নিউজ ডেক্স ১৪ মে ২০২৪ ০৩:১৬ পি.এম
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের দুর্গম এক গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে ফারজিনা আক্তার। ৯ বছরের এই শিশু ২০২২ সালে মুক্তি পাওয়া মোহম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পায় । জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর ফারজিনা স্বপ্ন দেখে পুরস্কারের টাকায় হাওরপাড়ে ঘর বানানোর। শিশুটির স্বপ্নপূরণে কিছু জমি দেয় সরকার। সেখানে ঘর করার জন্য অর্থও বরাদ্দ হয়।
সেই সময় সুনামগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সাহায্যের আশ্বাস দেন। জেলা প্রশাসক তাঁদের ডেকে মিষ্টি খাওয়ান। পরিবারের আর্থিক অবস্থার খোঁজখবর নেন। ফারজিনার লেখাপড়ার জন্য ২০ হাজার টাকা দেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের একটি ঘর করে দেওয়ার আশ্বাস দেন সাবেক জেলা প্রশাসক। সেই সঙ্গে সব সময় তার পরিবারের খোঁজখবর রাখার জন্য তাহিরপুর উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
ছয় মাস ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশুশিল্পী ফারজিনা আক্তারের পরিবারের দিনগুলো অনিশ্চয়তায় কাটছিল। কারণ, তাদের থাকার কোনো জায়গা ছিল না। সরকারের কাছ থেকে বরাদ্দ হওয়া স্বপ্নের ঘরের জন্য দিনের পর দিন সংশ্লিষ্টদের অফিসে ধরনা দিয়েও কোনো আশ্বাস ছাড়া তেমন কিছুই মিলছিল না। স্বপ্নের একটা ঘরের জন্য কারও কোনো অপমান গায়ে মাখেনি এই পরিবার—জানান ফারজিনার বাবা মো. সায়েম।
তাঁরা চেয়েছিলেন মেয়েদের পড়াশোনা করিয়ে মানুষ করতে। সেসব ভবিষ্যৎ পরিকল্পনা এখন অতীত। সরকারের বরাদ্দের ঘর না পেয়ে ফারজিনার আশ্রয় হলো আবার সিলেটে।
আজ দুপুর ১২টার দিকে ফারজিনার বাবা সায়েমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমরা বাড়ি আর পেলাম না। এখন সিলেটে চলে আসছি। আর কারও কাছে কোনো চাওয়া–পাওয়া নাই। আমরা সিলেটের গোলাপগঞ্জ থানার পাশে একটি রুম ভাড়া নিয়েছি। এখানেই থাকব। আর কী বলব, অনেক কষ্টই তো করলাম। কোনো কাজ হলো না। অনেক কষ্ট নিয়ে সিলেটে আসছি।
কথা শুনে বোঝা গেল সায়েম বাসে। কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সুনামগঞ্জের ডিসি স্যার ফোন করেছিলেন। তিনি দেখা করতে বলেছেন। স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এখন বাসে উঠলাম।’
সায়েম জানালেন, সিলেটে থাকার জন্য আপাতত থালাবাসন যা প্রয়োজনীয় সব গ্রাম থেকে নিয়ে এসেছেন। হাতে অল্প টাকা ছিল, সেগুলো দিয়েই আপাতত চলবেন। কোনো কাজ পেয়েছেন কি না জানতে চাইলে সায়েম বলেন, ‘আজ কাজ খুঁজতে যেতে চেয়েছিলাম। এখন সুনামগঞ্জ যাচ্ছি। ফিরে কাজ খুঁজব। সিলেটে আসছি, রিকশা চালাব। রিকশা না পাইলে মাটি কাটার কাজ করব।
সর্বশেষ গত মাসে জানান, তাঁদের বাড়িটি হচ্ছে। পরে জটিলতায় কাজ আটকে যায়।
গত শুক্রবার সন্ধ্যায় সায়েম এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘স্যার আমার বাড়ির জন্য যে জমি বরাদ্দ হয়েছে, সেটা যাদের দখলে, তারা আমাকে হুমকি দেয়। আমি স্যারদের জানাইছি। মনে হয়, আমার বাড়ি আর পাওয়া হবে না। আমি আবার সিলেট গিয়ে কাজ করব। সেখানেই পরিবার নিয়ে থাকব।’
নবীন নিউজ/আর
এফডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে সরকার: তথ্য উপদেষ্টা
সৃজিত মুখার্জির নজর আলেকজান্দ্রা টেলরে
ঈদের ছুটিতে ‘গজনী অবকাশে’ রেকর্ড সংখ্যক পর্যটক
আর অভিনয়ে দেখা যাবে না সোহেল রানাকে
চাঁদরাতের আগেই মুক্তি পেল 'চাঁদ মামা'
অস্কার জয়ী এ আর রহমান হাসপাতালে
বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি চলচ্চিত্র শিল্পীদের
বাবা হারালেন রুনা খান
ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ
আজমীর তারেক চৌধুরী GIPA এর সদস্য হিসেবে মনোনীত
আজ অভিনেত্রী মেহজাবীনের বিয়ে
প্রেম আর বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে বিরক্ত শবনম ফারিয়া
প্রেম করতে চান, তবে বিয়ে নয়; কারণ জানালেন শ্রীলেখা
‘আমার ভাষার গান ২০২৫’—টিএসসিতে মাতাবে জনপ্রিয় ব্যান্ডগুলো
বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কৃতি শ্যানন
আগে সেটেল, তারপর বিয়ে: পূজা চেরি
সঙ্গীতশিল্পী শাকিরা হাসপাতালে
আগামী সপ্তাহে মেহজাবীনের বিয়ে!
শাহবাজ সানীর অকাল প্রয়াণ
ঋত্বিক ঘটক স্মরণে কাওসার আহমেদ চৌধুরীর অপ্রকাশিত গান এফএম রেডিওতে
না ফেরার দেশে ‘আমি বাংলায় গান গাই’ শিল্পী প্রতুল
এবার হলিউডের পর্দায় শেখ ফরিদ পলক
ঢাবিতে আজ ‘গুরু’র দেখা মিলবে
ভালোবাসা দিবসে আসিফের ‘কষ্ট ভীষণ’
ফের গাইলেন সাবিনা ইয়াসমিন
শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়: কুসুম শিকদার
এবার ভাইজান বললেন, প্রেমিকা যেতে চাইলে তাকে যেতে দাও
পোস্টে কী বার্তা দিলেন কারিনা কাপুর
‘বিয়ে পাগল’ সঙ্গীতশিল্পী লাকী আলি
ওটিটিতে আসছে তাসনিয়া ফারিণের ‘ফাতিমা’