নিউজ ডেক্স ০৩ জুন ২০২৪ ০২:৩৬ পি.এম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রদের একটি হলে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে গভীর রাতে মদপানের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ মে) রাত আনুমানিক ৪টায় শহীদ তারেক হুদা হলে এ ঘটনা ঘটে।
রোববার (০২ জুন) মদপানের অভিযোগ ও ওই রাতের ঘটনায় শাফকাত আর রুম্মানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ঘটনা শুনে আমি নিজেও অবাক। এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি গুজব। যা আমার নামে ছড়ানো হয়েছে। কেউ কোনো প্রমাণ পায়নি। এভাবে একটি গুজব ছড়ানো চুয়েটের মর্যাদা ক্ষুণ্ন করে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সূত্রে জানা যায়, শুক্রবার চুয়েটের ৪৯তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০১৮-১৯) শিক্ষা সমাপনী উৎসবের শেষ দিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর এলাকায় বাস্কেটবল মাঠে কনসার্ট আয়োজন করা হয়। কনসার্ট চলাকালে রাতে চুয়েটের পুরকৌশল বিভাগের প্রভাষক শাফকাত আর রুম্মান শহীদ তারেক হুদা হলে রাত ৪টা নাগাত মদপান করতে যান।
এর কিছু সময় পরে অভিযুক্ত শিক্ষকের স্ত্রী ও চুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কাজী জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছান। তখন শিক্ষার্থীদের সামনে মদপান ও মাদক সেবনরত অবস্থায় রুম্মান উদয়কে দেখতে পান। এ সময় তিনি উত্তেজিত উপস্থিত সবাইকে বকাঝকা করেন। এর কিছুক্ষণ পর তিনি নিচে নেমে তারেক হুদা হল ও শহীদ মোহাম্মদ শাহ হলের মধ্যবর্তী স্থানে আহাজারি করতে থাকেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা জান্নাতুল ফেরদৌসকে শান্ত করে রুম্মান উদয়কে ধরাধরি করে শিক্ষক ডরমিটরিতে পৌঁছে দেন।
বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষকের কাছে এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে সংকটে ফেলবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, আমি কনসার্টের এক মুহূর্তে শহীদ তারেক হুদা হলের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন ওই হলের ৩য় তলায় চেচামেচি শুনি। ছেলেদের কাছ থেকে শুনি যে- শিক্ষক ও তার স্ত্রী গন্ডগোল করছে মাদক ও মদপানের বিষয়ে। এরই কিছু পরে তারা হল থেকে বের হয়ে যান। এ সময় ওই শিক্ষক তার স্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন এবং চেঁচামেচি না করার অনুরোধ করেন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন আরেক শিক্ষার্থী জানান, প্রথমে হলের তিনতলায় চেঁচামেচি শুনি। দেখি মেয়েটা একজন শিক্ষার্থীকে বকাঝকা ও থাপ্পড় দিচ্ছে। আর রুম্মানকে বকাঝকা করছে। এরপর নিচে গিয়ে তার বাড়িতে কল দিয়ে অভিযোগ জানাচ্ছিলেন।
তবে এদিকে বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক কিংবা তার স্ত্রী ঘটনাটিকে গুজব বলেছেন। অভিযুক্ত শিক্ষকের স্ত্রী কাজী জান্নাতুল ফেরদৌস বিষয়টি অস্বীকার করেন। ঘটনার রাতে ছাত্র হলে তিনি উপস্থিত ছিলেন না জানিয়ে বলেন, আমি ওই রাতে ছাত্র হলে যাইনি। বিষয়টি নিয়ে গুজব ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। র্যাগ উৎসব নিয়ে ভিজিলেন্স টিমের সদস্য হিসেবে রুম্মান স্যার হয়তো ওই হলে গিয়েছেন, সে সময় অন্যান্য সদস্যরাও ছিলেন।
তবে ছাত্র হলটির কর্মকর্তা ও কর্মচারীরা উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা সেদিন রাতেই ঘটনা ঘটার সময়েই হল প্রভোস্টকে তৎক্ষণাৎ অবহিত করেন।
