নিউজ ডেক্স ১০ এপ্রিল ২০২৪ ০৪:৫৬ পি.এম
ব্যাংক তো ব্যাংকই। এর আবার ভালো খারাপ হয়! তবে সীমাহীন অনিয়ম, দুর্নীতি এবং লুটপাট প্রতিযোগীতায় কোন ব্যাংক এগিয়ে তা বোঝানোর জন্য মন্দের ভালো একটি সীমারেখা রয়েছে। ভুল পথে চলা ব্যাংকগুলোকে নানান রঙয়ের বাতি দেখিয়ে বিচার করা হয়।
এ প্রক্রিয়ায় দেশে এখন গ্রিনের (ভালো) চেয়ে লাল (অতি দুর্বল) ও হলুদ (দুর্বল) বাতি জ্বলা ব্যাংকের সংখ্যাই বেশি।
এমন অবস্থার সামাল দিতে অর্থাৎ ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে একীভূত করার প্রক্রিয়া চলছে। এক্সিম ও পদ্মা’র পর এবার সেই প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত হতে যাচ্ছে আরো ছয়টি ব্যাংক।
সোমবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সংশ্লিষ্ট ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।
রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকের সাথে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে একীভূত করার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের খবর এসেছে গণমাধ্যমে। বেসরকারি দ্য সিটি ব্যাংকের সাথে একীভূত হওয়ার আলোচনায় আছে সরকারি বেসিক ব্যাংকও।
এখন প্রশ্ন হচ্ছে, দুর্বল একটি ব্যাংককে সঙ্গে নিয়ে কী লাভ হবে সবল ব্যাংকের ? ভালো ব্যাংক কী সুবিধা পাবে?
দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটিয়ে তোলার পদক্ষেপের অংশ হিসেবে গত বছর একটি ফ্রেমওয়ার্ক তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক।
প্রম্পট কারেক্টিভ অ্যাকশন বা পিসিএ নামক ওই ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করেই এ বছরের শুরু থেকে ব্যাংক একত্রীকরণের আয়োজন দেখা যায়।
গত সপ্তাহের শেষ কর্মদিবসে ব্যাংক-কোম্পানি একত্রীকরণের একটি নীতিমালাও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সবল ব্যাংকগুলোকে সরকার ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নীতি সহায়তা দেয়ার কথা বলা হয়েছে নতুন নীতিমালায়।
এতে বলা হয়েছে, ‘ভালো ব্যাংকটি দুর্বল ব্যাংকের কার্যক্রম তথা আমানত, গ্রাহক, শাখার নেটওয়ার্ক,অপারেশন,কৌশল, গবেষণা ও আধুনিক প্রযুক্তি ও একই কারিগরি সিস্টেম এবং ব্যবস্থাপনার আরো ভালোভাবে ব্যবহার করে সাশ্রয়ী ব্যয়ে আরো বড়, দক্ষ ও শক্তিশালী হওয়ার কারণে দুই ব্যাংকেরই লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়।’
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ছয় ধরনের নীতি সহায়তার কথা উল্লেখ করা হয়েছে।
এর অন্যতম ‘ন্যূনতম মূলধন সংরক্ষণ, সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর বা স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, এলসিআর বা লিকুইডিটি রেশিও সংরক্ষণে নির্দিষ্ট সময়ের জন্য একটি সুনির্দিষ্ট অংশ অব্যাহতি প্রদান।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘এতে ঋণ দেয়া বা লগ্নি করার জন্য বাড়তি অর্থের যোগান পাবে ব্যাংক। এর মুনাফা দিয়ে ক্ষতি পুষিয়ে নিতে পারবে তারা।’
নীতিমালায় আরো বলা হয়, অগ্রাধিকার ভিত্তিতে তারল্য সুবিধা পাবে ব্যাংকগুলো।
ব্যাংক কোম্পানী আইন ও বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী অন্যান্য সহায়তা দেয়ার কথাও বলা হয়েছে এতে।
নীতিমালায় বলা হয়েছে, অধিকৃত ব্যাংকের কর্মচারীদের তিন বছরের মধ্যে চাকরিচ্যুত করা যাবে না।
একীভুতকরন করার ফলে দুই ব্যাংকের শাখা এক নেটওয়ার্কে চলে আসবে। অপর ব্যাংকের নিয়মিত গ্রাহকরাও তাদের তালিকায় যুক্ত হয়ে যাবেন।
এক হওয়ার ব্যাপারে আরো বেশি আগ্রহের কারন জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তার পাশাপাশি সরকারের আর্থিক সহায়তাসহ করের ক্ষেত্রেও কিছু সুবিধার আশ্বাস পেয়েছেন তারা। যা তাদেরকে উৎসাহিত করেছে।
তবে ব্যাংকগুলো সরাসরি মার্জ হবে না। আগে দুর্বল ব্যাংককে পুনর্গঠন করা হবে তারপর একত্রীকরণ করা হবে।
তবে অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন, দুর্বল ব্যাংকের সম্পদ, খারাপ ঋণ ও দায়ের কী হবে?
