মে.হো ০৭ জানু ২০২৫ ০৯:১০ এ.এম
এনএস ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক এবং এক শিক্ষার্থী বংশালের তাঁতীবাজার এলাকায় হামলার শিকার হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় গুলিস্তানের লেগুনা স্ট্যান্ডের চালকদের সঙ্গে সংঘর্ষের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে প্রক্টরসহ চারজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রক্টরের গাড়ি তাঁতীবাজার এলাকায় পৌঁছানোর সময় একটি রিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে। এ নিয়ে উত্তেজনা শুরু হলে স্থানীয়রা ইট-পাটকেল নিক্ষেপ করে। এরই মধ্যে গুলিস্তান থেকে বেশ কয়েকজন লোক এসে প্রক্টরের গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা অভিযোগ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের লেগুনা আটকে রেখেছে। এ ঘটনায় প্রক্টরের গাড়ি চালকসহ আরও দু’জন আহত হয়েছেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে শিক্ষার্থীদের সঙ্গে লেগুনা চালকদের হাতাহাতির জেরে দিনব্যাপী উত্তেজনা চলতে থাকে। সন্ধ্যায় শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড়ে বিক্ষোভ মিছিল করে এবং লেগুনা ভাঙচুর করে। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রক্টরের গাড়ির সঙ্গে রিকশার ধাক্কা থেকেই এই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে প্রক্টরকে লক্ষ্য করে হামলার কোনো উদ্দেশ্য ছিল না।