কেবি ১৮ নভেম্বার ২০২৪ ০৩:৫৫ পি.এম
এনএস ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।
সোমবার (১৮ নভেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টুর মৃত্যুতে আমি মর্মাহত ও শোকাহত।
ড. ইউনূস বলেন, স্বাধীনতা যুদ্ধের পর তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক হন। কিংবদন্তি এ খেলোয়াড় সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলতেন, একইসঙ্গে তিনি লাল-সবুজ জার্সিতে একজন অসাধারণ ডিফেন্ডার ছিলেন। দুই দশকের ক্যারিয়ার শেষ করার পর দেশের ক্রীড়াঙ্গনকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন একজন পুরোদস্তুর স্পোর্টসম্যান।
তিনি বলেন, ‘স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি অধিনায়ক জাকারিয়া পিন্টু ১৯৭১ সালে যুদ্ধকালীন সরকারের জন্য অর্থ এবং গুরুত্বপূর্ণ সমর্থন সংগ্রহের জন্য ভারতজুড়ে ছুটে বেড়িয়েছেন। তিনি যখন মাঠে খেলতেন না, তখনও আমাদের মুক্তিযোদ্ধাদের উৎসাহ দিতেন। তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মুখ হিসেবে আবির্ভূত হয়েছিলেন।’
জাকারিয়া পিন্টুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার এবং ক্রীড়া অঙ্গনের সংশ্লিষ্টজন, যাদের কাছে জাকারিয়া পিন্টু একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন তাদের সবার প্রতি সমবেদনা জানান প্রধান উপদেষ্টা।
ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মারা গেছেন
সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ মারা গেছেন
চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ
টঙ্গিবাড়ীতে পৃথক ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
ঢাকা বিশ্বিবদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ডা: একেএম আফতাব উদ্দিন সরকার আর নেই
উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন
কবি হেলাল হাফিজ মারা গেছেন
জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই
চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিক মতিয়া চৌধুরী