কেবি ১৬ সেপ্টেম্বার ২০২৪ ০৪:০৬ পি.এম
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ময়মনসিংহের ধোবাউড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও ড্রাইভার সেলিম। বিকেল তিনটা দিকে ঢাকা ডিবি পুলিশের একটি টিমের হাতে তাদের তুলে দেয়া হয়েছে। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামামাঝি এলাকা থেকে তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ধোবাউড়া সীমান্তে আসে। এসময় স্থানীয় জনতা টের পেয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদকদের একটি সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল হক বাবু, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমসহ চারজনকে আটক করে।
আটককৃত চারজনকে ধোবাউড়া থানার হেফাজতে রাখা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁন মিয়া।
জানা গেছে, রাজু ও মুশফিক নামে স্থানীয় দুই যুবকের সাথে ভারতে পৌঁছে দেয়ার চুক্তি হয় তাদের। তারাই তাদের সীমান্তে নিয়ে যায়।
একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহাবুবুর রহমান বলেন, ‘আমার বাড়ি ময়মনসিংহ সদরে। মোজাম্মেল হোসেন বাবু ভাই আমাকে বলার পর আমি তার সঙ্গে যোগ দেই। ধোবাউড়ার পথে ১০টি মোটরসাইকেল পথরোধ করে আটকিয়ে আমাদেরকে কিলঘুসি দিয়ে টাকা চায়। এক পর্যায়ে আমার মানিব্যাগ চেক করে ৩০০ টাকা পায়। টাকা নিয়ে মানিব্যাগটি ফকিন্নি বলে আমার মুখের উপর ফেলে দেয়। পরে আমাদের সবার কাছে চেক করে যা ছিল সব নিয়ে যায়। এরপর কি হইছে আমি বলতে পারবো না।’
ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম জানান, ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া এলাকা থেকে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ ৪জনকে আটক করে ধোবাউড়া থানায় রাখা হয়েছে। তাদের ওষুধপত্র সহ প্রয়োজনীয় জরুরি সেবা দেয়া হয়েছে। ঢাকায় তাদের নামে মামলা রয়েছে। ঢাকা থেকে ডিবির একটি টিম তাদেরকে থেকে নিয়ে যায়। তাদের নামে যেখানে যেখানে মামলা রয়েছে সেই মামলায় আটক দেখানো হতে পারে বলে পুলিশ সুপার জানান।
এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বলেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল ৬টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে মো. ফজলু হত্যার ঘটনায় ভাসানটেক থানায় দায়ের করা এক মামলায় শ্যামল দত্ত আসামি।
অন্যদিকে যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাঈম হাওলাদার হত্যা মামলার আসামির তালিকায় রয়েছে মোজাম্মেল বাবুর নাম।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যা ও নির্যাতনে উসকানি দেওয়ার অভিযোগে তারাসহ মোট ৫৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে ৩০ জন সাংবাদিক। আন্দোলনে নিহত রিয়ানের বাবা আব্দুর রাজ্জাক গত ২৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন।
এর আগে গত ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে স্ত্রী-কন্যাসহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।
গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা
ফের পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার সময়
কসবায় ৪০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
তিন অভিযোগে মডেল মেঘনা আলম হেফাজতে
বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়ীত্ব পাবে না : প্রধান বিচারপতি
বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেফতার ৩
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে : তাজুল
ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড
শপথ নিলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব
জুলাই-আগস্ট গণহত্যা: ছয় শিক্ষার্থী হত্যার ঘটনায় তদন্ত সম্পন্ন
বিচারপতি খিজির হায়াতকে অপসারণ
গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
নতুন দলের নিবন্ধন, ইসির গণবিজ্ঞপ্তিতে হাইকোর্টের রুল
আবরার হত্যায় ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল
ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
শেখ হাসিনা ও পরিবারের নামে জমি-ফ্ল্যাট জব্দের নির্দেশ
অনলাইন ব্যবসার জন্য হাইকোর্টের ৯টি বাধ্যতামূলক নীতি
মাগুরায় শিশু ধর্ষণ, প্রধান আসামি হিটু শেখের ৭ দিন রিমান্ড মঞ্জুর
ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ
উত্তরায় নিষিদ্ধ হিজবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার
নিরাপত্তা পদক্রম নিয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টের তলব
জিকে শামীমের মামলায় সাক্ষ্য গ্রহণ অব্যাহত, রায় স্থগিত
নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্তকে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয় : হাইকোর্ট
মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় অভিযানে মিললো বান্ডিল বান্ডিল টাকা
তত্ত্বাবধায়ক সরকার, রিভিউ শুনানি ৮ মে
খালেদা জিয়াসহ ৪ আসামির বিরুদ্ধে দুর্নীতি মামলার আপিল শুনানি শুরু সোমবার
অপারেশন ডেভিল হান্ট: ফেব্রুয়ারিতে গ্রেপ্তার ১১ হাজার ৩১৩
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন এটিএম আজহার