MA ২৯ জানু ২০২৫ ১১:২৭ এ.এম
সিনিয়র রিপোর্টার
যতটা সম্ভব দ্রুত দেশে ফিরে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন হাসপাতাল থেকে চিকিৎসার ছাড়পত্র নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় যাওয়ার পর তিনি অনেকটাই চাপমুক্ত বলে জানা গেছে।
পারিবারিক আবহে সাবেক এই প্রধানমন্ত্রী বেশ খোশ মেজাজেই আছেন। ছেলে, ছেলের বউ ও নাতনীদের সঙ্গে তার ভালো সময় কাটছে। তাই বলে দেশ ও রাজনীতির খবর রাখতে ভুলছেন না। নিয়মিত দেশের রাজনৈতিক পরিস্থিতি, দল ও নেতা-কর্মীদের খোঁজখবর রাখছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রায় সব বিষয়ে আলোচনা করছেন। করণীয় নির্ধারণে নিজের অভিজ্ঞতা থেকে নানা পরামর্শ দিচ্ছেন।
বিএনপি ঘনিষ্ঠ একাধিক সূত্র এমনটিই জানিয়েছে। বিএনপির দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘ম্যাডামের দেশে ফেরার বিষয়ে আলোচনা চলছে। ধারনা করি, তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন।’
বিএনপির সিনিয়র এক নেতার মতে, ‘অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু উৎকণ্ঠা রয়েছে। আন্দোলনে থাকা বিভিন্ন পক্ষের মধ্যে কিছু অনৈক্যের সুর এই উৎকণ্ঠার জন্ম দিয়েছে। এ অবস্থায় বরাবরের মতো বেগম খালেদা জিয়াই রাজনীতির মাঠে ঐক্যের প্রতীক। তার যে কোনো বার্তা বা নির্দেশনা সব পক্ষই গ্রহণ করবে। তাই আপাতত শারীরিক কারণে প্রকাশ্য রাজনীতিতে না এলেও তার উপস্থিতি গুরুত্বপূর্ণ। বিষয়টি তিনি নিজে যেমন ভাবছেন, তেমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতারা উপলব্ধি করছেন।’
বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে একটি সংবাদ মাধ্যমের জিজ্ঞাসার জবাবে খালেদা জিয়ার এক চিকিৎসক বলেছেন, ‘বলা যায় ম্যাডামের মূল চিকিৎসা শেষ। এখন ফলো- আপ করতে হবে। তবে তিনি কবে দেশে ফিরবেন এটা তার ওপর নির্ভর করছে।’ তবে বিএনপির একাধিক সূত্রের দাবি, আগামী দু’এক সপ্তাহের যে কোনো সময় দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সেই তিনি ফিরে আসবেন বলে জানা গেছে।
জানা গেছে, বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন। সেখানে তার সঙ্গে দেশ থেকে
যাওয়া মেডিকেল বোর্ডের সদস্যরাসহ অন্যরা রয়েছেন। সবাই একসঙ্গে দেশে ফিরবেন।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, আপাতত বেগম জিয়া লন্ডন ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। যারা তার দেশীয় চিকিৎসক রয়েছেন, তারা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। তিনি জানান, ইউকের চিকিৎসা ব্যবস্থার নিয়ম মেনেই বাসায় খালেদা জিয়ার চিকিৎসা চলবে। সেভাবেই সব ব্যবস্থা করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, স্বাস্থ্য ঝুঁকির কারণে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি। তিনি দেশের একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। স্বাস্থ্যগত ঝুঁকি থাকায় লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা তা এলাউ করেননি।’
গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো রাজকীয় বিশেষ অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। টানা ১৭ দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন। তাকে বাসায় অভ্যর্থনা জানান, তিন নাতনী জাইমা রহমান, জাফিয়া রহমান, জাহিয়া রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
আগামী দুই বছর বিমসটেকের চেয়ারম্যান বাংলাদেশ
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক
ঢাকায় বায়ু দূষণ 'অস্বাস্থ্যকর', বেড়ে চলেছে স্বাস্থ্যঝুঁকি
বিমসটেক সম্মেলনে জাতীয় নির্বাচন নিয়ে কথা বললেন প্রধান উপদেষ্টা
ব্যাংককে বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে প্রধান উপদেষ্টা
থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ
সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করলেন বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা
থাইল্যান্ডের উদ্দেশে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা সেভেন সিস্টারস নিয়ে আগেও কথা বলেছেন : হাই রিপ্রেজেন্টেটিভ
বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু, যোগ দিয়েছেন সাত দেশের প্রতিনিধি
গ্রামের স্কুলে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
আমরা গণমাধ্যমের একটি গুণগত সংস্কার চাই : তথ্য উপদেষ্টা
ঈদের ছুটি কাটিয়ে মেট্রোরেল ও ট্রেন চলাচল শুরু
আজকের দিনটা আপন করে নেওয়ার দিন : প্রধান উপদেষ্টা
ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত
সেনাবাহিনীর কার্যক্রমে ড. ইউনূসের দিকনির্দেশনা
চীন বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় অংশ নিতে আগ্রহী
ঈদ উপলক্ষে র্যাবের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক দেখছেন বিশ্লেষকরা
৯ এপ্রিলের ঈদের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু
চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
ঈদের ছুটি ঘিরে ষড়যন্ত্র বা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন
চাঁদ দেখা কমিটির সভা রোববার
ঈদে ফিরতি ট্রেনযাত্রা, ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু
জাতিসংঘের প্রস্তাব ২৭৫৮-এর প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থান
ঢাকা ছাড়ছে মানুষ, স্বস্তির ঈদযাত্রা
চীন সফর শেষে ২৯ মার্চ দেশে ফিরবেন অধ্যাপক ইউনূস