কেবি ২৯ ডিসেম্বার ২০২৪ ১১:৪৮ এ.এম
এনএস ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোটার হওয়ার বয়স কমিয়ে ১৭ বছর নির্ধারণ করা উচিত বলে অভিমত জানালেও এতে রাজি নয় রাজনৈতিক দলগুলো। এতে নির্বাচন বিলম্বিত হতে পারে বিএনপির শঙ্কা। জামায়াতে ইসলামীও একই ধারণা পোষণ করে।
সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ জানান, সংসদ নির্বাচনে প্রার্থিতার বয়স ২৫ থেকে কমিয়ে ২১ বছর নির্ধারণের চিন্তা রয়েছে। নাগরিক কমিটি প্রস্তাব করেছে, ভোটার হওয়ার যোগ্যরাই প্রার্থী হতে পারবেন।রাজনৈতিক দলগুলো এ নিয়ে প্রতিক্রিয়া দেখায়নি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে ১৫ থেকে ১৯ বছর বয়সীর সংখ্যা ১ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ১৫০। গড় হিসাবে ১৭ বছর বয়সীর সংখ্যা ৩৩ লাখ ১৩ হাজার ৪৩০। ১৭ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা প্রতিবেদনে আলাদা করে উল্লেখ নেই ।
বিবিএস ও নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ভোটারের বয়স ১৭ নির্ধারণ করলে ৩০ লাখের বেশি মানুষ ভোটার হওয়ার যোগ্য হবে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৫ সালের শেষদিকে নির্বাচন হলে দুই বছরে আরও ৬০ লাখের বেশি তরুণ যোগ হবেন ভোটার তালিকায়।বয়স কমিয়ে ১৭ করা হলে প্রায় এক কোটি নতুন ভোটার যোগ হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে।
গত ৭ জানুয়ারি নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৯৩৭। একাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। পাঁচ বছরে ভোটার বৃদ্ধি পায় ১ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৫৫৬ জন। বছরে ভোটার বৃদ্ধি পায় ৩১ লাখের বেশি।
জাতিসংঘের সনদ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীরা শিশু। তাই যেসব দেশে নির্বাচনী ব্যবস্থা প্রচলিত রয়েছে, এর অধিকাংশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮। কিছু দেশে তা ২০ থেকে ২৫ বছর। তবে ব্রাজিল-আর্জেন্টিনায় তা ১৬। আর্জেন্টিনায় ১৫ বছর বয়সীরাও প্রার্থী বাছাইয়ে ভোট দিতে পারে, যদি নির্বাচনের সময় ১৬ বছরে উত্তীর্ণ হয়।
গ্রিস, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া, নেপাল, সুদান, পূর্ব তিমুরে ভোটের বয়স ১৭ বছর। বসনিয়া ও সার্বিয়ায় কর্মজীবী হলে ১৬ বছর বয়সীরাও ভোট দিতে পারে। কিউবা, ইকুয়েডর, মাল্টায় ভোটের বয়স ১৬।
যুক্তরাজ্যের চার দেশ– ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসে ভোটের বয়স ১৮। তবে স্কটল্যান্ড ও ওয়েলসে প্রাদেশিক ও স্থানীয় নির্বাচনে ১৬ বছর বয়সীরা ভোট দিতে পারে। জার্মানিতে প্রাদেশিক ও স্থানীয় নির্বাচনেও একই বয়সীরা ভোট দিতে পারে।
গত শুক্রবার এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারণ করা উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবে, তা আমার জানা নেই। কিন্তু দেশের বেশির ভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব।’
ভোটার হওয়ার বয়স কমানোর অভিমত নির্বাচন বিলম্বিত করার জন্য কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, ‘এ করতে গিয়ে আরও সময় যাবে, আরও সময়ক্ষেপণ হবে, আরও বিলম্ব হবে। মানুষের মধ্যে ধারণা হচ্ছে, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে।’
প্রধান উপদেষ্টার বক্তব্যে ‘জনমনে বিতর্ক সৃষ্টি হয়েছে’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এখন তাহলে কী করতে হবে? নতুন করে আবার ভোটার তালিকা তৈরি করতে হবে। আমি মনে করি, এ বিষয়কে এভাবে না বলে, এ নিয়ে অংশীজনের সঙ্গে কথা বলে তার পরে এ বিষয় আনতে পারলে ভালো হতো; কোনো বিতর্কের সৃষ্টি হতো না। এখন তো আরও বেশি করে মানুষ আশাহত হয়ে যাবে।’ ভোটের বয়সের বিষয় নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল।
জামায়াত সূত্র জানিয়েছে, ভোটের বয়স কমানোর চিন্তায় অহেতুক বিতর্ক সৃষ্টি হবে। এতে চলমান অস্থিরতা বাড়াবে। তবে এ নিয়ে কেউ আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা অভিমত দিয়েছেন মাত্র। তিনি যখন আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব দেবেন, তখন জামায়াত প্রতিক্রিয়া জানাবে।
নির্বাচন যত বিলম্ব হচ্ছে, সংকট তত বাড়ছে: মির্জা ফখরুল
বিএনপি কার্যালয়ে হামলার মামলাকে মিথ্যা দাবি আ.লীগের
যুক্তরাষ্ট্রে বিএনপির তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি
হত্যা মামলায় কারাগারে কামাল মজুমদার
লন্ডন ক্লিনিক থেকেই দেশবাসীর খবর জানতে চাইলেন খালেদা জিয়া
নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: ফখরুল
চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন, প্রার্থী ৩
কাতারের আমিরকে নিয়ে ফেসবুকে তারেক রহমান পোস্ট
গুলশানে বিএনপির কার্যালয়ে বিএনপি ও সমমনা জোটের বৈঠক
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা শুরু
“নতুন প্রজন্মের জন্য ইতিহাস সংরক্ষণ জরুরি” – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লিফলেট বিতরণ
লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত
খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছাড়বেন মঙ্গলবার
৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম
২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল
তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ এখনো তৈরি হয়নি: সালাহউদ্দিন আহমেদ
খালেদা জিয়ার লন্ডন যাত্রা, রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
তারেক রহমানের ৪ মামলা বাতিলই থাকবে: আপিল বিভাগ
আওয়ামী লীগের শাসন নিয়ে সমালোচনা, বহুদলীয় গণতন্ত্রের অর্জন তুলে ধরলেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল: শেখ হাসিনা আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন
নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই: জোনায়েদ সাকি
আ.লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ
ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে আমাদের : মির্জা ফখরুল
আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই: জামায়াত আমির
বিটিআরসির কাছে বেতার তরঙ্গ বরাদ্দের আবেদন বিএনপির
রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে: ফখরুল
নতুন প্রজন্মের ভোটাধিকার ফিরে পেতে বিএনপির আহ্বান
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে সরকারের উদ্যোগকে স্বাগত জানাল এবি পার্টি