বুধবার ১৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ইজি ফ্যাশন মালিকদের জালিয়াতির থাবায় নিঃস্ব অনেক পরিবার

নিউজ ডেক্স ১৩ মে ২০২৪ ১১:৫৪ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

নরসিংদীর পলাশ উপজেলার সান্তানপাড়া গ্রামের আব্দুল করিম চৌধুরীর তিন ছেলে আসাদ চৌধুরী, ইছাদ চৌধুরী ও তৌহিদ চৌধুরী। দেশের অন্যতম পরিচিত তৈরি পোশাকের ব্র্যান্ড ইজি ফ্যাশনের তিন কর্ণধার। আসাদ চৌধুরী ইজি ফ্যাশনের চেয়ারম্যান, তার দুই ভাই ইছাদ চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও তৌহিদ চৌধুরী পরিচালক। এই তিনজনের বিরুদ্ধে উত্তরাধিকার সনদ জালিয়াতি করে জমি লিখে নেয়া, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

নরসিংদীর পলাশ উপজেলার সান্তানপাড়া গ্রামসহ আশপাশের প্রায় সব গ্রামেই তাদের জালিয়াতির থাবায় অনেক পরিবার আজ নিঃস্ব। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ তুললেই বিভিন্ন মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়। এ কারণে কেউই তাদের বিরুদ্ধে এখন কিছু বলতে সাহস পায় না।

তারা তিন ভাই অনেক পরিবারকে নিঃস্ব করেছে। ২০১৮ সালে উত্তরাধিকার সনদ জালিয়াতি করে নিজেদের লোককে ক্রেতা সাজিয়ে ৪টি জাল দলিল তৈরি করে প্রায় ৪ বিঘা জমি দখলে নেয়ার অভিযোগ আছে বিরুদ্ধে।

এ ঘটনায় তৎকালীন ডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিন ঐ বছরের ১৩ এপ্রিল একটি মামলা করেন। মামলায় আসাদ চৌধুরী, ইছাদ চৌধুরী ও তৌহিদ চৌধুরীকে আসামি করা হয়। সেই মামলায় একই বছরের ১৯ জুন তিন ভাই নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কিছুদিন জেল খেটে পরে জামিনে বের হন তারা।

মামলার বিবরণ ও ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা গেছে, জালাল উদ্দিনের সই নকল করে জমির প্রকৃত মালিকদের উত্তরাধিকার সনদ তৈরি করে জমি কেনাবেচার নথিপত্র তৈরি করা হয়। এক পক্ষকে বিক্রেতা দেখিয়ে ৪টি জাল দলিল রেজিস্ট্রি সম্পন্ন করার পর তিন ভাই আসাদ চৌধুরী, ইছাদ চৌধুরী ও তৌহিদ চৌধুরী ক্রয়সূত্রে ঐ জমির মালিক বলে দাবি করেন।

ডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাবের উল হাই-এর অনুপস্থিতিতে ২০১৮ সালের ১৪ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ৪নং ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সুযোগে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখিয়ে তার সই জাল করে আসাদ চৌধুরীরা উত্তরাধিকার সনদ তৈরি করে জাল দলিলের জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে। এরপর ঢাকায় গিয়ে কমিশনের মাধ্যমে ৪টি এসব ভুয়া কাগজপত্র দিয়ে জাল দলিল সম্পাদনের মাধ্যমে মোট ৪ বিঘা জমি রেজিস্ট্রি করা হয়। জমির মূল মালিক এ বিষয়ে কিছুই জানেন না বলেও জানান জালাল উদ্দিন।

তিনি আরো জানান, ২০১৮ সালের ৯ এপ্রিল একটি সূত্র থেকে এই ৪টি দলিলে জমি হাতিয়ে নেয়ার খবর পান। এরপর আরো অনুসন্ধান করে জানা গেছে চক্রটি এর আগেও এভাবে বহু মানুষের জমি হাতিয়ে নিয়েছে। এছাড়া ঐ উপজেলার বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক মানুষের বসতভিটা-ফসলি জমি এই তিন ভাইয়ের দখলে চলে গেছে।

একটি জালিয়াতির ঘটনা অনুসন্ধান করে জানা গেছে, সুরেন্দ্র চন্দ্র মিশ্রের সন্তান ললনা মিশ্রকে দাতা দেখিয়ে ভিরিন্দা মৌজার সাড়ে ১৬ শতক জমি হাতিয়ে নিয়েছেন আসাদ চৌধুরী। একই মৌজার ১৮ শতক রেজিস্ট্রি করেছেন, যেখানে বিক্রেতা হিসেবে দেখানো হয়েছে চিত্ত রঞ্জন দাসের ছেলে নয়ন কুমার দাসকে। এই দলিলে ক্রেতা হিসেবে আসাদ চৌধুরীর পাশাপাশি তার অন্য দুই ভাইকেও দেখানো হয়।

একই মৌজার স্বর্দীপ চন্দ্র মিত্র থেকে ২২ শতক এবং মৃণাল কান্তি মিশ্র, গৌতম চন্দ্র মিত্র, নব কৃষ্ণ মিত্র, সুমন মিত্র, সৌরভ চন্দ্র মিত্র, কমল চন্দ্র মিত্র ও অমল চন্দ্র মিত্রকে বিক্রেতা দেখিয়ে রেজিস্ট্রি করা হয় ৫৬ শতক জমি। এই চারটি দলিলে ইউপি সদস্য জালাল উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখিয়ে তার সই জাল করা হয়েছে।

