কেবি ১৪ জানু ২০২৫ ১২:৫৯ পি.এম
এনএস ডেস্ক : আজ মঙ্গলবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘সাকরাইন উৎসব’। প্রতিবছর পৌষ মাসের শেষ দিন, অর্থাৎ পৌষসংক্রান্তিতে এ উৎসব উদযাপন করা হয়। এদিন রংবেরঙের ঘুড়িতে ছেয়ে যায় ঢাকার আকাশ। উৎসব ঘিরে অলিগলিতে ধুম পড়ে যায় ঘুড়ি ও নাটাই কেনাবেচার। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। আগের মতো উদ্দীপনা নেই। কমেছে ঘুড়ি-নাটাই-সুতার বেচাকেনা।
পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, বংশাল, সূত্রাপুর, কোতোয়ালি, মুরগিটোলা, নারিন্দা ঘুরে সাকরাইন উৎসব উপলক্ষে গতকাল সোমবার তেমন আমেজ লক্ষ্য করা যায়নি। তবে দোকানে দোকানে আগের মতোই নানা রঙের, নানা আকারের ঘুড়ি, নাটাই, সুতা দেখা গেছে। এসব দোকানে ভিড় কম। অন্যান্যবার উৎসবের আগের দিন ছাদে ছাদে ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি নিতে দেখা গেলেও এবার সে দৃশ্য খুব একটা চোখে পড়েনি।
বিক্রেতারা জানান, এবারও প্রজাপতি, চক্ষুদার, কাউটাদার, চশমাদার, পঙ্খিরাজ, পান, চ্যাপলা, বোয়াদার, ঈগল, লাভ ঘুড়ি, সাদা ঘুড়ি, দাবা ঘুড়ি, চারবোয়া, চিল, বাদুরসহ নানা নামের ঘুড়ি এসেছে। সঙ্গে বিক্রি হচ্ছে নাটাই ও সুতা। সাধারণ ঘুড়ি আকৃতিভেদে ৫ থেকে ২৫ টাকায় বিক্রি হয়। নকশা ও বিদেশি ঘুড়ির দাম ১০০ থেকে ৩৫০ টাকা। নাটাইয়ের দাম ১০০ থেকে ৮০০ টাকা।
ঘুড়ি কিনতে আসা লক্ষ্মীবাজারের বাসিন্দা তাহমিদ হাসান বলেন, ঘুড়ি ওড়ানোর জন্য সুতা কিনতে এসেছিলাম। কিন্তু দাম বেশি। তার পরও কিছু করার নেই। ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে ঘুড়ি ওড়াতেই হবে। সে জন্য বাধ্য হয়ে ৫০০ টাকা দিয়ে সুতা কিনলাম।
শাঁখারীবাজারের ঘুড়ি ব্যবসায়ী লোকনাথ নাগ বলেন, জিনিসপত্রের দাম তুলনামূলক বেশি। ঘুড়ি বানাতে খরচ বেশি হচ্ছে। তাই দামও একটু বেশি। আমার কাছে ১০ থেকে ৪০০ টাকা দামের ঘুড়ি রয়েছে। নকশা করা ঘুড়ির দাম একটু বেশি। এ ছাড়া কম দামি, হালকা নকশার ঘুড়িও আছে। প্রতিবছর শুধু অর্ডার নিয়ে ১০ থেকে ১২ হাজার ঘুড়ি বিক্রি করি। এবার ৭০০ ঘুড়িও বিক্রি হয়নি।
শাঁখারীবাজারের বাসিন্দা রমিজ্জ রাশা বলেন, সাকরাইন উৎসব উপলক্ষে বাসার ছাদে সাজানো হয় অস্থায়ী মঞ্চ। আনা হয় সাউন্ড সিস্টেম। ওড়ানো হয় ঘুড়ি। চলে ঘুড়ি কাটাকাটির প্রতিযোগিতাও। তবে এবার তেমন আয়োজন দেখা যাচ্ছে না। লোকজনের মধ্যে ঘুড়ি কেনার আগ্রহও কম।
স্থানীয় বাসিন্দা বীরেন বোস বলেন, সাকরাইনে আগের মতো শিশু-কিশোররা ঘুড়ি ওড়ায় না। তারা এখন ডিজে গান বেশি বাজায়। আমাদের সময় হাজার হাজার ঘুড়ি ওড়ানো হতো। তখন মানুষ সাকরাইনটা সবচেয়ে বেশি উদযাপন করত।
সাকরাইনে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পুরান ঢাকার বাড়িগুলোর ছাদ থেকে ঘুড়ি ওড়ানো শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নানা রঙের ঘুড়িতে ছেয়ে যায় আকাশ। সন্ধ্যার পর শুরু হয় আতশবাজি, গানবাজনা ও আগুনের খেলা।
