কেবি ২২ জানু ২০২৫ ০২:১৫ পি.এম
চট্টগ্রাম প্রতিনিধি : যেখানে থাকার কথা গাড়ি পার্কিং, সেখানে বসেছে কাঁচাবাজার। তাও অনেকটা স্থায়ী বন্দবস্ত করেই। শুধু তাই নয়, পাশাপাশি ফুটপাতও দখলে নিয়েছেন ইজারাদার। সেই দখলকে পুঁজি করেই চলছে লাখ টাকার চাঁদাবাজি। পার্কিংয়ের জায়গা দখল করে ছোট-বড় দোকান বসানো হয়েছে প্রায় ১০০টি। এগুলো থেকে এককালীন এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। মাসে বড় দোকান ১৫ হাজার এবং ছোট দোকান থেকে ৮ হাজার টাকা ভাড়া দেওয়া হচ্ছে। এছাড়া ফুটপাতে বসানো হয়েছে ৮০টি ভাসমান দোকান। এসব দোকানপ্রতি ১৫০ টাকা হিসেবে থেকে প্রতিদিন প্রায় ১২ হাজার টাকা চাঁদা তোলা হয়।
তবে চাঁদাবাজির কথা অকপটে স্বীকার করেছেন ইজারাদার। তার দাবি, এ কাজে তার সঙ্গে অনেক বিএনপি নেতাও জড়িত।
সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার কর্নেলহাট মোড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মার্কেটের নিচ তলাটি পার্কিংয়ের জন্য বরাদ্দ। কিন্তু সেই বাজারের নিচে ছোট-বড় প্রায় ১০০টি দোকান রয়েছে। এছাড়া ফুটপাত দখল করেও বসানো হয়েছে আরও ৮০টি ভাসমান দোকান।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মার্কেটটির ইজারাদার মো. জাফর আহম্মেদ নামে এক ব্যক্তি। সিটি কর্পোরেশন থেকে ৪ তলা এই ভবনের ২য় ও ৩য় তলা বরাদ্দ পেয়েছেন তিনি। সেখানে তিনি দোকান বসিয়েছেন। কিন্তু নিচ তলার পার্কিংয়ের জায়গাও তিনি দখল করে নিয়েছেন। নিচ তলায় প্রায় ১০০টি দোকান রয়েছে। প্রতিটি দোকানের আকার ও স্থান নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয়েছে দোকানের অগ্রিম ভাড়া। বড় দোকান থেকে অগ্রিম বাবদ দুই থেকে আড়াই লাখ টাকা। আর ছোট দোকান থেকে ৮০ হাজার থেকে এক লাখ টাকা। আবার ভাড়া বড় দোকানের মাসিক ভাড়া ১৫ হাজার ও ছোট দোকানের ৮ থেকে ১০ হাজার টাকা।
এছাড়া ফুটপাত দখলে নিয়ে বসানো হয়েছে ৮০টি ভাসমান দোকান। দৈনিক প্রতিটি দোকান থেকে ১৫০ টাকা চাঁদা নেওয়া হয়। সে হিসেবে দৈনিক ১২ হাজার টাকা এবং মাসে চাঁদাবাজির পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।
অথচ গত বছরের ২৮ ডিসেম্বর মধ্যরাতে সিটি কর্পোরেশনের উদ্যোগে পার্কিং ও আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদের সময় কর্নেলহাট সিটি কর্পোরেশন বাজারের পার্কিং এলাকা দখলমুক্ত করার জন্য নির্দেশনা বেঁধে দেওয়া হয়। কিন্তু সে নির্দেশনা মানেননি ইজারাদার মো. জাফর আহম্মেদ।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মার্কেটের সভাপতি ও ইজারাদার মো. জাফর আহম্মদ বলেন, ‘এতদিন চাঁদা নিয়েছি, কেউ কিছু বলেনি। কিন্তুউচ্ছেদ হওয়ার সঙ্গে সঙ্গেই চাঁদাবাজির কথা কেন আসছে? এখানে বিএনপির অনেক নেতাও জড়িত আছেন।’
এ বিষয়ে জানতে চাইলে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ফুটপাত দখল করে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না। ফুটপাত অবমুক্ত করার ব্যাপারে দ্রæত অভিযান পরিচালনা করা হবে।’
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক বলেন, ‘সিটি কর্পোরেশন মার্কেটের ইজারাদার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই পার্কিং ও ফুটপাতে অবৈধ দোকান বসানোয় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আবারও তারা যদি একই কাজ করে, প্রয়োজনে তাদের ইজারা বাতিল করা হবে। আমরা আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করবো।’
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ যাওয়া নিয়ে উপহাস, প্রতিপক্ষের হামলায় নিহত এক
খুলনায় কেএফসি-বাটায় ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্তার ৩১
পীরগঞ্জে নিখোঁজের ১১ দিন পর হারুনের লাশ উদ্ধার
শোবার ঘর থেকে স্ত্রী-সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার
গুলশানে যুবককে গুলি করে হত্যা
মাগুরার শিশুটির গলার আঘাত বেশি গুরুতর, মেডিকেল বোর্ড গঠন
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশতাধিক দালাল আটক
গুম সংক্রান্ত কমিশনে ১৭৫২ অভিযোগ
ফেসবুকে মানবতার ফেরিওয়ালা, আসলে একজন ভয়ংকর প্রতারক
কসবায় শ্বশুরবাড়ি এসে স্ত্রী ও শ্যালিকাকে খুন
পাবনায় মধ্যরাতে সড়কে ৪০ গাড়িতে ডাকাতি
উত্তরায় ছিনতাইকারী সন্দেহে ২ জনকে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে গণপিটুনি
কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা
মিরপুরে একাধিক দোকান ও বাসায় ডাকাতি
রংপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার
আতিউর-বারকাতসহ ২৭ জনের নামে দুদকের মামলা
যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুরে ২ জন নিহত
উত্তরায় দম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গ্রেপ্তার সবাই
উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানোর কিশোর গ্যাংয়ের দুইজন আটক
রাজশাহী রেলস্টেশনে সেনাসদস্যকে মারধর
ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের তাণ্ডব
‘ডেভিল হান্ট’: গ্রেপ্তার ১৫২১
দিনাজপুরে অবৈধ্য মাদকদ্রব্য ধ্বংস
মাটি কাটার বিরোধে গুলিবিদ্ধ, হাসপাতালে যুবক
নোয়াখালীতে পিস্তল ঠেকিয়ে ডাকাতি, ৪ দোকানে চুরি
মাদারীপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, জুয়ার আসক্ত যুবক গ্রেফতার
ময়মনসিংহে ১২০ বস্তা চিনি ও ১৫ বস্তা জিরাসহ দুই ছাত্র সমন্বয়ক গ্রেফতার
ফুটপাত দখল করে চাঁদাবাজি কর্নেলহাটে পার্কিং দখল করে ইজারাদারের বাণিজ্য
নাটোর সদর থানায় ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, তদন্ত শুরু
চবিতে মাদকসহ ৩ শিক্ষার্থী আটক