কেবি ২২ সেপ্টেম্বার ২০২৪ ১২:৫১ পি.এম
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড়েছে রোগীর চাপ। গত দুই সপ্তাহের ব্যবধানে রোগী বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। হাসপাতালের শিশু ওয়ার্ডে যে সবরোগী ভর্তি হচ্ছে, অধিকাংশের বয়স এক বছরের নিচে। ভর্তিকৃত রোগীদের অর্ধেকের বেশি আবার শ্বাস যন্ত্রের প্রদাহজনিত রোগ নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটি সে আক্রান্ত। এছাড়া জ্বর নিয়েও ভর্তি আছেন অনেক রোগী।
চিকিৎসকরা বলছেন, শিশুদের ক্ষেত্রে অনেকসময় মা–বাবারা বুঝতে পারেন না, তার শিশুর শারীরিক অবস্থার খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে শিশুর সর্দি–কাঁশিকে বেশিরভাগ অভিভাবক অবজ্ঞা করেন। পরে একসময় সংক্রমণের মাত্রা বেড়ে গিয়ে জ্বর–খিচুনি, নিউমোনিয়া ও ব্রঙ্কিও লাইটিসে আক্রান্ত হয় বিভিন্ন বয়সী শিশুরা। অপরদিকে চমেক হাসপাতাল ছাড়াও নগরীর আগ্রাবাদ মা–শিশু জেনারেল হাসপাতালেও একই অবস্থা লক্ষ্য করাগেছে। সেখানেও বেড়েছে রোগীর চাপ।
গতকাল দুপুরে চমেক হাসপাতালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, শিশুস্বাস্থ্য ওয়ার্ডে রোগীর ঠাঁই নাই অবস্থা। একবেডে তিনজন শিশুকেও চিকিৎসা দেয়া হচ্ছে। ওয়ার্ডের দুই ইউনিটে অনুমোদিত বেড রয়েছে ৭৪টি। অথচ গতকাল ভর্তি রোগী ছিল প্রায় ৪০০ জন। শিশু স্বাস্থ্য ওয়ার্ডের দায়িত্বরত এক চিকিৎসক জানান, বেড যে পরিমাণই থাকুক, আমরা তো কোনো রোগীকে আর ফেরত দিতে পারিনা। রোগীর তুলনায় আমাদের চিকিৎসকেরও কিছুটা সংকট রয়েছে, তবে আমরা রোগীদের সর্বোচ্চ সেবা টুকু দিয়ে যাচ্ছি। ৬ মাস বয়সী শিশু মো. আজমানকে নিউমোনিয়ার সমস্যা নিয়ে ফটিকছড়িথেকে চমেক হাসপাতালে আসেন মা আছিয়া খাতুন। তার সন্তানের দুইদিন হালকা কাঁশি ছিল। তবে বুকের দুধ খেতে সমস্যার হওয়ার পর স্থানীয় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নিয়ে আসেন। বুকের এক্সরেতে নিউমোনিয়া ধরা পড়ে। শুধু শিশু আজমান নয়, তার মতো অনেক শিশু শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হয়েওয়ার্ডে ভর্তি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান, স্বাস্থ্যকর জীবন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এই তিনটিবিষয় নিউমোনিয়া ও ব্রঙ্কিওলাইটিসের মতো রোগ প্রতিরোধ করতে পারে। অনেক অভিভাবক অজ্ঞতার কারণে অসুস্থ শিশুকেসময়মতো হাসপাতালে নিয়ে যান না। সময়ক্ষেপণ করার পর যখন অবস্থার অবনতি হয়, তখন হাসপাতালের দিকে ছুটেন। তাই শিশুর অসুস্থতাকে কোনোভাবে অবহেলা করাযাবেনা।
চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার ডা. সেঁজুতি সরকার বলেন, আমাদের হাসপাতালে রোগীর চাপ গত কয়েক সপ্তাহধরে বেড়েছে। বেশির ভাগ ভাইরাল ফ্লু ও নিউমোনি য়ায় আক্রান্ত।
