নিউজ ডেক্স ২৮ মে ২০২৪ ১২:২৮ পি.এম
ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ ঘনিয়ে এসেছে। সেই সাথে বাড়ছে কোরবানির আয়েজন। আর এই ঈদে মসলাজাতীয় পণ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকে, বছরের অন্য সময়ের তুলনায়।
বাড়তি চাহিদাকে পুঁজি করে প্রতিবছর এ সময়ে মসলার দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। জিরা, দারুচিনি, ধনিয়া, শুকনা মরিচ, লবঙ্গ ও হলুদের দাম গত মাসের তুলনায় বাড়তি। এলাচির দামও দিন দিন বেড়েই চলেছে। তাদের অজুহাতে এবার হাওয়া জোগাচ্ছে ডলারের বাড়তি দাম। রাজধানীর পাইকারি বাজার মৌলভীবাজারে এমন দৃশ্য দেখা গেছে।
এক মসলা ব্যবসায়ী বলেন, ‘ডলারের দাম বাড়ার কারণে আমদানি করা সব রকমের মসলার দাম বেড়ে গেছে। সামনে ঈদ আসতেছে, বর্তমানের চেয়ে আরো বেশি দাম থাকবে তখন।’
মৌলভীবাজারের মসলা বিক্রেতা বলেন, ‘এক মাসের ব্যবধানে এলাচির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এক মাস আগে কেজিপ্রতি এলাচির দাম ছিল ২২০০ থেকে ২৪০০ টাকা। এখন তা হয়ে গেছে ৪২০০ টাকা। আর এক বছরের ব্যবধানে ৬০ শতাংশের বেশি দাম বেড়েছে এলাচির। জিরার দাম কিছু দিন পরপর কমে-বাড়ে। ছয় মাস আগেও জিরার দাম প্রতি কেজি জিরার দাম এক হাজার টাকার বেশি ছিল। সেখান থেকে কিছুটা কমে পাইকারিতে ৭২০ টাকা, খুচরায় ৮২০ টাকা কেজি বিক্রি হচ্ছে এখন। তবে এক বছর আগেও প্রতি কেজি জিরার দাম ছিল ৪০০ থেকে ৫০০ টাকা। সেই দামে জিরা বিক্রি করার মতো অবস্থা এখনো হয়নি।’
মসলা বিক্রেতাদের দাবি, দেশে উৎপাদিত হলেও হলুদ ও শুকনা মরিচ উল্লেখযোগ্য পরিমাণে আমদানি হয়। এ দুটি পণ্যের দামও গত বছরের তুলনায় বেশি। তবে দেশে উৎপাদিত পণ্য দুটির বাজার পুরোপুরি আমদানিনির্ভর বলা যাবে না।
মৌলভীবাজারে প্রতি কেজি জিরা ৬৩০ থেকে ৭২০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা ১৫ দিন আগেও ছিল ৫৮০ থেকে ৬২০ টাকা। এলাচ প্রতি কেজি তিন হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা, যা রোজার আগে ছিল দুই হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি। দারুচিনি ১০ কেজির কাটন চার হাজার ৫০০ থেকে চার হাজার ৮০০ টাকা। এই হিসাবে প্রতি কেজি দারুচিনি ৪৫০ থেকে ৪৮০ টাকা। গত কয়েকমাস ধরে এই দাম চলছে। দুই মাস আগে প্রতি কেজি গোলমরিচের দাম ছিল ৬০০ থেকে ৬৫০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৭৬০ থেকে ৮২০ টাকা কেজি। লবঙ্গ প্রতি কেজি এক হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা থেকে কমে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এটার দাম কমেছে।
এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ৩০০ থেকে ৩৮০ টাকা। এক মাস আগে যেটা কেজিতে ২০ টাকা করে কম ছিল। আস্তো হলুদ প্রতি কেজি ২৬০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা দুই মাস আগে ছিল ২২০ থেকে ২৬০ টাকা কেজি। ধনিয়া প্রতি কেজি ২৪০ টাকা থেকে কমে ১৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি আদা ২১০ থেকে ২৮০ টাকা বিক্রি হচ্ছে, যা এক মাস আগেও ছিল ১৬৫ থেকে ১৮০ টাকা। রসুন প্রতিকেজি ১৬০ থেকে ১৮২ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা কেজি। পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজি থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৭০ টাকা কেজি।
এদিকে খুচরা বাজারে প্রতি কেজি জিরা ৮০০ টাকা, এলাচ তিন হাজার ২০০ থেকে চার হাজার ২০০ টাকা, দারুচিনি ৫০০ থেকে ৫৫০ টাকা, গোলমরিচ ৯০০ থেকে ১০০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, শুকনা মরিচ ৩২০ থেকে ৪০০ টাকা, আস্তো হলুদ ৩০০ থেকে ৩৮০ টাকা, ধনিয়া ২৪০ টাকা, আদা ২২০ থেকে ২৪০ টাকা, রসুন ২৩০ থেকে ২৫০ টাকা ও পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
মৌলভীবাজারের ঢাকা মসলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লাল মিয়া বলেন, ‘কোরবানির ঈদ কাছাকাছি। মসলার চাহিদা বাড়তেছে। ডলারের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা মসলা কম আমদানি করছে। আবার সহজে পাওয়া যাচ্ছে না এলাসি। আমাদের দেশ মসলা আমদানি নির্ভর হওয়ায় বাংলাদেশের বাইরে মসলার দাম বাড়লে আমাদের দেশেও মসলার দাম বেড়ে যায়। বর্তমানে প্রায় সব ধরনের মসলা আমদানিতে খরচ বেশি পড়ে। তাই দাম বেড়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার মসলা কম আমদানি হবে।’
