নিউজ ডেক্স ০২ মে ২০২৪ ০৪:২৮ পি.এম
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিংয়ের এমন প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ অঞ্চলের সাধারণ মানুষ। বিশেষ করে বেশি বিপাকে রয়েছেন এ অঞ্চলের ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানচালকরা।
উপজেলার পৌর এলাকায় বিদ্যুতের কিছুটা উন্নতি থাকলেও ইউনিয়ন পর্যায়ে দেখা দিয়েছে চরম ভয়াবহতা। ইউনিয়ন পর্যায়ে দিনে-রাত মিলিয়ে বিদ্যুৎ থাকছে গড়ে ৫-৬ ঘণ্টা। এ সময়ে একটি অটোরিকশা বা ভ্যানের ব্যাটারি চার্জ হচ্ছে ৪০-৪৫ শতাংশ। এতে ৩০-৩৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই চার্জ ফুরিয়ে যাচ্ছে। ফলে পূর্ণচার্জের আয়ের পরিবর্তে আয় নেমে এসেছে অর্ধেকে।
জানা যায়, বেশিরভাগ চালক স্থানীয় অটো গাড়ির শোরুম, এনজিও বা সমিতি থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেছেন। অটো চালিয়ে সংসার চালানোর পাশাপাশি প্রতি সপ্তাহে বা মাসে কিস্তির টাকা পরিশোধ করতে হয়। আয় কমে যাওয়ায় সংসার ও কিস্তির টাকা নিয়ে সংকটে পড়েছেন তারা। আবার কারো কারো বাড়ছে ঋণের ওপর ঋণের বোঝা। কেউ কেউ পেশা বদলে অন্য পেশায় জড়িত হচ্ছেন।
জেলার আহম্মেদ ট্রেডার্সের স্বত্বাধিকারী জসিম উদ্দিন সেন্টু জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে একদিকে অটোচালকেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে এর প্রভাব আমাদের ওপরও পড়ছে। ব্যবসায়ীক কারণে অনেকেরই বাকী দিতে হয়েছে। লোডশেডিংয়ের কারণে বাকি প্রদানে ব্যর্থ হচ্ছে চালকেরা। বাকি আদায় ১৫-২০ শতাংশে নেমে এসেছে। ফলে দিন দিন বাড়ছে ব্যাংক ঋণের চাপ।
তিনি আরো বলেন, প্রতিদিন টানা ৮ ঘণ্টা চার্জ অব্যাহত থাকলে নতুন একটি ব্যাটারি ২২-২৪ মাস ব্যবহার করতে পারে। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এ ব্যাটারির ৬-৮ মাসের বেশি ব্যবহার করতে পারে না। ফলে একজন চালক ও আমরা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছি।
উপজেলা গুজাদিয়া ইউনিয়নের অটো রিকশাচালক আজিজুল জানান, স্থানীয় একটি সমিতি থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে অটোরিকশা কিনেছেন। সপ্তাহে ঋণের কিস্তি দিতে হয় ৬ হাজার টাকা। পরিবারে ছয়জন সদস্য। এই অটো চালিয়েই সংসার চালাতে হয়। লোডশেডিংয়ের আগে প্রতিদিন অটোরিকশাটি পুরো চার্জ দেওয়া যেত। তখন রোজ ৫০০- ৬০০ টাকা আয় করেছেন। এখন প্রতিদিন গড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন, তাতে অটোরিকশার ব্যাটারিতে ৪০ শতাংশ চার্জ হচ্ছে। এই চার্জে এক বেলা ভ্যান চালিয়ে ২০০-২৫০ টাকা আয় করেন। এই টাকা দিয়ে সংসার চালাবেন নাকি কিস্তি দেবেন তা নিয়ে দুশ্চিন্তায় ঘুম হয় না তার। কেননা দিনে দিনে ঋণের বোঝা বেড়ে যাচ্ছে। যদি এরকম লোডশেডিং আরো কিছু দিন চলে তাহলে পরিস্থিতি হবে ভয়াবহ। শেষ পর্যন্ত ঋণের কিস্তি মেটাতে পরিবারের ভরণপোষণের একমাত্র অবলম্বন অটোরিকশাটি বাধ্য হয়ে বিক্রি করতে হবে। এমন শঙ্কার কথা জানিয়েছেন উপজেলার ন্যামতপুর ইউনিয়নের সালেহা বেগম।
তিনি জানান, তার স্বামী কিছুটা শারীরিক প্রতিবন্ধী। ভারি কোনো কাজ করতে পারে না। তার ওপর ছয়জনের সংসার। কিছু জমানো টাকা আর সমিতি থেকে ঋণ নিয়ে তার স্বামীকে একটি অটোরিকশা কিনে দিয়েছিলেন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চাহিদা মতো চার্জ দিতে না পারায় ৮ মাসের মধ্যেই ব্যাটারির ৭০ ভাগ কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। একদিকে সংসারের ঘানি টানা অন্যদিকে সপ্তাহে ২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হলে হয় অটোরিকশাটি বিক্রি করতে হবে, না হয় সুদে ধার-দেনা করতে হবে।