শনিবার ডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, আমার সই জাল করছে এটা সত্য। তাদের বিরুদ্ধে মামলা করলেও টাকার জোরের কাছে আমি হেরে যাই। অনেক টাকা পয়সা দিয়ে আমার মামলাটা খালাস করছে। টাকার ওপর সব চলে তাদের। মামলাটি খারিজ করে দেওয়ার পর চেয়েছিলাম আপিল করতে, কিন্তু নানা কারণে পারিনি। তাদের সঙ্গে আমি পারবো না, তাদের টাকার অভাব নেই। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কিন্তু আমি তো আর তাদের সঙ্গে পারছি না। শুধু ডাঙ্গা ইউনিয়ন নয়, বিভিন্ন এলাকায় তাদের তিন ভাইয়ের অত্যাচারে মানুষ অতিষ্ঠ।

অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের বিরুদ্ধে লিখে কী লাভ। তাদের অনেক টাকা, টাকা দিয়ে তারা সব করে ফেলবে। অনিয়মকে নিয়ম বানিয়ে যত অপকর্ম আছে সবকিছুই করে তারা।

এ ব্যাপারে ইজি ফ্যাশন-এর চেয়ারম্যান আসাদ চৌধুরী বলেন, জাল দলিল কিনা এটা সরকার দেখবে। মুখে বললে তো হবে না, নথিপত্র দেখাতে হবে। তাছাড়া আমাদের বিরুদ্ধে ভুয়া মামলা হয়েছে। যে মামলা করেছে সে হচ্ছে বাটপার। আপনাকে এগুলো কে বলছে, কোন বাটপারে বলছে, তাকে বেঁধে আমাকে খবর দেন। তারপর আমি আইসা দেখেন তাকে কি করি! বাটপারির একটা সীমা আছে। যে লোকে খবর দিছে, যে লেভেলের লোকই হোক মনে করেন সে- চেয়ারম্যান, মেম্বার, এলাকার লোক বা যেই লোক বলছে সে লোকেরে ভদ্রভাবে বলবেন, আচ্ছা ভাইয়া আপনার সঙ্গে একটু কথা বলবো, ইজির মালিকরা তো মানুষের অনেক জমিজমা দখল করছে আপনি একটু আমার সঙ্গে আসেন। পরে আমাকেও বলবেন আমি যাবো। তারপর আমি ওরে দেইখেন উল্টা করে নিচের দিকে মাথা দিয়া আর পা উপরের দিকে দিয়া...’।

এ ব্যাপারে কথা বলতে ইজি ফ্যাশন-এর ম্যানেজিং ডিরেক্টর ইছাদ চৌধুরী ও ডিরেক্টর তৌহিদ চৌধুরীকে পাওয়া যায়নি।

পলাশ থানার ওসি মো. ইকতিয়ার উদ্দিন বলেন, আমার এখানে ২০১৮ সালের কোনো মামলা পেনডিং নেই। আপনি চাইলে কোর্টে খোঁজ নিতে পারেন।
সূত্র: ডেইলি-বাংলাদেশ

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ঝিনাইগাতীতে নিহত দুইজনের পরিবারের পাশে ইউএনও

news image

চার জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস

news image

খুলনায় আটক হওয়া আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ

news image

দিনাজপুরে গ্রেপ্তার হলেন গাইবান্ধার সাবেক এমপি

news image

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন

news image

গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালালেন শশুর বাড়ির লোকজন

news image

থাইল্যান্ডের নারী এলেন বিয়ে করতে, হলেন ধর্ষণের শিকার!

news image

শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫

news image

ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানার টাকা দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

news image

বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রায়পুরায় বাংলা নববর্ষ উদযাপন

news image

সালথায় বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

news image

চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর

news image

বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

news image

পাঁচবিবিতে প্রকল্পের নামে জমি দখলের পায়তারা: দুদকে অভিযোগ

news image

চট্টগ্রামে এখন রাশিয়ার ৩ যুদ্ধজাহাজ

news image

'পাগলা চাচা শেখ হাসিনা কোথায়'

news image

রায়পুরায় ইউপি সদস্যকে লক্ষ করে গুলি বর্ষণ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

news image

গাজীপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

news image

গজনী অবকাশ কেন্দ্রে অভিযান, ১৭ বন্যপ্রাণী জব্দ

news image

চট্টগ্রাম আইনজীবী সমিতি: হচ্ছে না ভোট, বিএনপি-জামায়াতের পদ ‘ভাগাভাগি’

news image

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নোয়াখালী শহরে বিক্ষোভ

news image

পুকুর পাড়ে পড়েছিল বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড ৩ মরদেহ

news image

আখাউড়ায় ট্রেনে তেলচুরি: চালক ও পরিচালকসহ ৮ জনের নামে মামলা

news image

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই হাজার কৃষক পেলেন বিনামুল্যের সার-বীজ

news image

সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

news image

বান্দরবানের পাহাড় থেকে ৯ জনকে অপহরণ

news image

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ইউএনও, ওসিসহ আহত অর্থ শতাধিক

news image

নববর্ষ ঘিরে নিরাপত্তা জোরদার

news image

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে উত্তাল পঞ্চগড়

news image

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর বিক্ষোভ মিছিল-সমাবেশ