কেবি ১৫ জানু ২০২৫ ০২:৪৩ পি.এম
ময়মনসিংহ প্রতিনিধি : রীতি অনুযায়ী পৌষের শেষ বিকেলে বাধা বিপত্তি উপেক্ষা করে অবশেষে রাজা- জমিদার আমলের ঐতিহ্যবাহী ২৬৬তম ‘হুমগুটি’ খেলা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।প্রশাসন এবার খেলাটি বন্ধ রাখতে চেয়েছিল। খেলার অনুমতি না দিয়ে সেটি বন্ধ রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করলেও এ খেলাকে
ঘিরে হাজার হাজার মানুষের ঢল নামে।
মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়ন ও দেওখলা ইউনিয়নের মাঝামাঝি লক্ষ্মীপুর বড়ইআটা এলাকায় এ খেলার আয়োজন করা হয়। স্থানটি জমিদারি আমল থেকে ‘তালুক-পরগনা সীমান্ত’ বলে পরিচিত। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত হুমগুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।
হুমগুটি খেলাটি প্রাচীনকাল থেকে এ এলাকার ঐতিহ্যের ধারক-বাহক। প্রতিবছর পৌষের শেষ দিন তালুক-পরগনা সীমান্তে এ খেলার আয়োজন করা হয়। আড়াই শ বছরের ঐতিহ্যবাহী এ খেলাকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন গ্রামের মানুষেরা। খেলা দেখতে গ্রামের বাড়িগুলোতে আসেন দূর–দূরান্তের স্বজনেরাও। মিলনমেলায় পরিণত হয় পুরো গ্রাম।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হুমগুটি খেলার জন্য পিতলের গুটি আনা হচ্ছে মাঠে। মঙ্গলবার বিকেলে উপজেলার লক্ষ্মীপুর বড়ইআটা এলাকায়। কিন্তু দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবারের হুমগুটি খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এমনটি জানিয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, গত সোমবার রাতে খেলাটি বন্ধ রাখার জন্য বলা হয়েছিল। কিন্তু সকাল থেকে মানুষ আসতে শুরু করেন। বিকেলে লাখ খানেক লোকের মতো হয়ে যায়। এটি কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয়। খেলাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, দুপুর আড়াইটার দিকে বিভিন্ন এলাকা থেকে আসা খেলোয়াড়েরা পৃথক পৃথক দলে হাজির হন লক্ষ্মীপুর বড়ইআটা এলাকায়। পার্শ্ববর্তী উপজেলা মুক্তাগাছা, ত্রিশাল ও সদর থেকে সহস্র মানুষ মাঠের চারপাশে জড়ো হন। বয়স্কদের চেয়ে উঠতি বয়সের তরুণদের সমাগমই বেশি। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুরু হয় খেলা। ঘণ্টায় ঘণ্টায় খেলার রং বদলায়। একপর্যায়ে হাজারো মানুষের ভিড়ে কোথায় যেন হারিয়ে যায় ৪০ কেজি ওজনের পিতলের গুটি। এক গুটির দখল নিতে লড়াই চলে বিভিন্ন দলের মধ্যে। খেলাটি রেফারিবিহীন চললেও কোনো হাঙ্গামা-মারামারির ঘটনা ঘটেনি। খেলার মাঠের চতুর্দিকে চলে হুল্লোড়। হুমগুটি খেলাকে কেন্দ্র করে বসেছে মেলাও। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে।
হুমগুটি খেলা দেখতে আসা লোকজন জানান, আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। নানা রকম প্রচলিত গ্রামীণ আয়োজন এখন অনেক কমে গেছে। কিন্তু এই গ্রামের প্রাচীন খেলাটি এখন আনন্দের খোরাক হয়ে টিকে আছে।
এলাকায় জনশ্রুতি আছে, মুক্তাগাছার জমিদার শশীকান্তর সঙ্গে ত্রিশালের হেমচন্দ্র রায় জমিদারের প্রজাদের মধ্যে তালুক-পরগনা জমির পরিমাপ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধ নিষ্পত্তির জন্য তালুক-পরগনা সীমান্তে এ খেলার আয়োজন করা হয়। খেলার শর্ত ছিল, যেদিকে গুটি যাবে তা হবে তালুক, পরাজিত অংশের নাম হবে পরগনা। সেই থেকে প্রজাদের শক্তি পরীক্ষার জন্য জমিদারদের এই পাতানো খেলা চলছে বছরের পর বছর ধরে।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম আকন্দ বলেন, এবার খেলার আয়োজন করতে স্থানীয় প্রশাসন নিষেধ করে। তাই উপস্থিতি আগের বছরগুলোর তুলনায় কম।
খেলা দেখতে আসা অশীতিপর আঃ মজিদ (৮০) বলেন, ‘ছোটবেলা থেকেই এ খেলা দেখে আসছি। আগে এ খেলা একাধারে এক সপ্তাহ চলত।’
নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলাররা
‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও’
মুখ খোলার হুমকি: আরও এক ম্যাচ নিষিদ্ধ মোহামেডান অধিনায়ক হৃদয়
পিএসএলে না খেলেই ফিরে আসছেন লিটন
অনুশীলনে যোগ দিলেন ‘বিদ্রোহী’ ১৩ নারী ফুটবলার
মামারদাশভিলির সেভে রিয়ালকে পরাজিত করল ভ্যালেন্সিয়া
তামিমের স্থানে মোহামেডানের দায়িত্বে হৃদয়
ময়মনসিংহে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের সম্ভাব্য জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব
অ্যাতলেটিকোকে কাঁদিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা
কোপা দেল রে ফাইনাল: লড়াই জমবে ২৬ এপ্রিল!
আজ বাংলাদেশ ছাড়বেন হামজা চৌধুরী
হার্টে ব্লক ধরা পড়েছে তামিমের, রিং পরানো হয়েছে
হার্ট অ্যাটাকের শিকার তামিম, বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে
বাংলাদেশের হয়ে খেলবেন হামজা
দেশে ফিরলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস
৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগে সৌদির ক্রিকেট বিপ্লব
৯১ রানে অলআউট, ৯ উইকেটে হারল পাকিস্তান
সুপার ওভারে এক রানও করতে পারল না বাহরাইন
সাফ গেমসের প্রস্তুতির জন্য ছয় মাস
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যুবাদের সিরিজের সূচি ঘোষণা
ভারতের ফাইনাল রোববার
সাত বছর পর ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো বাফুফে
ওয়ানডে ক্রিকেটে মুশফিকের অবদান ভোলার নয়: করুণারত্নে
নেইমারের স্বপ্নময় প্রত্যাবর্তন
ইংল্যান্ডের হারে বাংলাদেশ ষষ্ঠ, পাচ্ছে বাড়তি তিন কোটি টাকা
মাঠে নামতে চান সাকিব, কিন্তু...
অদ্রির সঙ্গে মালবদল ক্রিকেটার জাকির হাসানের
বিধ্বংসী ফর্মে থাকলেও প্রথম ম্যাচে নেই ক্লাসেন
বাংলাদেশ-ভারত ওয়ানডে লড়াই: অভিজ্ঞ ব্যাটিং নাকি আগ্রাসী পেস?
প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাওয়ার প্লেতে ৬০ রান