উপজেলা অটোরিকশা চালক সমিতি সূত্রে জানা যায়, পৌরসভায় প্রায় ৩৫০ এবং ১১টি ইউনিয়নে ১২০০-১৩০০ অটোরিকশা-ভ্যানচালক রয়েছে। আগে একজন অটোরিকশা/ভ্যানচালক দৈনিক প্রায় ৭০০-৮০০ টাকা নিয়ে বাড়ি ফিরেছেন। সেই টাকা দিয়ে সংসার খরচ ও কিস্তির টাকা অনায়াসে দিতে পেরেছেন। এখন লোডশেডিংয়ের কারণে প্রতিদিন এর অর্ধেক টাকা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। লোডশেডিং যদি আরো কিছু দিন থাকে তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে। সেই সঙ্গে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হবে। বিশেষ করে ভ্যানের ব্যাটারি একবার নষ্ট হলে ১৫ হাজার থেকে ১৮ হাজার টাকা লাগে।ঘন ঘন
লোডশেডিং ও উপজেলার বিদ্যুৎ পরিস্থিতির বর্তমান অবস্থা জানতে চাইলে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি করিমগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আখতারুজ্জামান অপরাগতা প্রকাশ করেন।
তিনি জানান, পবিস এর যেকোনো তথ্য প্রদানের ক্ষেত্রে আমি এনটাইটেল নই। কিশোরগঞ্জ পবিস এর সব তথ্য ওয়েবসাইট এ আপলোড করা আছে। কিন্তু পবিস এর ওয়েবসাইটে সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র-ডেইলি বাংলাদেশ
নবীন নিউজ/পি
'পাগলা চাচা শেখ হাসিনা কোথায়'
রায়পুরায় ইউপি সদস্যকে লক্ষ করে গুলি বর্ষণ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা
গজনী অবকাশ কেন্দ্রে অভিযান, ১৭ বন্যপ্রাণী জব্দ
চট্টগ্রাম আইনজীবী সমিতি: হচ্ছে না ভোট, বিএনপি-জামায়াতের পদ ‘ভাগাভাগি’
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নোয়াখালী শহরে বিক্ষোভ
পুকুর পাড়ে পড়েছিল বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড ৩ মরদেহ
আখাউড়ায় ট্রেনে তেলচুরি: চালক ও পরিচালকসহ ৮ জনের নামে মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই হাজার কৃষক পেলেন বিনামুল্যের সার-বীজ
সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ
বান্দরবানের পাহাড় থেকে ৯ জনকে অপহরণ
সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ইউএনও, ওসিসহ আহত অর্থ শতাধিক
নববর্ষ ঘিরে নিরাপত্তা জোরদার
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে উত্তাল পঞ্চগড়
ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর বিক্ষোভ মিছিল-সমাবেশ
মৌলভীবাজার জেলা জুড়ে প্রতিবাদে উত্তাল গাজায় গনহত্যা বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যে বিশিষ্ট কমিটি গঠন
ঢাকায় গাজার সমর্থনে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘটের আহ্বান
ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড়
চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা বিএনপির
কুমিল্লা থেকে শুরু হয় ধাওয়া, নোয়াখালীর সুধারাম থানায় রক্ষা
কর্মস্থলে ফিরছেন মানুষ
মেট্রো পাসের জটিলতায় রাজধানীবাসীর অসন্তোষ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হলো গৌরীপুরের ইয়াসিন
১৫ ঘণ্টা পর অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু
টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্প কারিগররা
আরাধ্যকে নেওয়া হলো আইসিইউতে
২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
রাণীশংকৈলে সদ্য নিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মোস্তাফিজুরকে গণসংবর্ধনা
রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা