বুধবার ১৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

চামড়াশিল্পে ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে সিপিডি

নিউজ ডেক্স ০৬ মে ২০২৪ ০২:৫৮ পি.এম

সংগৃহীত

দেশের ট্যানারি বা চামড়াশিল্প খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি বলেছে, বর্তমানে এ খাতের শ্রমিকদের খাদ্য ও খাদ্যবহির্ভূত খরচ অনেক বেড়েছে। সুতরাং মূল্যস্ফীতি বিবেচনায় ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য ২২ হাজার ৭৭৬ টাকা ন্যূনতম মজুরি হওয়া প্রয়োজন।

শনিবার (৪ মে)  রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নে চ্যালেঞ্জ’ বিষয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিং ও আলোচনা অনুষ্ঠানে ট্যানারি শ্রমিকদের জন্য ন্যূনতম এ মজুরি প্রস্তাব করে প্রতিষ্ঠানটি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বিশেষ অতিথি ছিলেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা, ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ, ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, অশি ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান এস এম মোরশেদ প্রমুখ।

অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন সিপিডির সিনিয়র গবেষক তামিম আহমেদ। এতে তিনি জানান, সিপিডির পক্ষ থেকে অ্যাংকর মেথডে ৩৫টি ট্যানারির ওপর গবেষণা পরিচালনা করা হয়েছে। সেখানে দেখা গেছে, পৃথিবীর বিভিন্ন দেশে ট্যানারি শিল্পের জন্য আলাদা ন্যূনতম মজুরি নেই। ওই সব দেশে সকল শিল্পের একই হারে ন্যূনতম মজুরি রয়েছে। তবে ভারতে রাজ্যভিত্তিতে ন্যূনতম মজুরি রয়েছে। ভারতের কেরালায় ১৪৬, তামিলনাডুতে ১৩৮, উত্তর প্রদেশে ১২৩ ও পশ্চিম বঙ্গে ১১৭ মার্কিন ডলার ন্যূনতম মজুরি রয়েছে।
 অন্যদিকে ভিয়েতনামে ১৭১, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ১৮৬ ও ২৫৫ মার্কিন ডলার। সেখানে বাংলাদেশে ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি ১২৩ মার্কিন ডলার, যা বাংলাদেশের খাদ্যপণ্যের মূল্য হিসেবে অনেক কম।

তিনি আরও বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে ট্যানারি বা চামড়াখাতের একজন শ্রমিকের পরিবারের জন্য প্রয়োজনীয় খাবারের খরচ মাসে ২০ হাজার ৫৬৪ টাকা। আর খাদ্যবহির্ভূত খরচ ১২ হাজার ৯১৪ টাকা। প্রত্যেক শ্রমিক পরিবারের গড়ে সদস্যসংখ্যা ৪ দশমিক ৬ জন। এর মধ্যে উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫ জন। 

সেই হিসাবে শ্রমিকের মাসিক ন্যূনতম মজুরি হওয়া ২২ হাজার ৭৭৬ টাকা হওয়া উচিত। সিপিডির প্রস্তাবনায় ট্যানারি শ্রমিকদের জন্য মোট পাঁচটি গ্রেডে মজুরি প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পঞ্চম গ্রেডের জন্য ২২ হাজার ৭৭৬ টাকা এবং প্রথম গ্রেডের জন্য ৩৯ হাজার ২৭০ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে সংস্থাটি।

গবেষণায় বলা হয়েছে, গড়ে প্রতিটি ট্যানারিতে ২১ জনের মতো শ্রমিক কাজ করে। যার মধ্যে নারী শ্রমিকের সংখ্যা খুবই কম। শ্রমিকরা অনেকেই তাদের ন্যূনতম মজুরি সম্পর্কে জানেন না। ৬৫ শতাংশ মজুরি সময়মতো দেওয়া হয় না। অন্যদিকে শ্রমঘণ্টা অনেক বেশি।

অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশের রপ্তানি আয়ের বিবেচনায় পোশাকশিল্পের পরে যে শিল্পটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চামড়া বা চামড়াজাত পণ্য। ট্যানার অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে, ২০০ এর মতো ট্যানারি শিল্প রয়েছে। সাভারের ট্যানারি শিল্পে ১২৭টি প্লটে বিভিন্ন রকমের ট্যানারি প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে।

২০২৩ সালের চামড়া জাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ১ দশমিক ২ বিলিয়ন ডলার। যার ভিতরে ট্যানারি শিল্প থেকে এসেছে ১২৩ মিলিয়ন ডলার। বাংলাদেশ বিলিয়ন ডলারের রপ্তানি খুঁজছে সে হিসাবে চামড়াজাত গুরুত্বপূর্ণ একটি খাত হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, চামড়াজাত নিয়ে আলোচনা আসলে সবচেয়ে বেশি পরিবেশগত বিষয়টি আলোকপাত করা হয়। অর্থাৎ সবসময়ে চামড়া খাতের পরিবেশ নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু এ খাতের মজুরি নিয়ে আলোচনা খুব একটা হয় না। সেই বিবেচনায় মজুরি বাড়লে এই খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি। ট্যানারি শিল্পের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কিছুদিনের মধ্যে হয়ত বোর্ড মজুরি সুপারিশ করবে। 

ট্যানারি খাতে ন্যূনতম মজুরি অন্যান্য খাতের তুলনায় অনেক বেশি রয়েছে। তার মানে এই নয় যে, ন্যূনতম মজুরি ঘোষণার দরকার নেই। এজন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে এই শিল্পে শ্রমিক ইউনিয়ন অত্যন্ত শক্তিশালী পর্যায়ে রয়েছে। আমাদের গবেষণায় এই খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব এসেছে, আমরা জানি শ্রমিকদের দাবি ২৫ হাজার টাকা আর মালিকদের প্রস্তাবনা ১৫-১৬ হাজার টাকা। আমি আশা করছি, মজুরি বোর্ড সকল পক্ষে প্রস্তাব বিবেচনায় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।

ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবের বিষয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক বলেন, সিপিডির প্রস্তাবটি তাদের আকাঙ্ক্ষার সঙ্গে মেলেনি। তবু সংস্থাটির প্রতিবেদনে এ খাতের সার্বিক অবস্থা ওঠে এসেছে। আমরা নিজস্ব ব্যবস্থাপনায় ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করেছি। ইতোমধ্যে প্রস্তাবটি মালিকপক্ষ ও মজুরি বোর্ডের কাছে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, চামড়া খাতের বর্তমান পরিস্থিতিতে সিপিডির এমন প্রস্তাবনা কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব না। কারণ, ডলারের দাম বাড়ার কারণে আগের তুলনায় উৎপাদন খরচ বেড়েছে। বিপরীতে রপ্তানিতে চামড়ার ইউনিট মূল্য কমেছে। তবে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য একটি মজুরি নির্ধারণ করা হলে সেটি বিবেচনায় নেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।

ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, বোর্ডে আলোচনা করে দেখা হবে মজুরি কতটা বাড়ানো সম্ভব। যাতে শিল্প টিকে এবং শ্রমিকেরাও বেঁচে থাকেন সেটি বিবেচনায় রেখে বাস্তবায়নযোগ্য একটি বেতন কাঠামো দেওয়ার চেষ্টা করা হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বাংলালিংকের ডেপুটি সিইও হলেন জাহরাত আদিব চৌধুরী

news image

যমুনার অফারে অংশ নিয়েই জিতে নিলেন নতুন বাইক!

news image

বাংলাদেশে ইভি অবকাঠামো উন্নয়নে ডিএইচএস অটোসের নতুন পদক্ষেপ

news image

এক্স-গ্রুপের আয়োজনে রমজান ও ঈদ উৎসব শুরু

news image

কানাডা হাইকমিশনে চাকরির সুযোগ

news image

প্রিমিয়াম ব্যাংকিং সিনিয়র গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংক ও শেয়ারট্রিপ’র চুক্তি

news image

ব্র্যাক ব্যাংকে ব্রাঞ্চ ইয়াং লিডার্স নিয়োগ

news image

পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষজ্ঞদের আলোচনা

news image

ব্র্যাক ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের হেলথ প্যাকেজ চুক্তি

news image

২৮ ফেব্রুয়ারি সম্পূর্ণ বন্ধ হচ্ছে বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠান

news image

সাপ্লাই চেইন ফাইন্যান্সিং বিষয়ে সিটি গ্রুপ ও ব্র্যাক ব্যাংকের চুক্তি স্বাক্ষর

news image

মধুমতি ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

news image

মারমেইড বিচ রিসোর্টে বর্ষবিদায় ও বরণ উৎসব

news image

নিজেকে রাঙাতে বায়োজিন বসন্ত বিলাস অফার 

news image

পিডিলাইটের ডিস্ট্রিবিউটরদের ফাইন্যান্সিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

news image

ব্র্যাক ব্যাংক এবং গ্রামীণ ৪২ হাজার সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি উন্নত করবে

news image

বদিউর রহমান সভাপতি ও অমিত রঞ্জনকে সম্পাদক করে উদীচীর নতুন কেন্দ্রীয় সংসদ

news image

"জলবায়ু পরিবর্তন ও সচেতনতায় সেমিনার এবং নাটক পরিবেশন করেছে অ্যাক্ট-বাংলাদেশ

news image

কর্মচারী ঐক্য ফেডারেশনের পঞ্চগড় শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

news image

ডিআরইউ'র নতুন সভাপতি সালেহ আকন, সা. সম্পাদক সোহেল নির্বাচিত

news image

সিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও মানববন্ধন

news image

গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

news image

সওজ প্রকল্পে দুর্নীতিতে ক্ষতি ৫০ হাজার কোটি টাকার বেশি ১৫ বছরে : টিআইবি

news image

আন্দোলনে উত্তরায় নিহত ২৮, আহত ১৯৭ জন

news image

এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

news image

বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন 

news image

মিঠামইনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চতুবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

news image

পঞ্চগড়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন

news image

গফরগাঁওয়ে যুব জমিয়তের সমাবেশ অনুষ্ঠিত 

news image

টেকসই অংশীদারিত্ব ও নারীদের ক্ষমতায়নে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইউনিলিভার বাংলাদেশ