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা অনুযায়ী, ছোট আকারের এলাচির খুচরা দাম কেজি প্রতি তিন হাজার থেকে তিন হাজার ৮০০ টাকা। এক বছর আগে (গত কোরবানির ঈদ বাজারে) ছিল এক হাজার ৬০০ থেকে দুই হাজার ৬০০ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বাজারে এলাচির দাম বেড়েছে ৬২ শতাংশ। বাজারে বড় আকারের এলাচির দাম আরেকটু বেশি। খুচরা বাজারে বড় আকারের প্রতি কেজি এলাচি সর্বোচ্চ চার হাজার ২০০ টাকায়ও বিক্রি হচ্ছে।
অন্য মসলার মধ্যে টিসিবির তালিকা অনুযায়ী, বাজারে প্রতি কেজি দারুচিনির দাম এখন ৫০০ থেকে ৫৮০ টাকা, এক বছর আগে যা ছিল ৪৫০ থেকে সর্বোচ্চ ৫২০ টাকা। এক বছরের ব্যবধানে দাম বেড়েছে ১১ শতাংশ। বর্তমানে লবঙ্গ বিক্রি হচ্ছে প্রতি কেজি এক হাজার ৬০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকায়। গত বছরের এ সময়ে ছিল ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে লবঙ্গের দাম বেড়েছে ১৭ শতাংশ। বাজারে ধনিয়ার কেজি এখন ২০০ থেকে ২৪০ টাকা। এক বছর আগে ছিল ১৩০ থেকে ১৬০ টাকা। সেই হিসেবে ধনিয়ার দাম এক বছরে বেড়েছে ৫২ শতাংশ।
প্রতিকেজি তেজপাতার দাম এখন ১৫০ থেকে ২০০ টাকা। গত বছরের তুলনায় যা ২৫ শতাংশ বেশি। প্রতিকেজি জিরার দাম এখন বাজারে সর্বোচ্চ ৮৫০ টাকা। গত বছরে একই সময়ে যা ছিল সর্বোচ্চ ৮০০ টাকা। বাজারে প্রতিকেজি আমদানি করা শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৪৪০ থেকে ৫০০ টাকায়। গত বছর এ সময়ে দাম ছিল ৪২০ থেকে ৪৬০ টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে শুকনা মরিচের দাম বেড়েছে ৭ শতাংশ। আর আমদানি করা হলুদের দাম গত বছর ছিল প্রতি কেজি ১৯০ থেকে ১৩০ টাকা। এবার তা বেড়ে হয়েছে ২৮০ থেকে ৩৫০ টাকা। এক বছরের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
নবীন নিউজ/জেড
ঢাকাসহ ৭ জেলায় রাতের মধ্যে ধেয়ে আসছে ৬০ কি.মি. বেগে ঝড়!
ফের চালু আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট, বাড়লো সরবরাহ
দেশব্যাপী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা
মায়ানমার থেকে দেশে ফিরেছে ‘বানৌজা সমুদ্র অভিযান’
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পেলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব
৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয় আমি কিছু বলিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ টিউলিপের
ড্রোন শো জানিয়ে দিল ইতিহাসের নানা পর্ব
বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী
কারাগার থেকে গণহারে মুক্তি রাষ্ট্রের জন্য হুমকি: আবু হানিফ
হানাহানি চাই না, শান্তির দেশ চাই: সেনাপ্রধান
বাংলাদেশের পাসপোর্টে 'একসেপ্ট ইসরায়েল' শর্ত পুনর্বহাল
ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হল
যার যার মত করে বৈশাখ উদযাপন করুন: প্রধান উপদেষ্টা
আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হলো ১৭ ঘণ্টা পর
আদানির কেন্দ্র থেকে সরবরাহ বন্ধের কারণে লোডশেডিং বাড়তে পারে
আমাদের হৃদয়ে বাস করে এক-একটা ফিলিস্তিন: মিজানুর রহমান আজহারী
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশ রয়েছে: শায়খ আহমাদুল্লাহ
মার্চ ফর গাজা: লাখো মানুষের কন্ঠে ধ্বনিত হলো 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন'
শেখ হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে: ফারুকী
অ্যামনেস্টি উদ্বেগ জানালো মেঘনা আলমকে নিয়ে
মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল
সাবেক প্রতিমন্ত্রী বিপুকে 'সর্বকালের সেরা বিদ্যুৎ চোর' বললেন সিদ্দিকী নাজমুল
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
এবার 'মঙ্গল শোভাযাত্রা' নয়, 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সাবেক আইজিপি ময়নুল
দেশে হুমকির মুখে নারীর অবস্থান ও নিরাপত্তা: মহিলা পরিষদ
৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়া: চার অঞ্চলে সতর্কতা
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে কোন প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা