কেবি ৩১ জানু ২০২৫ ০৪:২১ পি.এম
এনএস ডেস্ক : আওয়ামী লীগের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব পাওয়া, কেন দায়িত্ব নিলেন, কীভাবে দেশ পরিচালনা করতে চান—এসব বিষয় নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূস বলেন, আমি যখন প্রথম ফোনকল পাই, তখন আমি প্যারিসের হাসপাতালে ছিলাম। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছিল। তখন তারা (ছাত্রনেতারা) ফোন দিল। যদিও আমি বাংলাদেশে কী ঘটছে, সেসব খবর প্রতিদিন মোবাইল ফোনে দেখতাম। তখন তারা বলল, ‘তিনি (শেখ হাসিনা) চলে গেছেন। এখন আমাদের সরকার গঠন করতে হবে। দয়া করে, আমাদের জন্য সরকার গঠন করুন।’ আমি বলেছিলাম, না, আমি সেই ব্যক্তি নই। আমি এর কিছুই জানি না। আমি এর সঙ্গে যুক্ত হতেও চাই না।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোস সফর করেন। তখন ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান পররাষ্ট্র ভাষ্যকার গিডেয়েন র্যাচম্যানের উপস্থাপনায় পডকাস্টে অংশ নেন। ‘র্যাচম্যান রিভিউ’ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার প্রকাশ করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি তাদের কাউকেই চিনতাম না। কখনো তাদের সম্পর্কে শুনিনি। কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। তাদের বলেছিলাম, বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন। তোমরা তাদের খুঁজে নাও। তারা বলছিল, ‘না, না, না, আপনাকেই থাকতে হবে। আমরা কাউকে পাইনি।’ আমি বলেছিলাম, জোরালো চেষ্টা করো। তারা বলল, ‘আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই।’ তখন বলেছিলাম, অন্তত একটা দিন চেষ্টা করো। না পেলে ২৪ ঘণ্টা পর আমাকে আবার ফোন করো।
তিনি বলেন, ছাত্রনেতারা আমাকে আবারও ফোন করল। বলল, ‘আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে।’ শেষ পর্যন্ত আমি বললাম, দেখো, তোমরা রাজপথে জীবন দিয়েছো। প্রচুর রক্তক্ষয় হয়েছে। তোমরা সম্মুখসারিতে আছো। যেহেতু তোমরা এসব করতে পেরেছ, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত। আর এটাই সেই সময়। সরকারের সংস্কার করতে হবে। আমি রাজি। তোমরা কি একমত? তারা আর কোনো কথা বলেনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ঘণ্টা দুয়েক পর হাসপাতালের একজন নার্স এলেন। তিনি আমাকে একটি ফুলের তোড়া উপহার দিলেন। আমি বললাম, এটা কেন? তখন ওই নার্স বললেন, ‘আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এটা জানতাম না।’ আমি বললাম, এটা আপনি কোথা থেকে জানলেন? তখন তিনি বললেন, ‘সব গণমাধ্যমে, সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।’ আমি বললাম, আমি আপনার কাছ থেকেই এটা জানলাম।
তিনি বললেন, ‘অবশ্যই, আপনার কথা আমাদের মানতে হবে। আপনি একজন প্রধানমন্ত্রী। আপনার নিরাপদ যাত্রার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে দেব। প্রয়োজনীয় ওষুধসহ সবকিছু দেব। সার্বক্ষণিক যোগাযোগে থাকব।
তিনি বলেন, এরও ঘণ্টা দুয়েক পর ওই বোর্ড সদস্যরাদসহ হাসপাতালের প্রধান আসেন। তারা ফুলের তোড়া দিয়ে নতুন ‘প্রধানমন্ত্রী’ হিসেবে আমাকে শুভেচ্ছা জানান। সঙ্গে এটাও বলেন যে বিকেলের আগে আমাকে হাসপাতাল ছাড়ার বিষয়ে অনুমতি দেওয়া হবে না।
আরও বলেন, এর কয়েক ঘণ্টা পর, সকালে ফরাসি সেনাবাহিনীর বড় একটি দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে। এটাই ছিল দেশে ফেরার আগের ঘটনাবলি।
পুরনো চিন্তায় নয়, নতুন কাঠামোয় গড়ে উঠবে ভবিষ্যতের বিশ্ব: ড. ইউনূস”
বাংলাদেশি পণ্যের শুল্ক নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা
রোহিঙ্গাদের আগামী বছরের মধ্যে পাঠানো যাবে কি না বলা যাচ্ছে না : প্রেস সচিব
মিয়ানমার প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা নিতে সম্মত
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
আগামী দুই বছর বিমসটেকের চেয়ারম্যান বাংলাদেশ
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক
ঢাকায় বায়ু দূষণ 'অস্বাস্থ্যকর', বেড়ে চলেছে স্বাস্থ্যঝুঁকি
বিমসটেক সম্মেলনে জাতীয় নির্বাচন নিয়ে কথা বললেন প্রধান উপদেষ্টা
ব্যাংককে বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে প্রধান উপদেষ্টা
থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ
সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করলেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা
থাইল্যান্ডের উদ্দেশে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা সেভেন সিস্টারস নিয়ে আগেও কথা বলেছেন : হাই রিপ্রেজেন্টেটিভ
বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু, যোগ দিয়েছেন সাত দেশের প্রতিনিধি
গ্রামের স্কুলে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
আমরা গণমাধ্যমের একটি গুণগত সংস্কার চাই : তথ্য উপদেষ্টা
ঈদের ছুটি কাটিয়ে মেট্রোরেল ও ট্রেন চলাচল শুরু
আজকের দিনটা আপন করে নেওয়ার দিন : প্রধান উপদেষ্টা
ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত
সেনাবাহিনীর কার্যক্রমে ড. ইউনূসের দিকনির্দেশনা
চীন বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় অংশ নিতে আগ্রহী
ঈদ উপলক্ষে র্যাবের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক দেখছেন বিশ্লেষকরা
৯ এপ্রিলের ঈদের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
ঈদের ছুটি ঘিরে ষড়যন্ত্র বা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন