শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিশেষ প্রতিবেদন

হঠাৎ বিএনপি-খেলাফত বৈঠক কেন

M.A. ২৩ জানু ২০২৫ ১২:২৭ পি.এম

খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির বৈঠক খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির বৈঠকে দুই দলের নেতারা

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার ঘোষণা দেওয়ার
একদিন পরে গতকাল বুধবার (২২ জানুয়ারি) খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে জমে উঠেছে রাজনৈতিক আলোচনা। দু’টি ইসলামী রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের সুর বেজে ওঠার পরপরই হঠাৎ আরেকটি ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির উচ্চতর কাঠামোর বৈঠক নিয়ে নানা পর্যালোচনা চলছে। 

পর্যবেক্ষকমহল মনে করছেন, ইসলামী দলগুলোকে নিজেদের পক্ষে রাখার পরিকল্পনা অনুযায়ী খেলাফতের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। যদিও বিএনপির বিভিন্ন সূত্র দাবি করেছে, একই মতাদর্শের একাধিক রাজনৈতিক সংগঠনের মধ্যে ঐক্য হতে পারে। এটি নিয়ে হিসাব-নিকাশ বা উদ্বেগের কিছু নেই। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিষয়টি মানতে নারাজ। 

তারা মনে করছেন, বিএনপি ও খেলাফত মজলিসের বৈঠকটি ইঙ্গিতপূর্ণ। জামায়াত ও ইসলামী আন্দোলনের বৈঠক এবং
পরবর্তী ঘোষণার চুলচেরা বিশ্লেষণ করতে স্বল্প সময়ের ব্যবধানে বিএনপি খেলাফত মজলিসের মধ্যে বৈঠক
হয়েছে।

অবশ্য পর্যবেক্ষক মহলের এ দাবির কিছুটা হলেও সত্যতা পাওয়া যায়, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল
কাদেরের বক্তব্যে। বিএনপির সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছেন, ‘কিছু রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ড আমরা প্রত্যক্ষ করছি, যা জাতীয় চেতনার পরিপন্থী।’ তিনি বলেন, ‘আমাদের অবস্থান ঐক্যের পক্ষে, বিভাজনের পক্ষে নয়। জাতির স্বার্থে এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি।’

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ জানুয়ারি) তার দল ও খেলাফত মজলিসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত ও ইসলামী আন্দোলনের ঘোষণার বিষয়টি উঠে আসে। তবে বিএনপির পক্ষ থেকে এখনই কোনো প্রতিক্রিয়া জানানো হবে না। সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান বুধবার খেলাফত মজলিসের সঙ্গে তার দলের বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশে যারাই রাজনীতি করছেন, একই মতাবলম্বী তারা একসঙ্গে... কাজ করার কথা
ভাবতে পারেন। এ নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘একসময় এক দল আরেক দলের বিরোধীতা ও সমালোচনা করলেও পরে আন্দোলনের সময় তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। এটা অস্বাভাবিক কিছু নয়। এর আগে বহুবার এমনও হয়েছে যে, যারা একসময় একমত হয়েছিলেন, তারা পরে
দ্বিমত পোষণ করেছেন।’

নজরুল ইসলাম খানের মতে, জামায়াত ও ইসলামী আন্দোলনের ঐক্যবদ্ধ রাজনীতি করার ঘোষণায় অবাক বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তার মতে, দলগুলো তাদের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী কাজ করছে। দেশের রাজনীতিতে প্রকাশ্যে ও গোপনে বিএনপি জামায়াতের মধ্যে বিভিন্ন সময়ে সখ্য লক্ষ্য করা গেছে। আবার কখনো কখনো উল্টোপথেও হেঁটেছে দল দু’টি। তবে চিরবৈরিতা কোনো পক্ষের মধ্যে দেখা যায়নি।

এর আগে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) দেশ, ইসলাম ও মানবতার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেয়। বরিশালের চরমোনই দরবার শরীফে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীমের বৈঠক পরবর্তী ঘোষণা দেশের রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত বহন করছে।