সাকরাইন উপলক্ষে গতকাল ঘুড়ি র্যালি হয়েছে। এবারের স্লোগান ছিল– ঢাকার প্রাণ বুড়িগঙ্গা বাঁচান। ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠনের আয়োজিত র্যালিতে নানা রঙের ঘুড়ি নিয়ে ঢাক বাজিয়ে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা অংশ নেয়। হাজারীবাগ পার্ক থেকে র্যালিটি বের হয়।
ঢাকাবাসী ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি শুকুর সালেক সমকালকে বলেন, সাকরাইন মূলত পারিবারিক উৎসব। সবাই পরিবারের সঙ্গে পিঠাপুলি আর ঘুড়ি উড়িয়ে দিনটি উদযাপন করে। ডিজে পার্টি, উচ্চ স্বরে গান বাজানো আমাদের কালচার নয়। একে-অন্যের বাসায় দাওয়াত দেওয়া, এটাই আমাদের উৎসবের অনুষঙ্গ। বর্তমানে এসব কমেছে। সেই সঙ্গে কমেছে জৌলুস। সাকরাইন উৎসবে ভর করেছে ‘অপসংস্কৃতি’। এগুলো সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।
চৈত্র সংক্রান্তি: নেত্রকোনার আঙ্গারোয়ায় পালিত হচ্ছে খনার মেলা
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে গেল
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি
ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় রামনবমী উদ্যাপন
ঢাকায় মোঘল ঐতিহ্যে ঈদ আনন্দ মিছিলে মানুষের ঢল
আজ খুশির ঈদ
২৫ মার্চের ভয়াল কালরাত আজ
দেশের ৪১ শতাংশ মানুষ নিরাপদ পানি পায় না
জামালপুরের ঐতিহ্যবাহী জামাই মেলা শুরু
এমন যদি হতো - মুঈন হুদা
আন্তর্জাতিক নারী দিবস আজ
জামাল নজরুল ইসলাম পুরো বিশ্বের গর্ব: উপদেষ্টা রিজওয়ানা
জাতীয় স্থানীয় সরকার দিবস আজ
চসিকের কর মেলায় দুই সার্কেলে ৬৫ আপিল নিষ্পত্তি
তারুণ্যের উৎসবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
কিশোরগঞ্জে কুড়িখাই মেলা ঘিরে উৎসবের আমেজ
উদ্যমে উত্তরণে শতকোটি দিবস উদযাপনে ‘হিম্মতি মাই’
দুয়ারে ঋতুরাজ বসন্ত, বইছে ফাগুনের হাওয়া
পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
শ্রীমঙ্গলে ধান দিয়ে ২১ ফুট উচ্চতার সরস্বতী দেবী
দেবী সরস্বতী : বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী
একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
ঢাকায় পার্বত্যমেলা ও তারুণ্যের উৎসবের উদ্বোধন
লক্ষ্মীপুর সরকারি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব
শিশু একাডেমি প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী কিডস টাইম মেলা শুরু
ঝিনাইগাতীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
পঞ্চগড়ে তারুণ্য উৎসবে মেতেছে তরুণরা
নবীগঞ্জে পৌষ সংক্রান্তিতে ২'শ বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
মিঠামইনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পৌষ মেলা
পুরান ঢাকার সাকরাইন উৎসব