বুধবার ১৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হয়ে ওঠার গল্প

নিউজ ডেক্স ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:১০ পি.এম

সময়টা ছিল ২০০৬ সালের ৬ আগস্ট, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ৫ম ওয়ানডে ম্যাচ। অভিষেক হলো এক তরুণ খেলোয়াড়ের ।বল হাতে ১০ ওভারে ৩৯ রানের বিনিময়ে এলটন চিগাম্বুরার উইকেট এবং ব্যাট হাতে ৪৯ বলে অপরাজিত ৩০ রানের একটি ইনিংস। 

২০০৭ সালে মে মাসে চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়। এভাবেই শুরু হয়েছিল আন্তির্জাতিক ক্যারিয়ার গড়ে তোলা এক তরুণের গল্প। এক সময় হয়ে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব আল হাসান ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। বিশ্বসেরা অলরাউন্ডার নিজ এলাকা মাগুরাতে ‘ফয়সাল’ নামেই বেশি পরিচিত। লর্ডস, মেলবোর্ন, ইডেন গার্ডেন, মিরপুর মাঠ দাপিয়ে বেড়ানো সাকিবের শুরুটা হয়েছিল মাগুরার আলোকদিয়ার মাঠে। মাগুরার ফয়সাল থেকে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব।

বর্তমানে সাকিব আল হাসান একজন বাংলাদেশী ক্রিকেটার ও রাজনীতিবিদ। তিনি টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মাগুরা-১ আসনের জাতীয় সংসদ সদস্য। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার।

১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফি জয় করে বিশ্বকাপ খেলার সুযোগ লাভ করলে দেশ জুড়ে যে ক্রিকেট জ্বর শুরু হয় তাতে সাকিবও আক্রান্ত হন। ক্রিকেটের প্রতি তার আগ্রহ এবং ভালবাসা দুটোই বাড়তে থাকে। তাই শেষ পর্যন্ত সাকিব ক্রিকেটকেই বেছে নিলেন। তার সিদ্ধান্ত যে ভুল ছিল না তা আর বলার অপেক্ষা রাখে না।

২০০১ সালের দিকে ক্লাস সেভেনে থাকা কালীন সময়ে আলোকদিয়ার ওই মাঠটাতে ‘খ্যাপ’ খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। বিধ্বংসী ব্যাটিং আর পেস বোলিংয়ে নজর কেড়েছিলেন সবার। সাকিব ২০০১ সালে বিকেএসপির প্রতিভা অন্বেষন কার্যক্রমে মাগুরা জেলার হয়ে নড়াইল ক্যাম্পের জন্য মনোনীত হন। নড়াইল ক্যাম্প থেকে ঢাকার বিকেএসপিতে প্রশিক্ষণ নেয়ার জন্য যে ২০ জন সুযোগ পায় তার মধ্যে সাকিবও ছিলেন।

একজন অলরাউন্ডার হওয়া সত্ত্বেও অক্টোবর ২০০৮ সালে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের আগ পর্যন্ত সাকিবকে বোলার নয়, ব্যাটসম্যান হিসেবেই গণ্য করা হতো। পরের মাসেই বাংলাদেশ দল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যায়।

দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে ১ম টেস্টের দ্বিতীয় দিনেই পাঁচটি উইকেট তুলে নেন সাকিব। দ্বিতীয় টেস্টে সাকিব আবারও এক ইনিংসে ৫ উইকেট শিকার করেন। ঐ সিরিজে সাকিব ২০.৮১ গড়ে ১১টি উইকেট নেন। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পান সাকিব।

২০০৯ সালের ২২ জানুয়ারি সাকিব প্রথমবারের মতো আইসিসির ওডিআই অলরাউন্ডার তালিকার ১ নম্বরে উঠে আসেন। তিনি আইসিসি ক্রিকেটার অফ দ্যা ইয়ার এবং আইসিসি টেষ্ট প্লেয়ার অফ দ্যা ইয়ারের জন্য মনোনয়ন পান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব আল হাসানের অভিষেক ২০১১ মৌসুমে। দলের দুবার শিরোপা জেতার পেছনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

