আলু আমাদের কম বেশি সবার-ই খুব প্রিয়। আমরা অনেকেই সব রকমের সবজির মধ্যে আলু দিয়ে থাকি। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন মুখরোচক খাবার তৈরির ক্ষেত্রেও আলুকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। কিন্তু আলুর মাধ্যমে ছড়াচ্ছে অনেক মারাত্বক একটি রোগ। রোগটির নাম লেট ব্লাইট বা মড়ক রোগ।
মড়ক হলো একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। বাতাসের মাধ্যমেও এটি এক জমি থেকে অন্য জমিতে ছড়িয়ে পড়ে। একটি গাছ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রোগটি পুরো জমিতে ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিরোধী কোনো ব্যবস্থা না নিলে ছত্রাক আক্রমণের তীব্রতার পরিপ্রেক্ষিতে উৎপাদন কমার আশঙ্কা থাকে সর্বোচ্চ ৭৫ থেকে ৮০ শতাংশ। এমন অবস্থায় ছত্রাকনাশক আগামভাবে প্রয়োগ করতে হবে।
আলুর লেট ব্লাইট বা মড়ক রোগের জন্য দায়ী ছত্রাকের জিনোটাইপ বা জিনের বিন্যাস ও ফিনোটাইপ বা বাহ্যিক বৈশিষ্ট্য শনাক্তকরণের গবেষণা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. রসিদুল ইসলাম।
বাংলাদেশের প্রেক্ষাপটে ৯০ শতাংশ জমিতে ছত্রাকটির যে জিনোটাইপ পাওয়া গেছে, সেটি হলো ‘ইইউ-১৩-এ২’, যেটি ব্লু-১৩ হিসেবেও পরিচিত। এই বৈশিষ্ট্যের ছত্রাক দমনের জন্য জৈবিক ছত্রাকনাশক ও সেগুলোর প্রয়োগের পদ্ধতি নিয়ে গবেষণা করেন তিনি।
রসিদুল ইসলাম বলেন: আলুর মড়ক রোগ ছত্রাকজনিত একটি মারাত্মক রোগ। এর কারণে আলু নষ্ট হওয়া, অতিরিক্ত ছত্রাকনাশক প্রয়োগ ও অন্যান্য বিষয় মিলিয়ে প্রতি মৌসুমে ৬ হাজার থেকে সর্বোচ্চ প্রায় ১২ হাজার কোটি টাকা অপচয় হচ্ছে। মূলত এই ক্ষতি কমাতেই ২০১৪ সাল থেকে ছত্রাকের জিনোটাইপ ও ফিনোটাইপ শনাক্তকরণ এবং এর জৈবিক ছত্রাকনাশক উদ্ভাবনের কাজটি শুরু করা হয়। ওই সময় দেশের ১৫টি জেলা থেকে মড়ক রোগাক্রান্ত মোট ৯০টি আলুর পাতার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
এতে বেশির ভাগ ক্ষেত্রেই ব্লু-১৩ জিনোটাইপের ছত্রাকের উপস্থিতি পাওয়া যায়। গবেষণার মাধ্যমে প্রাপ্ত আরেকটি বিষয় হলো যে একই ছত্রাকনাশক দীর্ঘদিন যাবৎ ব্যবহার করার কারণে জিনোটাইপটি এখন রাসায়নিক ছত্রাকনাশক প্রতিরোধী হয়ে উঠেছে। এ কারণে এই জিনোটাইপকেই বাংলাদেশের প্রেক্ষাপটে মড়ক রোগের জন্য দায়ী ছত্রাকের জিনোটাইপ হিসেবে ধরা হয়েছে।
গবেষণার অর্থায়ন ও অন্যান্য কাজে কোন কোন প্রতিষ্ঠানের সহযোগিতা পেয়েছেন কী না জানতে চাইলে তিনি বলেন, ২০১৪ সালে গবেষণার শুরুতে এর কোনো স্থায়ী অর্থায়ন ছিল না। সে সময় যুক্তরাজ্যের দ্য জেমস হাটন ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় গবেষণার পরীক্ষণবিষয়ক কাজগুলো চলতে থাকে। পরে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত এতে অর্থায়ন করে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ও ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার। ৪ বছরে মোট আর্থিক বরাদ্দ ছিল ৩৫ লাখ টাকা। তাদের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ব্যাকটেরিওলজি অ্যান্ড বায়োটেকনোলজি গবেষণাগারে গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।
