নিউজ ডেক্স ১৬ এপ্রিল ২০২৪ ০২:১২ পি.এম
রাজধানীসহ সারাদেশই তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। প্রখর রোদের পাশাপাশি বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ। অস্বস্তিকর আবহাওয়ায় জ্বর, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। তবে ঈদের ছুটিতে চিকিৎসক কম থাকায় বিভিন্ন হাসপাতালে সেবা পেতে ভোগান্তি পোহাতে হয়েছে রোগী ও তাদের স্বজনকে।
কলেরা হাসপাতাল হিসেবে পরিচিত রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রসহ (আইসিডিডিআর,বি) বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে, সাধারণ সময়ের তুলনায় এখন ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডায়রিয়া আক্রান্ত রোগী বেশি।
চিকিৎসকরা বলছেন, কয়েক দিন ধরে অতিরিক্ত গরমের কারণে পানির চাহিদা বেড়েছে। অনিরাপদ পানি ও খাবার গ্রহণের কারণে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে দেখা গেছে, অনেকে এসেছে জ্বর, সর্দি, হাঁচি-কাশি নিয়ে। ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় আহতদের কারণে চাপ বেড়েছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল)। তাদের মধ্যে অধিকাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত।
আইসিডিডিআর,বি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় ডায়রিয়া আক্রান্ত হয়ে দিনে ৫০০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। অন্য সময়ে ৩০০ থেকে ৩৫০ রোগী ভর্তি হন। সাধারণত মার্চ মাসের শেষ সপ্তাহে রোগী বাড়তে শুরু করে। হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম বলেন, ঢাকার চেয়ে বরিশাল, পটুয়াখালী, জয়পুরহাট, ফরিদপুরে ডায়রিয়া আক্রান্ত বেশি হচ্ছে। রোগীর সিংহভাগই বয়স্ক। রমজানে রাস্তার পাশে কেনা খাবার খাওয়া এবং অনিরাপদ পানি পান করায় হয়তো ডায়রিয়া বেড়েছে।
ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গত রোববার সকালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে লম্বা লাইন। সেখানে নেই বসার ব্যবস্থা। গরমে অসুস্থ শিশুদের নিয়ে বিপাকে অভিভাবকরা। কারও কারও সেবা নিতে দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। শরীয়তপুরের বাসিন্দা আব্দুর কাদের জানান, তাঁর তিন বছর বয়সী সন্তান জ্বরে আক্রান্ত হয়েছে দু’দিন আগে। তাকে জাজিরা সদর হাসপাতাল নিয়ে গিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশু চিকিৎসক ছুটিতে। তাই বাধ্য হয়ে ঢাকায় নিয়ে এসেছেন। এখানেও সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
চার বছরের ছেলেকে নিয়ে সকাল ১০টার দিকে হাসপাতালে আসেন পুরান ঢাকার বাসিন্দা আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘২ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। তাঁর সামনে ৪০ থেকে ৫০ জন দাঁড়িয়ে আছেন।’ খোঁজ নিয়ে জানা যায়, জরুরি বিভাগ চলছে মাত্র তিনজন চিকিৎসক দিয়ে।
পরিচয় প্রকাশ না করার শর্তে শিশু হাসপাতালের একজন নার্স বলেন, ঈদের ছুটি থাকায় চিকিৎসক খুবই কম। সার্বক্ষণিক সেবা দেওয়ার মতো চিকিৎসক হাসপাতালে নেই। বিশেষ করে, রাতে হাসপাতালের তিন শতাধিক রোগীর ভরসা জরুরি বিভাগের দুই চিকিৎসক। তাই সব চাপ পড়ে নার্সের ওপর। অনেক সময় রোগীর স্বজন বিরক্ত হয়ে নার্সদের বকাঝকা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ফারহানা আহমেদ স্বরণী বলেন, ‘ঈদের ছুটির মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। এর পরও যদি জরুরি কারও আইসিইউ বা শয্যা প্রয়োজন হয়, তাহলেও ব্যবস্থা করতে পারব।’ তিনি বলেন, এ সময় শিশুদের পাতলা কাপড় পরিধান করানোসহ খাওয়া-দাওয়ায় সতর্ক হতে হবে। শিশুদের প্রতি অভিভাবকদের আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন তিনি।
শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, ঋতু পরিবর্তন ও বায়ুদূষণজনিত কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের অনেকে আসছে সর্দি, নাক বন্ধ হওয়া ও হাঁচি-কাশি নিয়ে। কারও কারও তীব্র জ্বর, গলাব্যথা ও কাশি। অন্য সময়ের চেয়ে রোগী বেড়েছে।
সড়ক দুর্ঘটনায় আহত রোগীর চাপ
ঈদের দিন বৃহস্পতি ও পরদিন শুক্রবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় ৪০০ জন রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালটিতে দায়িত্বরত এক চিকিৎসক জানান, ঈদের দিন চিকিৎসা নিয়েছেন ২৫২ জন, পরদিন দুপুরের মধ্যে ১৪০ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অধিকাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত। হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী জানান, ঈদের দিন মোটরসাইকেল থেকে পড়ে তাঁর হাত ভেঙে যায়। মাথায়ও আঘাত পেয়েছেন। অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঈদ ও ঈদ-পরবর্তী সময়ে এই হাসপাতালে রোগীর চাপ থাকে। জরুরি ওয়ার্ডে জায়গা না হওয়ায় অনেককে চিকিৎসা দিতে হচ্ছে বারান্দায়।
ছুটিতেও রোগী কমেনি ঢামেকে
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আগের মতো কোলাহল না থাকলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে দেখা গেছে রোগীর ভিড়। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এবং গরমে অসুস্থ হয়ে এসেছেন অনেকে। তাদের সেবা দিতে গলদঘর্ম জরুরি পরিষেবায় কর্মরত ছয় চিকিৎসক ও নার্স।
ঈদের দিন বেলা ১১টার দিকে ঢামেকে হেলাল নামের এক যুবককে নিয়ে আসেন তাঁর বন্ধু ইকরাম। তিনি জানান, ঈদের দিন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ঘুরতে গিয়েছিলেন তারা। সেখানে ছিনতাইকারীর কবলে পড়েছেন হেলাল। সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে নিতে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে। শরীরের সব জায়গায় তাঁর রক্ত। স্থানীয় ফার্মেসিতে ব্যান্ডেজ করে দ্রুত ঢামেকে নিয়ে আসা হয়েছে। আসার পর টিকিট কেটে জরুরি বিভাগে চিকিৎসকদের কাছে যান। সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি।
এদিকে ঈদের ছুটির মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল রাজধানীর ছয়টি হাসপাতালে স্বাস্থ্যসেবা পরিদর্শন করছেন। তিনি সাংবাদিকদের বলেন, ঈদের ছুটিতেও হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা স্বাভাবিক সময়ের মতো রয়েছে। রোগীদের কেউ তাঁর কাছে কোনো অভিযোগ করেননি। - সমকাল
নবীন নিউজ/পি
ঢাকাসহ ৭ জেলায় রাতের মধ্যে ধেয়ে আসছে ৬০ কি.মি. বেগে ঝড়!
ফের চালু আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট, বাড়লো সরবরাহ
দেশব্যাপী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা
মায়ানমার থেকে দেশে ফিরেছে ‘বানৌজা সমুদ্র অভিযান’
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পেলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব
৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয় আমি কিছু বলিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ টিউলিপের
ড্রোন শো জানিয়ে দিল ইতিহাসের নানা পর্ব
বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী
কারাগার থেকে গণহারে মুক্তি রাষ্ট্রের জন্য হুমকি: আবু হানিফ
হানাহানি চাই না, শান্তির দেশ চাই: সেনাপ্রধান
বাংলাদেশের পাসপোর্টে 'একসেপ্ট ইসরায়েল' শর্ত পুনর্বহাল
ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হল
যার যার মত করে বৈশাখ উদযাপন করুন: প্রধান উপদেষ্টা
আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হলো ১৭ ঘণ্টা পর
আদানির কেন্দ্র থেকে সরবরাহ বন্ধের কারণে লোডশেডিং বাড়তে পারে
আমাদের হৃদয়ে বাস করে এক-একটা ফিলিস্তিন: মিজানুর রহমান আজহারী
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশ রয়েছে: শায়খ আহমাদুল্লাহ
মার্চ ফর গাজা: লাখো মানুষের কন্ঠে ধ্বনিত হলো 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন'
শেখ হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে: ফারুকী
অ্যামনেস্টি উদ্বেগ জানালো মেঘনা আলমকে নিয়ে
মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল
সাবেক প্রতিমন্ত্রী বিপুকে 'সর্বকালের সেরা বিদ্যুৎ চোর' বললেন সিদ্দিকী নাজমুল
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
এবার 'মঙ্গল শোভাযাত্রা' নয়, 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সাবেক আইজিপি ময়নুল
দেশে হুমকির মুখে নারীর অবস্থান ও নিরাপত্তা: মহিলা পরিষদ
৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়া: চার অঞ্চলে সতর্কতা
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে কোন প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা