MA ২৯ জানু ২০২৫ ১০:৪৩ পি.এম
সৌদি আরব প্রতিনিধি :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে (জিএল এমসি) বাংলাদেশের যুব কর্মসংস্থান উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রম সহযোগিতা শক্তিশালীকরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বুধবার (২৯ জানুয়ারি) মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে উপদেষ্টা স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) সাফল্য তুলে ধরেন।
এই প্রোগ্রামের মাধ্যমে ইতোমধ্যে আইটি, স্বাস্থ্যসেবা ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে ২ লাখের বেশী যুবক প্রশিক্ষণ গ্রহণ করেছে। প্রশিক্ষণপ্রাপ্তদের ৭০ শতাংশ মাত্র ছয় মাসের মধ্যে কর্মসংস্থান পেয়েছেন, যা শিল্পভিত্তিক প্রশিক্ষণ ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের কার্যকারিতা প্রমাণ করে।
আসিফ নজরুল বলেন, 'আমাদের লক্ষ্য শুধুমাত্র চাকরিপ্রার্থী তৈরি করা নয়, বরং আমাদের যুবসমাজকে দেশীয় ও বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করা।'
এ সময় তিনি ডিজিটাল জব-ম্যাচিং প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কর্মসংস্থান সমাধান, এবং বাংলাদেশের বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম অনলাইন ফ্রি-ল্যান্সার সরবরাহকারী হিসেবে ৫শ' মিলিয়নের বেশি মার্কিন ডলারের আয়ের কথা উল্লেখ করেন।
ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপন এবং প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এ সময়।
সেজন্য তিনি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার সৌদি আরবে বিশ্বের ১শ'টিরও বেশি দেশের নীতিনির্ধারক, শিল্প নেতৃবৃন্দ, গবেষক, উদ্ভাবক এবং শ্রম বিশেষজ্ঞরা জিএলএমসি-এর দ্বিতীয় সংস্করণে একত্রিত হন। এই সম্মেলন শ্রম বাজারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ এবং মূল চ্যালেঞ্জ মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
সৌদি মানবসম্পদ মন্ত্রী উদ্বোধনী বক্তব্যে বলেন,
'প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে জিএলএমসি শ্রম খাতের ভবিষ্যৎ নির্ধারণে একটি নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।'
তিনি বলেন, 'এবারের আলোচনায় বৈশ্বিক বাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো বিশ্লেষণ করা হচ্ছে, যা শ্রম শক্তির গতিশীলতা ও উদ্ভাবনী সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ তৈরি করছে।'
কাতার-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক
এদিকে সম্মেলনের সাইড লাইনে, ড. আসিফ নজরুল কাতারের শ্রমমন্ত্রী ড. আলি বিন সাঈদ বিন সামিখ আল মাররি-এর সঙ্গে বৈঠক করেন। তিনি কাতারে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান এবং ফিফা বিশ্বকাপ ২০২২সহ বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পে তাদের ভূমিকার স্বীকৃতি প্রদান করায় কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. আসিফ নজরুল কাতার সরকারের শ্রম সংস্কারকে স্বাগত জানিয়ে শ্রমিকদের উন্নতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- শ্রমিকদের জন্য ব্যাপক বিমা কাভারেজ, যার মধ্যে প্রাকৃতিক মৃত্যু এবং আইনি জটিলতার ক্ষেত্রে আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত থাকবে, কাতারের ভিশন ২০৩০-এর আওতায় স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ পেশাজীবীদের নিয়োগ বৃদ্ধি ও বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর খরচ কমানো এবং আরও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা।
উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে শ্রম বাজারের আধুনিকায়নের জন্য কাতারের শ্রম মন্ত্রীকে অনুরোধ জানান।
এছাড়াও তিনি ১৯৮৮ সালের দ্বিপাক্ষিক শ্রম চুক্তির আওতায় ২০২৫ সালের প্রথম দিকে দোহায় সপ্তম যৌথ কমিটি সভা আয়োজনের প্রস্তাব দেন।
কাতারের শ্রমমন্ত্রী কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং প্রস্তাবগুলো পর্যালোচনা করার আশ্বাস দেন।
অন্যদিকে উপদেষ্টা আসিফ নজরুল এই সম্মেলনের সাইড লাইনে আগামীকাল সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও ওমানের শ্রম মন্ত্রীর সাথে বৈঠক করবেন বলে জানা যায়।
আগামী দুই বছর বিমসটেকের চেয়ারম্যান বাংলাদেশ
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক
ঢাকায় বায়ু দূষণ 'অস্বাস্থ্যকর', বেড়ে চলেছে স্বাস্থ্যঝুঁকি
বিমসটেক সম্মেলনে জাতীয় নির্বাচন নিয়ে কথা বললেন প্রধান উপদেষ্টা
ব্যাংককে বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে প্রধান উপদেষ্টা
থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ
সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করলেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা
থাইল্যান্ডের উদ্দেশে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা সেভেন সিস্টারস নিয়ে আগেও কথা বলেছেন : হাই রিপ্রেজেন্টেটিভ
বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু, যোগ দিয়েছেন সাত দেশের প্রতিনিধি
গ্রামের স্কুলে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
আমরা গণমাধ্যমের একটি গুণগত সংস্কার চাই : তথ্য উপদেষ্টা
ঈদের ছুটি কাটিয়ে মেট্রোরেল ও ট্রেন চলাচল শুরু
আজকের দিনটা আপন করে নেওয়ার দিন : প্রধান উপদেষ্টা
ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত
সেনাবাহিনীর কার্যক্রমে ড. ইউনূসের দিকনির্দেশনা
চীন বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় অংশ নিতে আগ্রহী
ঈদ উপলক্ষে র্যাবের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক দেখছেন বিশ্লেষকরা
৯ এপ্রিলের ঈদের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
ঈদের ছুটি ঘিরে ষড়যন্ত্র বা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন
চাঁদ দেখা কমিটির সভা রোববার
ঈদে ফিরতি ট্রেনযাত্রা, ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু
জাতিসংঘের প্রস্তাব ২৭৫৮-এর প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থান
ঢাকা ছাড়ছে মানুষ, স্বস্তির ঈদযাত্রা
চীন সফর শেষে ২৯ মার্চ দেশে ফিরবেন অধ্যাপক ইউনূস