কেবি ২৮ জানু ২০২৫ ০৩:২৬ পি.এম
এনএস ডেস্ক : নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে গাছ কাটার আগে অনুমতি নিতে হবে মর্মে রায় দিয়েছেন হাইকোর্ট।এক রিট আবেদনের শুনানি করে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
রায়ে সাত দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরকে গাছ কাটার অনুমতি নেওয়ার জন্য পরিবেশবাদী, পরিবেশ বিশেষজ্ঞ, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রফেসরদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন।
এ ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সাত দিনের মধ্যে একটি সার্কুলার ইস্যু করে জেলা প্রশাসক, জেলা পরিবেশ কর্মকর্তা, সরকারি কলেজের অধ্যাপক, সমাজকর্মী, পরিবেশবিদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা সিভিল সার্জনকে নিয়ে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। যারা জেলা পর্যায়ের গাছ কাটার অনুমতি প্রদান করবেন।
রায় আরও উল্লেখ করা হয়, সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪ এর অধীনে রোপণকৃত গাছসমূহ কাটা যাবে না বরং গাছের সমমূল্যে টাকা রোপণকারীকে প্রদান করতে হবে। এই মর্মে সামাজিক বনায়ন বিধিমালায় পরিবর্তন আনায়নেরও নির্দেশনা প্রদান করেন।
সারা দেশের তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশদূষণ বন্ধ করে মানুষের জীবন ও সুস্বাস্থ্য রক্ষার জন্য জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০২৪ সালের ৫ মে একটি রিট আবেদন দায়ের করেন।
ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত বছরের ৭ মে, ঢাকার দুই সিটি, জেলা ও উপজেলা পর্যায়ে গাছ কাটা কেন মানবাধিকারের পরিপন্থি হবে না এবং সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪ অনুযায়ী বপনকৃত গাছ না কেটে বরং উক্ত গাছের মূল্যের সমপরিমাণ টাকা কেন বপনকৃত ব্যক্তিদের প্রদান করা হবে না এবং গাছ কাটতে হলে সকল পর্যায়ে কেন ৭ সদস্যর কমিটির হতে অনুমোদন নিতে হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। এই রুলের ওপর আজ চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, বাংলাদেশ দিনদিন গাছ কাটার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং একটি দেশে যে পরিমান গাছ থাকা দরকার সেই পরিমাণ গাছ বাংলাদেশ নেই। আর এর মধ্যে আরও বেশি গাছ কাটা হয় তাহলে তা হবে পরিবেশের জন্য হুমকির সমান। এই কারণে সামাজিক বনায়ন প্রকল্পের মাধ্যমে লাগান গাছ না কেটে বরং যারা গাছ বপন করেছে তাদের গাছের মূল্য পরিশোধ করা উচিত। তিনি আরও বলেন, গাছ কাটা নিয়ন্ত্রণের জন্য ঢাকাসহ বিভিন্ন স্থানে অনুমতি একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং তাদের নিকট হতে গাছ কাটার অনুমতি দেওয়ার নির্দেশনা প্রার্থনা করেন।
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি মো. শফিকুর রহমান।
শুনানি শেষে হাইকোর্ট রুল মঞ্জুর করে রায় দেন। এইচআরপিবির পক্ষে রিট আবেদনকারী হলেন, অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট এখলাস উদ্দিন ভুঁইয়া ও অ্যাডভোকেট রিপন বাড়ই। অপরদিকে বিবাদীরা হলেন, সচিব মন্ত্রিপরিষদ, পরিবেশ, স্থানীয় সরকার, জনপ্রশাসন, ডিজি পরিবেশ অধিদপ্তর, ঢাকা সিটির দুই মেয়র সহ মোট ১৫ জন।
বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে : তাজুল
ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড
শপথ নিলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব
জুলাই-আগস্ট গণহত্যা: ছয় শিক্ষার্থী হত্যার ঘটনায় তদন্ত সম্পন্ন
বিচারপতি খিজির হায়াতকে অপসারণ
গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
নতুন দলের নিবন্ধন, ইসির গণবিজ্ঞপ্তিতে হাইকোর্টের রুল
আবরার হত্যায় ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল
ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
শেখ হাসিনা ও পরিবারের নামে জমি-ফ্ল্যাট জব্দের নির্দেশ
অনলাইন ব্যবসার জন্য হাইকোর্টের ৯টি বাধ্যতামূলক নীতি
মাগুরায় শিশু ধর্ষণ, প্রধান আসামি হিটু শেখের ৭ দিন রিমান্ড মঞ্জুর
ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ
উত্তরায় নিষিদ্ধ হিজবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার
নিরাপত্তা পদক্রম নিয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টের তলব
জিকে শামীমের মামলায় সাক্ষ্য গ্রহণ অব্যাহত, রায় স্থগিত
নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্তকে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয় : হাইকোর্ট
মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় অভিযানে মিললো বান্ডিল বান্ডিল টাকা
তত্ত্বাবধায়ক সরকার, রিভিউ শুনানি ৮ মে
খালেদা জিয়াসহ ৪ আসামির বিরুদ্ধে দুর্নীতি মামলার আপিল শুনানি শুরু সোমবার
অপারেশন ডেভিল হান্ট: ফেব্রুয়ারিতে গ্রেপ্তার ১১ হাজার ৩১৩
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন এটিএম আজহার
৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত দেওয়ার নির্দেশ
সারাদেশে অপারেশন ডেভিল হান্ট: আরও ৫৮৫ জন গ্রেপ্তার
১৫ দিনে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৮০৭৯
তিন ঘণ্টা ধরে যাত্রীদের জিম্মি, সর্বস্ব লুট, নারী যাত্রীদের শ্লীলতাহানি
এ কী করলেন আলেপ উদ্দিন!