শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

যা কিছু আছে দেখার আছে ব্রহ্মপুত্র ঘেরা কুড়িগ্রামে

MA ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৫ এ.এম

ব্রহ্মপুত্র নদের তীর উত্তরের জেলা কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের তীর : এনএস ডেস্ক

এনএস ডেস্ক
ব্রহ্মপুত্রের স্বচ্ছ জলরাশিতে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন সাইজের নৌকা। একপাশে স্থানীয় কিছু জেলে নদে জাল ফেলে মাছ ধরছে। সূর্যের আলো পড়ে নদের জল সোনালী রং ধারণ করেছে। এ যেন মনকাড়া এক অপরূপ দৃশ্য। এমনই অপরূপ দৃশ্যের দেখা মেলে ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা উত্তরের জেলা কুড়িগ্রামে। শুধু কি নদ? এ জেলায় রয়েয়ে ভ্রমণ পিপাসুদের মনের খোরাক নানা দর্শনীয় স্থান।

ভ্রমণ পিপাসুরা ঘুরে আসতে পারেন কুড়িগ্রাম জেলা থেকে। সেখানে রয়েছে- চান্দামারী মসজিদ, শাহী মসজিদ, চণ্ডী মন্দির, দোলমঞ্চ মন্দির, ভেতরবন্দ জমিদার বাড়ি, চিলমারী বন্দর, মোগলবাসা ভাটলার স্লুইসগেট, ধরলা ব্রিজের পাড়- পিকনিক ষ্পট, ঘোগাদহ বাজার। 

কুড়িগ্রাম জেলার উত্তরে রয়েছে লালমনিরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা। দক্ষিণে গাইবান্ধা জেলা, পূর্বে ভারতের মেঘালয় রাজ্যের ধুবড়ী জেলা ও দক্ষিণ শালমারা মানকার চর জেলা এবং পশ্চিমে লালমনিরহাট জেলা ও রংপুর জেলা অবস্থিত। 

আসুন জেনে নেই কুড়িগ্রামের দর্শনীয় স্থান সম্পর্কে

চিলমারী বন্দর:
অপরূপ সৌন্দয়ে ভরা চিলমারী বন্দর। এর সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন। সব বয়সী মনুষের পছন্দের জায়গা এটি। তাই তো বিভিন্ন উৎসবে লাখো মানুষের পদচারনায় মুখর হয়ে উঠে চিলমারী বন্দর। এক সময় চিলমারি বন্দর সংলগ্ন ব্রক্ষপুত্র নদ দিয়ে মালামাল ও যাত্রী নিয়ে ব্রিটিশ আমল ও এর পরবর্তী সময়ে বড় বড় জাহাজ চলাচল করত। আগের সেই জৌলুস না থাকলেও নৌপরিবহন ব্যবসাটি এখনো টিকে আছে।
কুড়িগ্রাম জেলা সদর থেকে ৩৫ কি.মি. দক্ষিণে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত চিলমারী বন্দর। দেশের যে কোন প্রান্ত থেকে কুড়িগ্রাম জেলা বাস টার্মিনালে পৌঁছার পর অটো (ইজি বাইক) যোগে সরাসরি যাওয়া যাবে চিলমারীর বন্দরে।

স্লুইস গেট:
কুড়িগ্রাম শহর ও শত শত গ্রামকে বন্যা থেকে রক্ষায় আর কৃষককে কৃষিকাজে সহযোগিতার জন্য জেলা সদরের মোগলবাসার ৬ নং ওয়ার্ডে একটি স্লুইস গেট নির্মাণ করা হয়। উত্তর দক্ষিনে লম্বা গেটটিতে সর্বমোট ১৬টি জলকপাট রয়েছে। বৃষ্টির সময় নদীতে পানি অনেক বেশি হয়ে বন্যার আশংকা দেখা দিলে গেটটি বন্ধ করে দেওয়া হয়। এই স্লুইস গেট শুধু বন্যার হাত থেকে রক্ষা নয়, নিজ সৌন্দর্যে স্থানীয়সহ বিভিন্ন এলাকার সৌন্দর্য্য পিপাসু মানুষকে দেয় প্রশান্তি। সারা বছরই এখানে দর্শনার্থীদের ভীড় দেখা যায়। তবে বিভিন্ন উৎসবে এই ভীড় আরও কয়েকগুন বৃদ্ধি পায়। কুড়িগ্রামের মোগলবাসার ৬নং ওয়ার্ডে অবস্থিত এই স্লুইস গেটে অটোরিক্সা যোগে খুব সহজেই যেতে পারবেন।

চান্দামারী মসজিদ:
দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে চাইলে ঘুরে আসতে পারেন চান্দামারী। মসজিদটিতে সুলতানী আমলের শিল্প বৈশিষ্ট্য ও মোগল স্থাপত্যকলার সমন্বয় ঘটেছে। মোঘল আমলের এই মসজিদটিতে রয়েছে তিনটি গম্ভুজ ও তিনটি মেহরাব। মসজিদটির অবস্থান জেলার রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের মন্ডলপাড়ায়। সড়কপথে রাজারহাট উপজেলা থেকে ৪ কি.মি. দক্ষিণ-পশ্চিম দিকে মসজিদটি অবস্থিত।

চন্ডি মন্দির:
মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত মন্দিরটি দেখতে অনেকটা কালীমন্দিরের মতো। ভূমিকম্পে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখানে নতুন একটি মন্দির নির্মাণ করা হয়েছে। বাহারবন্দ পরগণার সদর দপ্তর এবং জমিদার ছিলেন রাণী সত্যবর্তী। তিনি এখানেই ছিলেন। কালীমন্দির নামে আরেকটি মন্দির ধামশ্রেণীতে সিদ্ধেশ্বরী রয়েছে।
চন্ডিমন্দিরটি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদর থেকে ৩ কিমি পূর্বদিকে ধামশ্রেণী নামক স্থানে অবস্থিত। দেশের  যে কোন প্রান্ত থেকে বাসে করে কুড়িগ্রাম যাওয়া যায়। কুড়িগ্রাম জেলা বাস টার্মিনালে পৌঁছার পর অটোরিক্সায় উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় যাবেন, তার পাশেই মন্দিরটি রয়েছে। 

শাহী মসজিদ:
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সদর থেকে ১ কিমি উত্তর-পূর্ব দিকে অবস্থিত ব্যাপারীপাড়া শাহী মসজিদ। মসজিদের সামনেই রয়েছে মনোরম সুন্দর দীঘি। চারপাশে ৩ ফুট উঁচু প্রাচীর দ্বারা সুরক্ষিত মসজিদের সামনে ৩টি দরজা ছাড়াও একটি সুদৃশ্য প্রবেশ তোরণ, ২টি মিনার এবং চার কোণায় ৪টি উচুঁ মিনার রয়েছে। মিনারগুলোর পাশে আছে আরও ৮টি ছোট ছোট মিনার। ৩টি বড় আকৃতির গম্বুজ রয়েছে ছাদের মাঝখানে। কোন শিলালিপি না থাকলেও অনুমান করা হয় মোগল স্থাপত্যশৈলিতে নির্মিত মসজিদটি ২০০ বছরের পুরাতন।

ভিতরবন্দ জমিদার বাড়ি:
কাঠের তৈরি অসম্ভব সুন্দর জমিদারবাড়ি ভিতরবন্দ জমিদার বাড়ি। জমিদারবাড়িটি কুড়িগ্রাম জেলা সদর থেকে ১৬ কিমি দূরে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরবন্দ গ্রামে অবস্থিত। বাড়ির অর্ধেক অংশ ব্যবহার করা হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসাবে, আর বাকি অর্ধেক এখন আর নেই। ইংরেজ আমলের শুরুর দিকে রাশাহীতে ছিল ভিতরবন্দ গরগণার সদর দপ্তর। চিরস্থায়ী বন্দোবস্তের পরে এই পরগণার সদর দপ্তর স্থানান্তর করা হয় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দে।

সোনাহাট স্থলবন্দর:
জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিতবিখ্যাত সোনাহাট স্থলবন্দর। নদীর তীরবর্তী হওয়ায় ব্রিটিশ আমলে সোনাহাট স্থল বন্দরটি বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র ছিল। এখনো এর গুরুত্ব কমেনি। স্থল বন্ধরটি ভারতের আসাম এবং পশ্চিম বঙ্গের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যা ভারতের সেভেন সিস্টার বলে খ্যাত অঙ্গ রাজ্যের গেটওয়ে হিসেবে কাজ করছে। এ বন্দর দিয়ে ভারত, আসাম ও নেপাল হতে কয়লা, কাঠ, টিম্বার, পাথর, সিমেন্ট, চায়না ক্লে, বল ক্লে, কোয়ার্টজ, রাসায়নিক সার, কসমেটিক সামগ্রী, পশু খাদ্য, বিভিন্ন ধরণের ফলমূল, পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, গম, বিভিন্ন ধরণের বীজ, তামাক ডাটা প্রভৃতি মালামাল আমদানি করা হয়। বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় ইলিশ মাছ, মেলামাইনের তৈরি বাসনপত্র এবং ওষুধসহ কতিপয় মালামাল।
ভূরুঙ্গামারী উপজেলা হতে সোনাহাট স্থল বন্দরের দূরত্ব ১২কিলোমিটার। এই দূরত্বের মাঝখানে ১৮৮৭ সালে তৈরি ৪৫০ মিটার লম্বা একটি লোহার রেলওয়ে ব্রিজ রয়েছে। ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট সীমান্তে এ স্থল বন্দর অবস্থিত।

বর্ডারহাট:
পাহাড় এবং নদীর ঠিক মধ্যখানেই এই হাট। বাংলাদেশের বর্ডারহাটগুলোর মধ্যে রাজিপুর সীমান্তের এই বর্ডারহাটটি অন্যতম। সপ্তাহে দুইদিন এখানে বাজার বসে। খুব সহজে পাশ সংগ্রহ করে আপনিও যেতে পারেন বর্ডার হাটে।
 

আরও খবর

news image

ঢাকা থেকে বিলুপ্ত প্রায় কিছু আদি পেশা

news image

ঘুরে আসতে পারেন বিক্রমপুর জাদুঘর

news image

ভ্রমণপ্রেমীদের কাছে একটি দর্শণীয় স্থান ফেনী 

news image

ভুটানের সেরা খাবার

news image

প্রাকৃতিক সৌন্দর্যে গাইবান্ধা

news image

বসন্ত বাতাসে আজ শুধু ভালোবাসার বর্ণচ্ছটা...

news image

পর্যটকদের ভিড় বাড়ছে রংপুরে

news image

স্বপ্নপুরীর দেশে একদিন

news image

যা কিছু আছে দেখার আছে ব্রহ্মপুত্র ঘেরা কুড়িগ্রামে

news image

বারুণী স্নান উৎসব দেখতে যেতে পারেন নীলফামারীর নীলসাগরে

news image

প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ ঠাকুরগাঁও ভ্রমণ

news image

শেষ সীমান্তের সৌন্দর্য দেখতে লালমনিরহাট ভ্রমণ

news image

ঘুরে আসতে পারেন প্রাচীন সভ্যতার নিদর্শন ‘হিমালয়কন্যা’ পঞ্চগড়

news image

প্রকৃতি প্রেমীদের কাছে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা

news image

পর্তুগালে স্থায়ী ভাবে থাকার সুবিধা বন্ধ

news image

বঙ্গোপসাগরের যে দ্বীপে মানুষ গেলে আর জীবিত ফিরতে পারে না

news image

২ মিনিটে হাঙরকে একাই গিলে ফেললো তিমি

news image

যে ৬টি কাজ করে আপনি নিজের জীবন নিজেই নষ্ট করছেন

news image

‘মৃত্যুর’ নাম্বার পড়েছে লক্ষ্মীপুরের ১৫ হাজার গাছে!

news image

‘নারীর বিনা বেতনে করা কাজের স্বীকৃতি ছাড়া বাংলাদেশের অর্থনীতি স্মার্ট হবে না’ 

news image

মাটি খুঁড়তেই বের হলো ২ হাজার বছর আগের শত শত সমাধি

news image

মাছ কী ঘুমায়?

news image

হিজাব পরে আলোচনার ঝড় তুললেন যে মডেল

news image

গাছ লাগানোর সঠিক সময় কখন?

news image

৫০ জন কনের যৌতুক ছাড়া বিয়ে

news image

জীবন্ত অবস্থায় কবর দেবার চারদিন পর বৃদ্ধকে জীবিত উদ্ধার

news image

কর্মক্ষেত্রে একাকিত্ব বোধ করেন?

news image

ভালো কাজ করলেই খাবার পাওয়া যায় যেখানে

news image

স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ার কারণ ও সমাধান 

news image

বৃষ্টির মতো ছিটকে পড়ছে স্বর্ণ