এ বিষয়ে শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট ড. নিপু কুমার দাস বলেন, সেদিন রাতে (শুক্রবার) হল থেকে ফোন দিয়ে জানানো হয়, একজন নারী হলে ঢুকে শোরগোল করছেন। সেখানে একজন শিক্ষকও নাকি রয়েছেন। এবং ওই নারী নাকি শিক্ষককে চেঁচামেচি করে বকাঝকা করছেন। পরে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারি, ওই নারী উক্ত শিক্ষকের স্ত্রী। এসব শোনার পর ঘটনার আঁচ করতে পারি। এরপর ছাত্রকল্যাণ দপ্তরের নেতৃত্বাধীন পরিদর্শনকারী দলকে জানাই।
বিষয়টি অবগত হয়েছেন এমন জানিয়ে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমি বিষয়টি শুনেছিমাত্র। অভিযুক্ত শিক্ষকের এমন কর্মকাÐ দুঃখজনক। সিনিয়র শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তদন্ত কমিটি করার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষকের এমন অপকর্ম নতুন নয়। তিনি শিক্ষার্থী থাকাকালে তার বিরুদ্ধে মাদক সেবন, মারামারিসহ নানাবিধ অপকর্মের অভিযোগ ছিল।
নবীন নিউজ/এফ
কুয়েট ভিসির পদত্যাগের এক দফা ঘোষণা, তালা ভেঙ্গে হলে শিক্ষার্থীরা
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ
সাময়িক বহিষ্কার হলেন কুয়েটের ৩৭ শিক্ষার্থী, হল খুলছে ২ মে
চারুকলায় আগুনে পুড়ল নববর্ষ উদযাপনের ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ
কাল শুরু এসএসসি পরীক্ষা: ১৪ নির্দেশনা, পরীক্ষার্থী কমেছে প্রায় ১ লাখ
প্রাথমিকে ক্লাস শুরু আজ, মাধ্যমিক খুলছে বুধবার
এসএসসি পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনী থাকা নিয়ে ধোঁয়াশা
সুষ্ঠু নির্বাচনের দাবিতে আরেকটি জুলাই আন্দোলনের প্রয়োজন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল
প্রশ্নপত্র বিভ্রাট: ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশে বাধা
৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
ক্যাম্পাসে হয়নি অধ্যাপক আরেফিনের জানাজা
নারী নির্যাতন বৃদ্ধির পেছনে ষড়যন্ত্র দেখছে সাদা দল
২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের শাস্তির দাবি
চবির 'বি ইউনিটে' আসন প্রতি লড়ছে ৫৯ জন শিক্ষার্থী
ফিজিক্স অলিম্পিয়াডে মেধার লড়াই, বিজ্ঞানচর্চার অনুপ্রেরণা
সব শিক্ষার্থী ১০ মার্চের মধ্যে বই পাবে : বিদায়ী শিক্ষা উপদেষ্টা
খুবির বিতর্ক সংগঠন নৈয়ায়িকের নতুন কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে সাদা দলের ১১ দফা দাবি
সরকারি প্রাথমিকে ৬৫৩১ শিক্ষক নিয়োগপত্র পাচ্ছেন আজ
শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ দিনের ছুটি
চবির ভর্তিতে আসনপ্রতি লড়ছেন ৫৫ শিক্ষার্থী
কুয়েট ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা, হল না ছাড়ার ঘোষণা আন্দোলনকারীদের
গাজীপুরে শিক্ষার্থীদের রেললাইন অবরোধে ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ
কুয়েট শিক্ষার্থীরা দাবি আদায়ে অনড়
কুয়েটে সব ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা সিন্ডিকেটের
হাবিপ্রবিতে চার দিনব্যাপী একুশে বইমেলা শুরু
কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা, ভিসি অবরুদ্ধ
এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, রুটিন প্রকাশ
কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দাবিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম