কেবি ২৫ ডিসেম্বার ২০২৪ ০৪:০৩ পি.এম
পরাশক্তিগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে : উপদেষ্টা আসিফ
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে স্থানীয় সরকার, পঞ্চগড়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে যেই পরাশক্তিগুলো এটাকে গ্রহণ করতে পারেনি মেনে নিতে পারেনি তারা আমাদেরকে, বাংলাদেশের ব্যাপারে অনেক প্রপাগান্ডা চালিয়ে যাচেছ।
তিনি বুধবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণকালে এসব কথা বলেন।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া বলেছেন, জনগণের আকাঙ্খা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের ম‚ল লক্ষ্য। জনগণ চায় প্রকৃত সংস্কার শেষে জাতীয় নির্বাচন। সেই লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে।
এসময় তিনি বলেন, আপনারা জানেন যে, এই সরকারের অন্যতম উদ্যেশ্যে ও এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে। আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চাই।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আমি ব্যাক্তিগতভাবে চাই স্থানীয় সরকার নির্বাচনটা দ্রæত হোক।
কেননা আপনারা জানেন যে জনপ্রতিনিধি ছাড়া সরকারী অফিসারদেরকে দিয়ে যে নাগরিক সেবার প্রয়োজন সেগুলো সঠিকভাবে দেয়া সম্ভব হয়না। নাগরিকরা অনেক ধরনের হয়রানির শিকার হয়, সময় ক্ষেপন হয় এবং নাগরিক সেবা ঠিকমত পায়না। এই চ্যালেঞ্জটা আমাদেরকে এখন ফেস করতে হচ্ছে। আমাদের অফিসারেরা একেকজন অনেক অফিসের অতিরিক্ত দ্বায়িত্বে রয়েছেন। আমি চাই যে স্থানীয় সরকার নির্বাচনটা খুব দ্রæত হোক। রাজনৈতিক সংগঠনগুলোর সাথে এবং সরকারেরর উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত হলে আমরা হয়তো খুব দ্রæত একটা স্থানীয় সরকার নির্বাচন দিতে পারবো।
আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, বিগত ফ্যাসিবাদের শাসনামলে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, এখন থেকে কোনভাবেই উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য দ‚র করতে ও স্থানীয় উন্নয়নের জন্য উত্তরবঙ্গে বরাদ্দ বৃদ্ধি করা হবে। এ ছাড়াও বাংলার মাটিতে ফ্যাসিবাদীদের বিচার করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন,ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা এবং সর্বদা অন্তবরবর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতা করতে সকলের প্রতি আহŸান জানান তিনি। জনগণের ইচ্ছাকে দ্রæত বাস্তবায়ন করতে সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সারজিস আলম বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস উপস্থিত ছিলেন।
এখানে উপজেলার দুই হাজার দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে জেলার নিহত পাঁচ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, এখনো জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসে, ভ‚মি অফিসে, পুলিশ, জনপ্রতিনিধিদেরসহ নাকি টাকা না দিলে কাজ হয়না। আপনাদের আগে সংশোধন হতে হবে। এরপরেও যদি এধরনের কোন অভিযোগ আসে তাহলে প্রমাণ সহ আমাদের কাছে অভিযোগ করেন আমরা কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করবো।
তিনি আরো বলেন, আটোয়ারীতে এখনো কোন মিনি স্টেডিয়াম নেই। পঞ্চগড়ে কোন শিল্প প্রতিষ্ঠান নেই, কোন ইপিজেড নেই। এগুলো বাস্তবায়ন করতে আমি উপদেষ্টার কাছে আবেদন জানাই। পঞ্চগড়ে সারের এখনো সংকট রয়েছে। আমি উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করবো শিল্প ও বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে পঞ্চগড়ে সারের বরাদ্দ বেশি করে দেয়ার জন্য। যাতে করে কোন সংকট না হয়।
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, আটোয়ারী উপজেলা বিএনপির আহŸায়ক এজেএম বজলার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) কনক কুমার দাস, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভস‚চনা করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পরে তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।
পরে তিনি তেঁতুলিয়া পাইলট স্কুল মাঠে আয়োজিত অনুরুপ কর্মসূূচিতে যোগ দেন। এর আগে তিনি হেলিকপ্টারের করে আটোয়ারীতে আসেন।
৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয় আমি কিছু বলিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ টিউলিপের
ড্রোন শো জানিয়ে দিল ইতিহাসের নানা পর্ব
বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী
কারাগার থেকে গণহারে মুক্তি রাষ্ট্রের জন্য হুমকি: আবু হানিফ
হানাহানি চাই না, শান্তির দেশ চাই: সেনাপ্রধান
বাংলাদেশের পাসপোর্টে 'একসেপ্ট ইসরায়েল' শর্ত পুনর্বহাল
ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হল
যার যার মত করে বৈশাখ উদযাপন করুন: প্রধান উপদেষ্টা
আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হলো ১৭ ঘণ্টা পর
আদানির কেন্দ্র থেকে সরবরাহ বন্ধের কারণে লোডশেডিং বাড়তে পারে
আমাদের হৃদয়ে বাস করে এক-একটা ফিলিস্তিন: মিজানুর রহমান আজহারী
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশ রয়েছে: শায়খ আহমাদুল্লাহ
মার্চ ফর গাজা: লাখো মানুষের কন্ঠে ধ্বনিত হলো 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন'
শেখ হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে: ফারুকী
অ্যামনেস্টি উদ্বেগ জানালো মেঘনা আলমকে নিয়ে
মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল
সাবেক প্রতিমন্ত্রী বিপুকে 'সর্বকালের সেরা বিদ্যুৎ চোর' বললেন সিদ্দিকী নাজমুল
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
এবার 'মঙ্গল শোভাযাত্রা' নয়, 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সাবেক আইজিপি ময়নুল
দেশে হুমকির মুখে নারীর অবস্থান ও নিরাপত্তা: মহিলা পরিষদ
৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়া: চার অঞ্চলে সতর্কতা
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে কোন প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা
শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে প্লট দুর্নীতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা
বিশ্বকে বদলে দেয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ এপ্রিল বসছেন বিএনপি নেতারা
হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শমী কায়সার
কাঠগড়ায় দাঁড়িয়ে হঠাৎ আইনজীবীর ওপর ক্ষেপে গেলেন হাজী সেলিম