নিউজ ডেক্স ১৪ জুন ২০২৪ ১২:৩২ পি.এম
গুলিস্তান ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে গতকাল দুপুরের পর থেকে ঢাকা ছাড়ার ভিড় ক্রমে বাড়তে থাকে। ৪টার পর এই ভিড়ের মাত্রা প্রচণ্ড বেড়ে যায়। গুলিস্তানের কেন্দ্রের আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। শহরের অনেকটা জুড়ে এর প্রভাব পড়ে।
বিকেল ৫টার পর প্রচণ্ড বৃষ্টি ঢাকা ছাড়তে যাওয়া মানুষের ভোগান্তি আরো বাড়িয়ে দিয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে ছোটাছুটি করে যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে। সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের চিত্র ছিল প্রায় একই রকম।
প্রথম দিনের মতো গতকালও ঢাকা থেকে বেশ কিছু ট্রেন দেরিতে ছেড়েছে। বিকেলে বৃষ্টি হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে।
কমলাপুরের আশপাশের সড়কে পানি জমে যাওয়ায় ভারী ব্যাগ নিয়ে স্টেশনে পৌঁছতে যাত্রীদের কষ্ট হয়েছে। আগের দিনের তুলনায় গতকাল লঞ্চে যাত্রীর চাপ বেশি ছিল। বিকেলে যাত্রীর চাপ আরো বেড়ে যায়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বিকেল ৫টার পর লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সড়ক-মহাসড়কে গাড়ির চাপ
মূলত শুক্রবার থেকেই ঈদের ছুটি শুরু হচ্ছে। ফলে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। গতকাল বিকেলে অফিস ছুটি হওয়ার পরে যাত্রীদের চাপ বেড়েছে বাস টার্মিনালগুলোতে। সেই সঙ্গে মহাসড়কেও গাড়ির চলাচল বেড়েছে।
গাবতলী বাস টার্মিনাল দেখা যায়, অফিস ছুটির পর যাত্রীদের ঢল নেমেছে। গত কয়েক দিনের তুলনায় গতকাল বাসে যাত্রীর চাপ ছিল অনেক বেশি। বাসসহ যানবাহনের সংখ্যা বাড়ায় রাজধানী থেকে বের হওয়ার মুখগুলোতে যানজট হচ্ছে। আর মহাসড়কের মধ্যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়, নলকা এলাকায় যানবাহনের কিছুটা চাপ ছিল কাল বিকেলে। তবে তখন পর্যন্ত কোনো যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি।
এদিকে স্বজনদের সঙ্গে ঈদ করতে অনেক মানুষ পরিবার-পরিজন নিয়ে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও খোলা ট্রাকযোগে গন্তব্যে যাচ্ছে। ঈদের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩০ হাজার ৮৩৪টি যানবাহন পারাপার হয়েছে।
কালও দেরিতে ছেড়েছে ট্রেন
ব্রাহ্মণবাড়িয়াগামী চাকরিজীবী জামাল মিয়ার সঙ্গে কথা হয় কমলাপুর রেলস্টেশনে। তিনি বলেন, ‘ট্রেনে ওঠাই জীবনের লগে একটা যুদ্ধ। বিমানবন্দর গেছিলাম, ট্রেনে উঠতে পারি নাই। মনে হইতেছে দুই-তিন কোটি লোক বিমানবন্দর স্টেশনেই আছে। এখন কমলাপুর আইছি এখান থেকে যদি ট্রেনে ওঠা যায়। পরের ট্রেনের জন্যে আরো দুই ঘণ্টা অপেক্ষা করতে হইবো।’
গতকাল ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ঢাকা রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্ল্যাটফরম ও ট্রেনের ভেতর বসে অপেক্ষা করছে যাত্রীরা। অপেক্ষা করছে কখন তাদের যাত্রা শুরু হবে। স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার দুপুর সাড়ে ১২টার দিকে বলেন, ‘সকাল থেকে সব ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত ছেড়ে যাওয়া ৩৫টি কমিউটার, আন্ত নগর ট্রেনের প্রায় সবই ছেড়েছে সময়মতো।’
গতকাল অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ১৫ মিনিট দেরি করে ঢাকা স্টেশন ছেড়ে যায় ১১টা ৪৫ মিনিটে। নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছাড়ে ১২টা ২৫ মিনিটে। রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনটি ২টা ৪০ মিনিটে ঢাকা স্টেশন ছাড়ার কথা থাকলেও ৩টা ৪০ মিনিট পর্যন্ত প্ল্যাটফরমে দেখাই যায়নি। ট্রেনটি ৪টা ৫ মিনিটে প্ল্যাটফরমে এসে ছেড়ে যায় ৫টার দিকে।
‘গোল্ডেন প্লাস’ পাওয়ার প্রত্যাশা রেলমন্ত্রীর
যাত্রা শুরু হওয়ার পর প্রথম দিন বুধবার ঢাকা থেকে বেশির ভাগ ট্রেনই দেরিতে ছেড়েছিল। গতকাল বৃহস্পতিবার অবস্থার কিছুটা উন্নতি হলেও আহামরি পরিবর্তন হয়নি। গতকালও প্রায় অর্ধেকের মতো ট্রেন দেরিতে ঢাকা ছাড়ছিল। তবে এ অবস্থায়ও ‘গোল্ডেন প্লাস’ পাওয়ার প্রত্যাশা জানিয়েছেন রেলমন্ত্রী।