এ প্রসঙ্গে কর্তারা মনে করছেন সরকারের সহায়তা পেলে এ সবই নিজেদের দক্ষতায় উতরে যেতে পারবেন একত্রীকরনে যাওয়া ব্যাংকগুলো।
নীতিমালায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে এবং মধ্যস্থতায় কোনো ব্যাংক-কোম্পানি স্বতঃপ্রণোদিত হয়ে একীভূত হওয়ার কথা বলা হয়েছে।
কিন্তু যেসব ভালো ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হচ্ছে, তা চাপিয়ে দেয়া হচ্ছে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন একজন অর্থনীতিবিদ। যদিও ব্যাংকাররা তা অস্বীকার করেছেন।
নবীন নিউজ/জেড
যমুনার অফারে অংশ নিয়েই জিতে নিলেন নতুন বাইক!
বাংলাদেশে ইভি অবকাঠামো উন্নয়নে ডিএইচএস অটোসের নতুন পদক্ষেপ
এক্স-গ্রুপের আয়োজনে রমজান ও ঈদ উৎসব শুরু
কানাডা হাইকমিশনে চাকরির সুযোগ
প্রিমিয়াম ব্যাংকিং সিনিয়র গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংক ও শেয়ারট্রিপ’র চুক্তি
ব্র্যাক ব্যাংকে ব্রাঞ্চ ইয়াং লিডার্স নিয়োগ
পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষজ্ঞদের আলোচনা
ব্র্যাক ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের হেলথ প্যাকেজ চুক্তি
২৮ ফেব্রুয়ারি সম্পূর্ণ বন্ধ হচ্ছে বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠান
সাপ্লাই চেইন ফাইন্যান্সিং বিষয়ে সিটি গ্রুপ ও ব্র্যাক ব্যাংকের চুক্তি স্বাক্ষর
মধুমতি ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মারমেইড বিচ রিসোর্টে বর্ষবিদায় ও বরণ উৎসব
নিজেকে রাঙাতে বায়োজিন বসন্ত বিলাস অফার
পিডিলাইটের ডিস্ট্রিবিউটরদের ফাইন্যান্সিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক এবং গ্রামীণ ৪২ হাজার সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি উন্নত করবে
বদিউর রহমান সভাপতি ও অমিত রঞ্জনকে সম্পাদক করে উদীচীর নতুন কেন্দ্রীয় সংসদ
"জলবায়ু পরিবর্তন ও সচেতনতায় সেমিনার এবং নাটক পরিবেশন করেছে অ্যাক্ট-বাংলাদেশ
কর্মচারী ঐক্য ফেডারেশনের পঞ্চগড় শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ডিআরইউ'র নতুন সভাপতি সালেহ আকন, সা. সম্পাদক সোহেল নির্বাচিত
সিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র্যালি ও মানববন্ধন
গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন
সওজ প্রকল্পে দুর্নীতিতে ক্ষতি ৫০ হাজার কোটি টাকার বেশি ১৫ বছরে : টিআইবি
আন্দোলনে উত্তরায় নিহত ২৮, আহত ১৯৭ জন
এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা
বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
মিঠামইনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চতুবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন
গফরগাঁওয়ে যুব জমিয়তের সমাবেশ অনুষ্ঠিত
টেকসই অংশীদারিত্ব ও নারীদের ক্ষমতায়নে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইউনিলিভার বাংলাদেশ
কসবায় পি এম কে( NGO) কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