ছত্রাকের নির্দিষ্ট জিনোটাইপ উন্মোচনের পর এটি নির্মূলের উপায় খুঁজতে শুরু করেন তিনে । আলু রোপণের আগেই সেক্ষেত্রে কিছু কিছু ব্যবস্থা নিলে ভালো ফল পাওয়া যায়। রোপণের আগেই উদ্ভাবিত জৈব ছত্রাকনাশক-১ ও ২, অর্থাৎ উপকারী ফরমুলেশন ব্যাকটেরিয়া (সিউডোমোনাস পুটিডা ও ব্যাসিলাস সাবটিলাস) দ্বারা বীজ শোধন (প্রতি কেজিতে ৫ গ্রাম) করে নিতে হয়। এ ছাড়া বীজ রোপণের ৩০ দিন পরে উপকারী ফরমুলেশন ব্যাকটেরিয়া প্রতি লিটার পানিতে ৩ থেকে ৫ গ্রাম মিশিয়ে ৬ থেকে ৮ বার ৫ থেকে ৭ দিন পর পর প্রয়োগ করতে হবে।
জানুয়ারি ও ফেব্রুয়ারিতেই মূলত মড়ক রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। এ সময় সংক্রমণ তীব্র মাত্রায় হতে থাকলে ছত্রাকনাশক (ডাইথেন এম-৪৬ বা ইন্ডোফিল এম-৪৫) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ২ থেকে ৩ বার ৬ থেকে ৭ দিন পর পর এমনভাবে ছিটিয়ে দিতে হবে, যাতে গাছ ভালোভাবে ভিজে যায়। তবে উৎপাদন ঠিক রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো রোগ ও জীবাণুমুক্ত বীজ ব্যবহার করা।
তবে রোগ সংক্রমণ শুরু হয়ে গেলে ‘সাইমোক্সানিল ও ম্যানকোজেব মিশ্রণ’ বা ‘সাইমোক্সালিন ও ডাইমেথোমর্ফ মিশ্রণ’ অথবা ‘ডাইমেথোমর্ফ ও ম্যানকোজেব মিশ্রণ’ ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ৩ থেকে ৪ বার ৪ থেকে ৫ দিন পর পর প্রয়োগ করতে হবে।
স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার
বছরের শেষ চন্দ্রগ্রহণ বৃহস্পতিবার
বছরের শেষ চন্দ্রগ্রহণ বৃহস্পতিবার
বছরের শেষ সূর্যগ্রহণ শিগগিরই হতে যাচ্ছে
আইফোন ১৬ সিরিজ থাকছে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা
চালু হলো ফেসবুক ইউটিউবসহ সব সামাজিক মাধ্যম
ফেসবুক-ইউটিউব চালুর সিদ্ধান্ত আজ
মোবাইল ইন্টারনেট চালু
ডাটা সেন্টার পুড়িয়ে ফেলায় ইন্টারনেট সেবা বন্ধ হয়েছে : পলক
সংকটের মধ্যেই সাইবার হামলার শঙ্কা
কর্মচাঞ্চল্য ফিরছে ব্যবসা-বাণিজ্য ও প্রযুক্তি খাতে
উদ্ভূত পরিস্থিতির কারণে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে: পলক
টানা তিন দিন মোবাইল ইন্টারনেটে ধীরগতি
ধীর হতে পারে ইন্টারনেটের গতি
মানব মস্তিষ্কের কোষে জীবন্ত রোবট
আন্তর্জাতিক মানের মোবাইল গ্রাহক সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : পলক
মহাকাশে ভেঙে টুকরো টুকরো হলো রুশ স্যাটেলাইট
এখন থেকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপের মতো সুবিধা পাওয়া যাবে
কোন ব্যক্তির মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কী করতে হয়?
৯৩ দিন পর সমুদ্রের নিচ থেকে ফিরে এলেন জোসেফ দিতুরী
ইউটিউব সাবস্ক্রাইবে শীর্ষে মিস্টার বিস্ট
প্রেমিকা খুঁজে দিতে পুলিশের কাছে যুবকের আবেদন
ল্যাপটপের সার্ভিস বাড়াতে কিছু নির্দেশনা
ফেসবুকে নির্দিষ্ট ব্যক্তির পোস্ট দেখতে না চাইলে করণীয় কী?
ফোনে ইন্টারনেট সমস্যা? জেনে নিন সমাধান
দেশে প্রায় আট লাখ সাইবার হামলার হুমকি শনাক্ত হয়েছে
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো দারুন একটি ফিচার
গুগল ক্লাসরুমে ছবি জমা দেয়ার সহজ নিয়ম
কীভাবে একদিন বিদ্যুতের উৎস হয়ে উঠতে পারে ভেজা বাতাস
শাওমির এই ফোন কাজ করবে আইফোনের মতো