কেবি ২৩ আগষ্ট ২০২৪ ০৪:১৪ পি.এম
রূপম ভট্টচার্য্য, চট্টগ্রাম প্রতিনিধি : সপ্তাহখানেক ধরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে চট্টগ্রামে। বৃষ্টির পানিতে নগরের বেশিরভাগ এলাকার রাস্তায় পানি জমে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে দুর্ভোগে পড়েছেন পথচারীরা। এদিকে, বৃষ্টির কারণে সকাল থেকে গণপরিবহনের সংখ্যা কম।
সেই সুযোগে থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার চালকরা বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের।
সরেজমিনে দেখা গেছে, নগরের রাহাত্তারপুল, বাকলিয়া, বহদ্দারহাট, চকবাজার, শুলকবহর, বাদুড়তলা, মুরাদপুরসহ বেশ কিছু এলাকায় সড়কে পানি জমে জনভোগান্তি তীব্র আকার ধারণ করেছে। নগরের অনেক প্রধান সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে দুর্ভোগে পড়েছেন লোকজন।
আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আরও ২৪ ঘন্টা। সেইসাথে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস বা পাহাড়ধসেরও শঙ্কার কথা জানিয়েছেন তারা।
এদিকে, গত শুক্রবার থেকে টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এতে নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই দিন সন্ধ্যা ও রাতের দিকে পানি নেমে গেলেও পরদিন শনিবার ভারী বর্ষণে আবারও তলিয়ে যায়। এই বৃষ্টি ঝরে রবিবারেও। তবে দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিন জলাবদ্ধতার ব্যাপকতা কম ছিল। থেমে থেমে বৃষ্টি চলে আরও দুদিন। কিন্তু গতকালের বৃষ্টিতে জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। একইসাথে নগরের নিচু এলাকাসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। আজকের বৃষ্টিতেও সৃষ্টি হয়েছে নিচু এলাকায় জলাবদ্ধতা।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার ৯টা পর্যন্ত) বৃষ্টির পরিমাণ ছিল ১৪২ মিলিমিটার। আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা।
এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারেক বলেন, ‘আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিতে নগরের আশপাশে ভূমিধসেরও সম্ভাবনা আছে। তবে আজকে সন্ধ্যার পরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। মানে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।’
তিনি আরও বলেন, ‘সমুদ্র বন্দরে দেওয়া তিন নম্বর সতর্কতা সংকেত গতকাল (বুধবার) নামিয়ে ফেলা হলেও সাগর এখনো উত্তাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মুহূর্তে সাগরে ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে সাগরের কাছাকাছি থাকতে বলা হয়েছে।’
ডুবে গেছে শহরের সড়ক, অলি-গলি ও দোকানপাট :
টানা বৃষ্টিতে ডুবে গেছে নগরের চকবাজার, কাতালগঞ্জ, শুলকবহর, বাদুরতলা, শান্তিনগর, ফুলতলা, বউবাজার, রাহাত্তার পুল, কালা মিয়া বাজার, তুলাতলী, রুবি গেট, মুরাদপুর, সুন্নিয়া মাদ্রাসা রোড, ডিসি রোড, বহদ্দারহাট, খাজা রোড, ফরিদারপাড়া, ঘাসিয়াপাড়া, খতিবেরহাট, বারইপাড়া, মাইজপাড়া, খরমপাড়া, বাকলিয়া, মিয়া খান নগর, কে বি আমান আলী সড়ক, সৈয়দ শাহ সড়ক, চাক্তাই, দুই নম্বর গেট, আল ফালাহ গলি, পুরোনো চান্দগাঁও থানা এলাকা, রিয়াজউদ্দিন বাজার, সাগরিকা ও আকমল আলী সড়ক। এসব এলাকার বাসাবাড়ি, মসজিদ, বিপণিবিতান, দোকানপাট ডুবে গেছে পানিতে।
অন্যদিকে, গতকালের (বুধবার) বৃষ্টিতে চকবাজারের কাঁচাবাজার এলাকার সিরাজদ্দৌলাহ সড়ক, কে বি আমান এলাকার সড়কে কোমরসমান পানি ছিল। সড়কের দু’পাশের দোকানপাটে পানি জমে রয়েছে। আজও বৃষ্টিতে একই অবস্থা এ এলাকার। জলাবদ্ধতার কারণে অধিকাংশ দোকানপাট খোলেনি। তবে কিছু দোকান খুললেও তাতে বেচাবিক্রির চেয়ে পানি পরিষ্কারের বেশি ব্যস্ত ছিলেন দোকানি ও কর্মচারীরা। এমনকি সড়কে রিকশা ছাড়া অন্য কিছু চলাচল করতে দেখা যায়নি।
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকার বাসিন্দা আবু তৈয়ব বলেন, ‘চকবাজার মেডিকেল যাওয়ার কথা ছিল। বাসা থেকে বের হয়ে দেখি হাঁটু পানি। মেইন রোডে কোমরসমান পানি। কালকেও এমন ছিল।’
হোসাইন আজাদ নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। তিনি বলেন, ‘তাঁর বাসা ফুলতলা এলাকায়। গতকালের বৃষ্টিতে বাসায় পানি ঢুকেছে। পানি পরিষ্কার করতে করতে বেলা শেষ। আজকেও আবার জলাবদ্ধতার পানি ভোগাচ্ছে।’
জিইসি মোড়ে পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রমহিলা। আলাপকালে ভদ্রমহিলা জানান, মেয়েকে নিয়ে তিনি চকবাজার যাবেন। আধ ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থেকেও রিকশা পাচ্ছেন না। বৃষ্টি ও পানির কারণে কোনো রিকশা সেদিকে যেতেই চাচ্ছে না। কেউ কেউ অতিরিক্ত ভাড়া চাইছেন। অন্যান্য সময়ে চকবাজার ৬০ টাকা হলেও আজ রিকশাচালকেরা ১২০ টাকা বা তারও বেশি নিতে চাইছেন।’ ৮০ টাকা বলার পরও কোনো রিকশা যেতে রাজি হচ্ছে না বলে জানান তিনি।