গতকাল বিকেলে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তখন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গত ঈদে রেলের সার্ভিস ভালো হয়েছে। অনেকেই বলেছে, আমি প্রথম পরীক্ষায় নাকি গোল্ডেন প্লাস পেয়েছি। সীমিত সামর্থ্যের মধ্যে ঈদুল আজহার যাত্রাও ভালো করতে চাই। এবারও গোল্ডেন প্লাস পাব আশা করি। সব প্রস্তুতি আছে।’
মন্ত্রী আরো বলেন, ‘ঢাকা থেকে ৬৪টি ট্রেন ছাড়ে। দু-একটা ট্রেন বাদে ৩০টা ইন টাইম যাত্রা করেছে। সবাইকে অনুরোধ করব, এবারের যাত্রা যেন গতবারের চেয়ে ভালো হয়। আপনাদের জন্য রেল কাজ করে যাচ্ছে। আগামী ঈদ থেকে আর কোনো অভিযোগ থাকবে না।’
বিকেল ৫টার পর নৌ চলাচল বন্ধ
ঈদ যাত্রাকে কেন্দ্র করে গতকাল ঢাকার সদরঘাটে নৌযাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল। সকাল থেকে যাত্রীর আনাগোনা বিকেলে চাপে পরিণত হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বিকেলের পর লঞ্চ চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সন্ধ্যা সাড়ে ৭টায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) যুগ্ম পরিচালক আলমগীর কবির কালের কণ্ঠকে বলেন, সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ৪৭টি লঞ্চ ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে গেছে। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে বিকেল ৫টার পর থেকে ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যদিও এটি আনুষ্ঠানিক কোনো ঘোষণা নয়। আবহাওয়া পরিস্থিতি ঠিক হলে লঞ্চ চলাচল শুরু হবে।
নবীন নিউজ/জেড
ড্রোন শো জানিয়ে দিল ইতিহাসের নানা পর্ব
বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী
কারাগার থেকে গণহারে মুক্তি রাষ্ট্রের জন্য হুমকি: আবু হানিফ
হানাহানি চাই না, শান্তির দেশ চাই: সেনাপ্রধান
বাংলাদেশের পাসপোর্টে 'একসেপ্ট ইসরায়েল' শর্ত পুনর্বহাল
ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হল
যার যার মত করে বৈশাখ উদযাপন করুন: প্রধান উপদেষ্টা
আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হলো ১৭ ঘণ্টা পর
আদানির কেন্দ্র থেকে সরবরাহ বন্ধের কারণে লোডশেডিং বাড়তে পারে
আমাদের হৃদয়ে বাস করে এক-একটা ফিলিস্তিন: মিজানুর রহমান আজহারী
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশ রয়েছে: শায়খ আহমাদুল্লাহ
মার্চ ফর গাজা: লাখো মানুষের কন্ঠে ধ্বনিত হলো 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন'
শেখ হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে: ফারুকী
অ্যামনেস্টি উদ্বেগ জানালো মেঘনা আলমকে নিয়ে
মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল
সাবেক প্রতিমন্ত্রী বিপুকে 'সর্বকালের সেরা বিদ্যুৎ চোর' বললেন সিদ্দিকী নাজমুল
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
এবার 'মঙ্গল শোভাযাত্রা' নয়, 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সাবেক আইজিপি ময়নুল
দেশে হুমকির মুখে নারীর অবস্থান ও নিরাপত্তা: মহিলা পরিষদ
৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়া: চার অঞ্চলে সতর্কতা
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে কোন প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা
শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে প্লট দুর্নীতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা
বিশ্বকে বদলে দেয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ এপ্রিল বসছেন বিএনপি নেতারা
হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শমী কায়সার
কাঠগড়ায় দাঁড়িয়ে হঠাৎ আইনজীবীর ওপর ক্ষেপে গেলেন হাজী সেলিম
‘এবারের ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনা, নিহত ৩২২ জন’
কারামুক্ত হয়েই জনতার তোপের মুখে সাবেক এমপি আজিজ