অভিনেত্রী-গায়িকা শেহতাজ মুনিরা হাশেম। এক বছরের ব্যবধানে বাবা-মাকে হারিয়েছেন তিনি। বাবা-মায়ের শূন্যতা অপূরণীয়। চলতি বছরের ৯ ফেব্রæয়ারি না ফেরার দেশে পাড়ি জমান শেহতাজের মা শাহীনা খন্দকার। এক বছরের ব্যবধানে বাবা-মা দু’জনকেই হারিয়ে শোকে বিপর্যস্ত তিনি। সামাল দিতে পারছেন না নিজেকে। অভিনেত্রী মনে করছেন, এক বছরের মধ্যে জীবন এলোমেলো হয়ে গেছে তার।
শেহতাজ মুনিরা হাশেম বলেন, ‘মা-বাকে ঘিরেই ছিল আমার জীবন। আমার সবকিছু দেখভাল করতেন বাবা। কোন কাজটি করব, কোনটি করব না, কবে কোথায় শুটিং- সবকিছু বাবা মাথায় রাখতেন। ছোটবেলা থেকে এভাবেই বড় হয়েছি। বাবা মারা যাওয়ার পর আমার সবকিছু থমকে যায়, গুছিয়ে উঠতে উঠতেই মাকে হারালাম। এখনো ট্রমার মধ্যে আছি।’
‘এক বছরের মধ্যে আমার জীবন এলোমেলো হয়ে গেল। একদিকে নতুন সংসার, অন্যদিকে জীবনের সবচেয়ে মূল্যবান দুজন মানুষকে হারালাম। আমার মতো নরম মনের মেয়ের পক্ষে এটা মানিয়ে নেওয়া সহজ নয়। বলতে পারেন, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না।’ বলেন শেহতাজ।
নিয়মিত কাজের প্রস্তাব পাচ্ছেন শেহতাজ। এ পরিস্থিতিতে নির্মাতাদের অনেকে সরাসরি কাজের প্রস্তাব না দিলেও নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু আপাতত সবার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছেন শেহতাজ। কারণ মনের যে অবস্থা তা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালে সত্যটা লুকাতে পারবেন না বলে জানান এই অভিনেত্রী।
শেহতাজের বাবার নাম মো. আবুল হাশেম মিয়া। ২০২২ সালের ৪ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। প্রায় ২ বছর পর চলতি মাসে মাকে হারান এই অভিনেত্রী। তবে শেহতাজের মায়ের কী হয়েছিল, সে বিষয়ে কিছু জানা যায়নি।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন শেহতাজ। ‘আমি যা দেখি, তুমি তাই দেখ’ শিরোনামে একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনায় আসেন। পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করে নজর কাড়েন তিনি। পরবর্তীতে শেহতাজ নাম লেখান টিভি নাটকে। বেশ কিছু একক নাটকে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।
টানা নয়, কেনাকাটা সারুন বুঝে-শুনে
সোনামনিদের নিয়ে ঝক্কিহীন শপিং যেভাবে করবেন
ঈদ শপিংয়ে সতর্ক থাকুন
ইফতারে ঠান্ডা পানি পান ঝুঁকিপূর্ণ
ইফতারে সিদ্ধ ডিমে চাঙ্গা হোন
ইফতারে আনুন ভিন্নতা: ক্রিমি ফ্রুট ফিউশন
ইফতারে হালিম রেখেছেন কি?
ইফতারে খান বেলের শরবত
রোজায় সুস্থ থাকতে দই-চিড়া খান
রোজায় সুস্থ থাকতে মেনে চলবেন যে বিষয়গুলো
গুণের শেষ নেই ক্যাপসিকামে
বিটরুট হলো ‘সুপার ফুড’, তবে...
টমেটো খান, তবে অপরিমিত নয়
প্রতিদিন অন্তত একটি গাজর খান
দারুণ উপকারী দারুচিনি
সুস্থ থাকতে আদা খান
আগাছা হিসেবে জন্মালেও পুষ্টিগুণে ঠাঁসা বথুয়া শাক
মেথি শাকের জাদুকরী প্রভাব
পাট শাকে যেসব উপকার
পুষ্টিকর ও সুস্বাদু ডাঁটা শাক
রোজায় সুস্থ থাকতে চিয়া সিডের সঠিক ব্যবহার
গুণের অভাব নেই কলমি শাকে
অবহেলা করবেন না নুনে শাক
পুষ্টির খনি লাউ শাক
লাউ যেন এক মহৌষধ!
এই গরমে পাতে রাখুন পটোল
খেতে ভুলবেন না গিমা শাক
কাদা পানিতে জন্মালেও হেলেঞ্চা কিন্তু উপকারী
কচুর ছড়া বা কচুমুখির নানা গুণ
পুষ্টিগুণে ভরপুর কচুর লতি