২০১২ সালের ১২ ডিসেম্বর তারিখে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন। 

ঢাকার হোটেল রূপসী বাংলা'য় তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। বর্তমানে তিনি দুইটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তানের জনক। তার বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি এবং ছোট মেয়ের নাম ইররাম। ছেলের নাম ইজাহ আল হাসান।

ক্রিকেট ইতিহাসেই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ধরনের ক্রিকেটে একই সময়ে এক নম্বরে থাকা একমাত্র ক্রিকেটার তিনি। ২০১৫ সালে সাকিব এই কৃতিত্ব প্রথম করে দেখান। ২০১৭ সালের অক্টোবরে ওয়ানডেতে ৫ হাজার রান ও ২০০ মাইলফলক স্পর্শ করেন। মাত্র ১৭৮টি ওয়ানডে লেগেছে তাঁর। এত দ্রুত এই কৃতিত্ব আর কেউ করতে পারেনি। সাকিব টেস্ট ইতিহাসে তিন অলরাউন্ডারের একজন, একই ম্যাচে সেঞ্চুরি আর ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে যাঁদের।

বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি উইকেট সাকিবের। ওয়ানডেতেও সবচেয়ে বেশি উইকেটের লড়াইটা চলছে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ানডেতে সাকিবের উইকেট ২৩৫টি, মাশরাফির ২৩৭টি। টেস্টে সাকিবের উইকেট ১৮৮টি। টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ ইনিংসটিও তাঁর। টেস্টে ৯ প্রতিপক্ষের সবার বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নেওয়া ইতিহাসের মাত্র চতুর্থ বোলার সাকিব।

২০১৮ আইপিএলের নিলামে সাকিবকে ২ কোটি রুপিতে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ছাড়াও সাকিব অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তানের পিএসএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, শ্রীলঙ্কার এসএলপিএল লিগগুলোতে খেলেছেন। এর মধ্যে সিপিএলে তাঁর ৬ রানে ৬ উইকেট টি-টোয়েন্টির সেরা বোলিংগুলোর একটি হয়ে আছে। সাকিব ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও খেলেছেন। এভাবেই বাংলাদেশের এ সময়ের সেরা আইকনদের একজন সাকিব বিশ্ব ক্রিকেটেও বাংলাদেশের প্রতিনিধি হয়ে ওঠেন।

২০১৯ সালের এপ্রিলে সাকিব ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য   জন্য বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত হন। বিশ্বকাপের বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে তিনি ও মুশফিকুর রহিম  তৃতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন, যা বিশ্বকাপের বাংলাদেশের পক্ষে যে কোন উইকেটে সর্বোচ্চ রানের জুটি। বাংলাদেশ দল ৫০ ওভারে ৩৩০/৬ রান সংগ্রহ করে, যা একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান সংগ্রহ।

দ্বিতীয় ইনিংসে তিনি এইডেন মার্করামের  উইকেট তুলে নেন, যা তার একদিনের আন্তর্জাতিকে তার ২৫০তম উইকেট, এবং তিনি ম্যাচের সংখ্যার দিক থেকে মাত্র ১৯৯ ম্যাচ খেলে ২৫০ উইকেট নেওয়া ও ৫,০০০ রান করা দ্রুততম ক্রিকেটার হয়ে ওঠেন। বাংলাদেশ ২১ রানে ম্যাচটি জিতে এবং সাকিব ম্যাচ সেরা ঘোষিত হন। এছাড়া এই ম্যাচে তিনি প্রথম ক্রিকেটার হিসেবে ২০০৭ থেকে টানা চার বিশ্বকাপে নিজ দলের উদ্বোধনী ম্যাচে অর্ধ-শতক করার রেকর্ড গড়েন। এই আসরে বাংলাদেশের পরের ম্যাচে সাকিব নিউজিল্যান্ডের  বিপক্ষে তার ব্যক্তিগত ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

