে মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম মানুষ হয়নি। হিংস্র পশুরও কৃতজ্ঞতা থাকে। এদের মধ্যে সেই কৃতজ্ঞতা নেই।’
সৃজিত মুখার্জির নজর আলেকজান্দ্রা টেলরে
ঈদের ছুটিতে ‘গজনী অবকাশে’ রেকর্ড সংখ্যক পর্যটক
আর অভিনয়ে দেখা যাবে না সোহেল রানাকে
চাঁদরাতের আগেই মুক্তি পেল 'চাঁদ মামা'
অস্কার জয়ী এ আর রহমান হাসপাতালে
বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি চলচ্চিত্র শিল্পীদের
বাবা হারালেন রুনা খান
ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ
আজমীর তারেক চৌধুরী GIPA এর সদস্য হিসেবে মনোনীত
আজ অভিনেত্রী মেহজাবীনের বিয়ে
প্রেম আর বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে বিরক্ত শবনম ফারিয়া
প্রেম করতে চান, তবে বিয়ে নয়; কারণ জানালেন শ্রীলেখা
‘আমার ভাষার গান ২০২৫’—টিএসসিতে মাতাবে জনপ্রিয় ব্যান্ডগুলো
বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কৃতি শ্যানন
আগে সেটেল, তারপর বিয়ে: পূজা চেরি
সঙ্গীতশিল্পী শাকিরা হাসপাতালে
আগামী সপ্তাহে মেহজাবীনের বিয়ে!
শাহবাজ সানীর অকাল প্রয়াণ
ঋত্বিক ঘটক স্মরণে কাওসার আহমেদ চৌধুরীর অপ্রকাশিত গান এফএম রেডিওতে
না ফেরার দেশে ‘আমি বাংলায় গান গাই’ শিল্পী প্রতুল
এবার হলিউডের পর্দায় শেখ ফরিদ পলক
ঢাবিতে আজ ‘গুরু’র দেখা মিলবে
ভালোবাসা দিবসে আসিফের ‘কষ্ট ভীষণ’
ফের গাইলেন সাবিনা ইয়াসমিন
শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়: কুসুম শিকদার
এবার ভাইজান বললেন, প্রেমিকা যেতে চাইলে তাকে যেতে দাও
পোস্টে কী বার্তা দিলেন কারিনা কাপুর
‘বিয়ে পাগল’ সঙ্গীতশিল্পী লাকী আলি
ওটিটিতে আসছে তাসনিয়া ফারিণের ‘ফাতিমা’
দুলাভাই ওমর সানি যা বললেন শ্যালিকা পপিকে