কেবি ২৮ ডিসেম্বার ২০২৪ ১২:১৪ পি.এম
এনএস ডেস্ক : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্য কর্তৃক রোগীর স্বজনকে মারধরের অভিযোগ উঠেছে। এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে হেনস্তা করা হয় সাংবাদিককেও। সাংবাদিকের মোবাইল ও পরিচয় পত্র নিয়ে নেওয়া হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (২৭ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর তালতলা এলাকার আব্দুল বাতেন মিয়া হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন সন্তানের নেবুলাইজার আনার জন্য বারবার নার্স এর কাছে ধরনা দিচ্ছিলেন । এ নিয়ে সেখানে বচসা তৈরি হলে বাতেন মিয়াকে বেধড়ক মারধর করেন উপস্থিত আনসার সদস্যরা।
খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান স্থানীয় দৈনিক বায়ান্নর আলোর স্টাফ রিপোর্টার ফেরদৌস জয়। এ সময় আনসার সদস্যরা তার মোবাইল ফোন এবং পরিচয় পত্র কেড়ে নিয়ে তাকে হেনস্তা করে।
এই ঘটনার পর সেখানে উপস্থিত হন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিক তদন্ত শেষে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের কক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ, আনসার, সাংবাদিক এবং পুলিশের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
রোগীর স্বজন আব্দুল বাতেন মিয়া জানান, ‘নার্সরা আমার সন্তানকে নেবুলাইজার দিচ্ছিল না। আমি একাধিকবার এবং এর পরে আমার স্ত্রী নার্সদের কাছে নেবুলাইজার চাইতে গেলে নাসরা আমার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন। আমি এর প্রতিবাদ জানালে সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা কোন কারণ ছাড়াই আমাকে মারধর করেন। এরপর আমাকে ধরে নিয়ে এসে পরিচালকের কার্যালয়ের সামনে একটি রুমে বন্দী করে রাখেন। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে আমার পরিচিত সাংবাদিককে জানাই। ওই সাংবাদিক এসে আমার সাক্ষাৎকার নিতে গেলে আনসার সদস্যরা ওই সাংবাদিককে আর মোবাইল এবং পরিচয়পত্র ছিনিয়ে নেয়।’
বৈঠকে প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আনসার সদস্য আব্দুর রাজ্জাক, আকবর আলী ও রাশেদুল ইসলামকে হাসপাতাল থেকে প্রত্যাহার এবং সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত হয়। এছাড়াও তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত তিন আনসার সদস্য কোথাও দায়িত্ব পালন না করারও সিদ্ধান্ত হয়। দ্রুততম সময়ের মধ্যে মোবাইল ফোন এবং পরিচয় পত্র ফিরিয়ে দেয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
হেনস্তার শিকার সাংবাদিক বলেন, ‘এই ধরনের ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে যাই। গিয়ে দেখি হাসপাতালে পরিচালকের কার্যালয়ের একটি কক্ষে মারধরের শিকার ওই রোগীর স্বজনকে বন্দী করে রাখা হয়েছে। আমি তার ইন্টারভিউ নিতে গেলে উপস্থিত আনসার সদস্যরা আমাকে হেনস্তা করে। আমার মোবাইল ফোন ও পরিচয় পত্র ছিনিয়ে নেন।’
রংপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ‘প্রাথমিক তদন্তে তিনজনের বিরুদ্ধে অপেশাদার আচরণের প্রমাণ পাই। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাংবাদিক নেতৃবৃন্দের যৌথ বৈঠকে ওই ৩ দিন সদস্যকে প্রত্যাহার এবং স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়েছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। মোবাইল ফোন এবং পরিচয় পত্র ছিনিয়ে নিলে সেটি ফেরত দেয়া হবে।’
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ‘আনসার কর্তৃপক্ষ হাসপাতাল থেকে ওই তিন সদস্যকে প্রত্যাহার এবং সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে। রোগীর স্বজনকে আনসার সদস্য কর্তৃক মারধরের ঘটনাটি একটি দুঃখজনক। কোনভাবেই এটা মেনে নেয়া যায় না। আমরা বলেছি ওই তিন আনসার সদস্যকে আর কোথাও আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন যেন করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করার জন্য। সেটিও তারা রাজি হয়েছেন।’
হাসপাতাল পরিচালক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা এবং রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যেকোনো ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
খুলনায় কেএফসি-বাটায় ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্তার ৩১
পীরগঞ্জে নিখোঁজের ১১ দিন পর হারুনের লাশ উদ্ধার
শোবার ঘর থেকে স্ত্রী-সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার
গুলশানে যুবককে গুলি করে হত্যা
মাগুরার শিশুটির গলার আঘাত বেশি গুরুতর, মেডিকেল বোর্ড গঠন
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশতাধিক দালাল আটক
গুম সংক্রান্ত কমিশনে ১৭৫২ অভিযোগ
ফেসবুকে মানবতার ফেরিওয়ালা, আসলে একজন ভয়ংকর প্রতারক
কসবায় শ্বশুরবাড়ি এসে স্ত্রী ও শ্যালিকাকে খুন
পাবনায় মধ্যরাতে সড়কে ৪০ গাড়িতে ডাকাতি
উত্তরায় ছিনতাইকারী সন্দেহে ২ জনকে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে গণপিটুনি
কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা
মিরপুরে একাধিক দোকান ও বাসায় ডাকাতি
রংপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার
আতিউর-বারকাতসহ ২৭ জনের নামে দুদকের মামলা
যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুরে ২ জন নিহত
উত্তরায় দম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গ্রেপ্তার সবাই
উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানোর কিশোর গ্যাংয়ের দুইজন আটক
রাজশাহী রেলস্টেশনে সেনাসদস্যকে মারধর
ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের তাণ্ডব
‘ডেভিল হান্ট’: গ্রেপ্তার ১৫২১
দিনাজপুরে অবৈধ্য মাদকদ্রব্য ধ্বংস
মাটি কাটার বিরোধে গুলিবিদ্ধ, হাসপাতালে যুবক
নোয়াখালীতে পিস্তল ঠেকিয়ে ডাকাতি, ৪ দোকানে চুরি
মাদারীপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, জুয়ার আসক্ত যুবক গ্রেফতার
ময়মনসিংহে ১২০ বস্তা চিনি ও ১৫ বস্তা জিরাসহ দুই ছাত্র সমন্বয়ক গ্রেফতার
ফুটপাত দখল করে চাঁদাবাজি কর্নেলহাটে পার্কিং দখল করে ইজারাদারের বাণিজ্য
নাটোর সদর থানায় ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, তদন্ত শুরু
চবিতে মাদকসহ ৩ শিক্ষার্থী আটক
গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ৫