২০২১ সালের ৪ই আগস্টে আইসিসি ঘোষণা করে যে সাকিব,মিচেল মার্শ  এবং হেইডেন ওয়ালশ জুনিয়র ২০২১ সালের জুলাই মাসের 'প্লেয়ার অব দ্য মান্থ' পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

২০২৩ সালের মার্চ মাসে ইংল্যান্ডের বিপক্ষে ২য় ওডিআই ম্যাচে ৩২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে তিনি ৬৯ বলে ৫৮ রান করেন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে তিনি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশী বোলার এবং সামগ্রিকভাবে ১৪তম বোলার হিসেবে ৩০০ উইকেট শিকারি হন। ১৮ই মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআইয়ে ৯৩ রান করেন এবং সনাথ জয়াসুরিয়া ও শহীদ আফ্রিদির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রান ও ৩০০ উইকেট শিকারি হন।

২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপেও সাকিব নেতৃত্ব দেন। মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন কার্যকলাপের কারণে সাকিব নেতৃত্ব হারান। সাকিব তাঁর ক্যারিয়ারে বিতর্কেও জড়িয়েছেন নানা সময়ে। বিভিন্ন মেয়াদে নিষিদ্ধও হয়েছেন। 

সাকিব ফুটবলেরও ভীষণ পাগল। নিজ গ্রাম মাগুরায় তিনি আগে ফুটবল খেলতেন। বার্সেলোনা ও লিওনেল মেসির সমর্থক। সাকিব ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অন্যতম সেরা স্বীকৃতি প্রথম আলো ক্রীড়া পুরস্কারে চারবার বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। বিশ্বের নম্বর ওয়ান অলরাউন্ডার, বিভিন্ন ফরম্যাটের ক্রিকেটে তাই সাকিবের চাহিদাও বাড়তে থাকে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, আজ খেলতে পারবেন কি

news image

দুই টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

news image

আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল

news image

নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলাররা

news image

‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও’

news image

মুখ খোলার হুমকি: আরও এক ম্যাচ নিষিদ্ধ মোহামেডান অধিনায়ক হৃদয়

news image

পিএসএলে না খেলেই ফিরে আসছেন লিটন

news image

অনুশীলনে যোগ দিলেন ‘বিদ্রোহী’ ১৩ নারী ফুটবলার

news image

মামারদাশভিলির সেভে রিয়ালকে পরাজিত করল ভ্যালেন্সিয়া

news image

তামিমের স্থানে মোহামেডানের দায়িত্বে হৃদয়

news image

ময়মনসিংহে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের সম্ভাব্য জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব 

news image

অ্যাতলেটিকোকে কাঁদিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা

news image

কোপা দেল রে ফাইনাল: লড়াই জমবে ২৬ এপ্রিল!

news image

আজ বাংলাদেশ ছাড়বেন হামজা চৌধুরী

news image

হার্টে ব্লক ধরা পড়েছে তামিমের, রিং পরানো হয়েছে 

news image

হার্ট অ্যাটাকের শিকার তামিম, বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে

news image

বাংলাদেশের হয়ে খেলবেন হামজা

news image

দেশে ফিরলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস  

news image

৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগে সৌদির ক্রিকেট বিপ্লব

news image

৯১ রানে অলআউট, ৯ উইকেটে হারল পাকিস্তান

news image

সুপার ওভারে এক রানও করতে পারল না বাহরাইন

news image

সাফ গেমসের প্রস্তুতির জন্য ছয় মাস

news image

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যুবাদের সিরিজের সূচি ঘোষণা

news image

ভারতের ফাইনাল রোববার

news image

সাত বছর পর ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো বাফুফে

news image

ওয়ানডে ক্রিকেটে মুশফিকের অবদান ভোলার নয়: করুণারত্নে

news image

নেইমারের স্বপ্নময় প্রত্যাবর্তন

news image

ইংল্যান্ডের হারে বাংলাদেশ ষষ্ঠ, পাচ্ছে বাড়তি তিন কোটি টাকা

news image

মাঠে নামতে চান সাকিব, কিন্তু...

news image

অদ্রির সঙ্গে মালবদল ক্রিকেটার জাকির হাসানের