আবুল নামের এক রিকশাচালক বলেন, ‘কালকের চেয়েও আজকের বৃষ্টিতে সবচেয়ে বেশি পানি উঠেছে। এই ময়লা পানির মধ্যে রিকশা চালাতে অনেক কষ্ট হয়। রিকশার চাকাও নষ্ট হয়ে যায়। আবার বৃষ্টিতে ভিজে ভিজে রিকশা চালাতে হচ্ছে বলে শরীরও খারাপ হয়। কিন্তু দুইটা টাকা বেশি ভাড়া চাইলে রাগ করে। আমরাও তো জীবন ঝুঁকিতে নিয়ে মানুষদেরকে নিয়ে যাই। আমাদের দুঃখ কেউ বুঝে না।’
প্রসঙ্গত, জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) দুটি ও পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের আওতায় ১১ হাজার ৩৪৪ কোটি টাকার কাজ চলছে। গত ৭ বছরে ৫ হাজার ৭৯০ কোটি টাকা ব্যয়ের পরও সুফল পাচ্ছে না নগরবাসী। চলতি বছরের জুনে এসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। সময় বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক:
টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম হাঁটুপানিতে তলিয়ে গেছে। এতে সড়কে যানচলাচল ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার ভোর থেকে এই মহাসড়কে যানজট শুরু হয়েছে।
জানা গেছে, মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ফলে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন জানান, মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ:
চট্টগ্রাম থেকে দেশের সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়ে বিভিন্নস্থানে রেললাইন ডুবে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।
রেলওয়ে পূর্বাঞ্চলের তথ্যমতে, চট্টগ্রামের দোহাজারী, নাজিরহাট রুটের বিভিন্নস্থানে রেললাইন ডুবে গেছে। ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। সিলেটেও রেলসেতু ডুবে গেছে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের বিভিন্নস্থান ডুবে যাওয়ার পাশাপাশি পাহাড় ধসে মাটি পড়েছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফলে চট্টগ্রাম থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ১১টি আন্তনগর ট্রেন চলাচল করে। সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটের পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গেলেও আবারও চট্টগ্রাম স্টেশনে ফিরিয়ে আনা হচ্ছে। টিকেটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া হবে।
চট্টগ্রামে ৬ অবৈধ ভবন উচ্ছেদ, সাড়ে ১০ লাখ টাকা জরিমানা
তেঁতুলিয়ায় তাপমাত্রা বৃদ্ধি, শীতের তীব্রতা কিছুটা কমেছে
লালমনিরহাটে রেলের জমি দখলমুক্ত, অবৈধ মার্কেট উচ্ছেদ
ক্ষমতাধরদের জবাবদিহির এখনই আদর্শ সময়: প্রেস সচিব
পীরগঞ্জের কবি কাজী হায়াত মামুদের সমাধীস্থল ও ওয়াকফ এষ্টেট নিয়ে বিরোধ
"ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে" বার্তায় উত্তেজনা, তদন্তে প্রশাসন
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার লাউজানী রেলক্রসিং মরণফাঁদ
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী
গাজীপুর কারাগারে শেখ জহিরুল ইসলামের অকাল প্রয়াণ
গৌরীপুরে কয়লা ট্রাকে চাঁদাবাজি: যৌথবাহিনীর অভিযানে তিনজন গ্রেপ্তার
টেকনাফে ৩০ লাখ টাকা মুক্তিপনে ছাড়া পেলেন অপহৃত জসিম
চুয়াডাঙ্গায় তাপমাত্রার রেকর্ড পতন, শীতের কষ্টে ছিন্নমূল মানুষ
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
৩ দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে : পেট্রোবাংলা
পঞ্চগড়ে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন
বিএনপির বাধায় উত্তেজনা, পুলিশের লাঠিচার্জে আহত ১০ জন
গফরগাঁও সরকারি কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
আসছে একাধিক শৈত্যপ্রবাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জি এম কাদেরের শুভেচ্ছা বার্তা
গণহত্যা ও গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
সচিবালয় গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, ২ রাউন্ড ফাকা গুলি
১৬ ঘণ্টা আটকে মালয়েশিয়া থেকে ফেরা বাংলাদেশিরা, সেবার অভাবের অভিযোগ
শিবালয়ে শিক্ষানবিশ আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্র্যাক ব্যাংক চকরিয়া শাখার ভল্ট থেকে ৮২ লাখ টাকা গায়েব
সিইউজে নির্বাহী কমিটির নির্বাচন ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে
ঢাকার বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’, স্কোর ২৬৬
ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে ডিএমপির অভিযানে ১,৯৭৫ মামলা
রাজবাড়ীতে সেনাবাহিনীর আধুনিক সামরিক প্রদর্শনী প্রত্যক্ষ করলেন প্রধান উপদেষ্টা