জানতে চাইলে চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. জেবীন চৌধুরী বলেন, আমাদের ওয়ার্ডে প্রায় সময় রোগী চাপ থাকে। তবে এখন চাপ আগের তুলনায় বেড়েছে। এই সময় জ্বর, সর্দি–কাঁশি ছাড়াও ব্রঙ্কি ও লাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছে। আমাদের দেশে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। সাধারণত যে সব শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে, তাদের নিউমোনিয়া বেশি হয়। এছাড়া প্রি–ম্যাচিউরড (সময়ের আগে জন্ম নেয়া) শিশুদেরও নিউমোনিয়া বেশি হয়। পর্যাপ্ত আলো বাতাস ছাড়া স্যাতস্যাতে পরিবেশে বেড়ে উঠা শিশু নিউমোনিয়ার ঝুঁকিতে থাকে। তবে নিউমোনিয়া প্রতিরোধে শিশু জন্মের পর থেকে ৬ মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। বুকের দুধে নিউমোনিয়া প্রতিরোধক ভিটামিন এ থাকে। ফিডারে কোনো কিছু খাওয়ানো যাবেনা। নিয়মিত হাত ধোঁয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ঘরে বড় কারো সর্দি কাশি হলে শিশুদের তাদের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। এছাড়া শিশুকে সরকার নির্ধারিত সবটিকা দিতে হবে।
দেশের সব হাসপাতালে হচ্ছে সরকারি ফার্মেসি, মিলবে কম দামে ওষুধ
যক্ষ্মার নতুন ঝুঁকিতে দেশ
খাদ্যে ক্ষতিকর উপাদান শনাক্তে কঠোর নীতিমালার আহ্বান
অসংক্রামক রোগ মোকাবিলায় বাজেট বৃদ্ধির আহ্বান
‘নতুন মহামারির’ হানা যুক্তরাষ্ট্রে, মৃত্যুহার ৩৯ শতাংশ
বন্ধ হতে পারে সরকারি ৬ মেডিকেল কলেজ
বকশিশ না দেওয়ায় অক্সিজেন বন্ধ, নবজাতকের মৃত্যু
২ কোটি ২৬ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে
বরুণ ফুলের ঔষধি গুণ—প্রাকৃতিক চিকিৎসার এক বিস্ময়
স্বাস্থ্য ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি শুরু
অব্যবস্থাপনা ও লুটপাটে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে: ডা. ফরহাদ হালিম
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত
দেশের সব মেডিকেল কলেজে ‘একাডেমিক শাটডাউন’ সোমবার
চীনে নতুন করোনা ভাইরাস শনাক্ত, মহামারির শঙ্কা
শোল্ডার সার্জারির উন্নয়নে বাংলাদেশে বিশেষ কর্মশালা
ফিরে দেখা: ‘ভারতে মেয়েদের জন্য ৬ মাসের মধ্যে ক্যান্সারের ভ্যাকসিন’
আজ বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
বিপজ্জনক হয়ে উঠছে ঢাকার বাতাস, জানালা বন্ধের পরামর্শ!
অস্বচ্ছল চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান
জরায়ু ক্যানসারে আক্রান্তের অর্ধেকের বেশি নারী প্রতি বছর মারা যান
এইচএমপিভি ভাইরাস সুরক্ষায় করণীয়
দেশে এইচএমপিভি ভাইরাস আক্রান্তে প্রথম মৃত্যু
ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প তিন খাবার
এইচএমপি ভাইরাস নিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে
দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিতে ঢাকাবাসী, মন্ত্রণালয়ের সতর্কবার্তা
দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত
গোমস্তাপুরে নার্সের অবহেলায় শিশুর মৃত্যু, তিন নার্স সাময়িক বরখাস্ত
দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত
শীতের তীব্রতায় ঠান্ডাজনিত রোগে কাবু শিশু-বয়স্করা
শ্বাসতন্ত্রে নতুন ভাইরাস: বিশেষজ্ঞদের আশঙ্কা নতুন মহামারির