নিউজ ডেক্স ০৮ এপ্রিল ২০২৪ ১১:২৫ পি.এম
মুকিদ হাসান। পেশায় একজন ঠিকাদার। পারিবার নিয়ে থাকেন রাজধানীর ইস্কাটনের একটি ভাড়া বাসায়। ঈদ পালন করতে পরিবারকে সাথে নিয়ে যাচ্ছেন গ্রামের বাড়ি বরিশালে। তাই সোমবার(৮ এপ্রিল) দুপুরে ব্যাগপত্র নিয়ে সাথে ছেলেমেয়ে ও স্ত্রীসহ রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের সামনে বরিশালগামী বাসের অপেক্ষা করছিলেন।
এ সময় কথা হলে মুকিদ হাসান জানান, বাসের নির্ধারিত ভাড়া ৫৩০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকায় চারটি টিকিট কিনতে হয়েছে তাকে।
সরেজমিনে মুকিদ হাসানের পরিবারের মতো টার্মিনাল গুলিস্তানের ফুলবাড়ীয়া এলাকায় বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে আরও অনেক যাত্রীকে। তাদের অনেকের অভিযোগ, ঈদের কারণে বাসের টিকেট বিক্রয় কর্মীরা তাদের কাছ থেকে নিচ্ছেন অতিরিক্ত ভাড়া ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিআরটিসির বরিশাল বাস কাউন্টারের টিকিট বিক্রেতা মো. দেলোয়ার “নবীন নিউজকে” জানান, ‘ঢাকায় ফেরার সময় আমাদের বাসে পর্যাপ্ত যাত্রী না থাকায় আমরা যাত্রীদের কাছ থেকে একটু বেশি ভাড়া নিচ্ছি।’
এ সময় কথা হলে বরিশালগামী হিমাদ্রী লাইন পরিবহনের যাত্রী রঞ্জু অভিযোগ তুলে বলেন, ‘ঢাকা-বরিশাল রুটে ননএসি বাসে যাতায়েতের জন্য নিয়মিত ভাড়া ৫০০ টাকা। কিন্তু রোববার(৭ এপ্রিল) টিকিটের জন্য আমাকে অতিরিক্ত ২০০ টাকা দিতে হয়েছে।’
বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার “নবীন নিউজকে” বলেন, ‘আমাদের বাস যারা লিজে চালাচ্ছে তারাই এটা করছে। এ বিষয়ে বাস অপারেটরদের সুনির্দিষ্ট নির্দেশনা দেব।’
অপরদিকে, রাজধানীর আন্তঃজেলা গাবতলী বাস টার্মিনালে কথা হয় অনিক নামের এক যাত্রীর সাথে। তিনি এসবি সুপার ডিলাক্সের এসি বাসের কুষ্টিয়া যাওয়ার চারটি টিকিট কিনেছেন। ৯০০ টাকার বাসভাড়া বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে বলে প্রতিবেদকে জানান এই যাত্রী।
খুলনা, সাতক্ষীরা, যশোর ও মাগুরাগামী যাত্রীদের শ্যামলী ট্রাভেলস, শ্যামলী এনআর ট্রাভেলস, সাতক্ষীরা লাইন, এসপি পরিবহন এবং কে লাইন পরিবহনের প্রতিটি টিকিটের জন্য অতিরিক্ত গুনতে হচ্ছে ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদ যাত্রায় এবার অনেকটাই ভোগান্তি কমেছে। গতবারের মতো সেভাবে ভোগান্তি নেই। তবে কিছু জায়গায় বাড়তি ভাড়ার অভিযোগ আছে। সেগুলোও যদি কঠোরভাবে মনিটরিং করা হয় তাহলে সে সমস্যাগুলোও সমাধান হবে।
এদিকে, মহাখালী বাস টার্মিনালে শিহাব নামের এক যাত্রী এসেছেন সিলেটে যাওয়ার উদ্দেশ্যে। তিনি বলেন, টিকিট আগে থেকেই সবাই কেটে রেখেছে। যার জন্য এখন টিকিট পাওয়া যাচ্ছে না। তবে লোকাল বাস গুলো ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেন এই যাত্রী।
এই টার্মিনালের আরেক যাত্রী ইউসুফ মিয়া বলেন, ঈদের সুযোগে সিটির পরিবহনগুলোতেও ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে। এবার গতবারের থেকে ভোগান্তি কম হলেও ঈদকে কেন্দ্র করে বাড়তি ভাড়ার বিষয়টা আরো মনিটরিং করা দরকার। তাহলে ঈদ যাত্রায় আরো স্বস্থি মিলবে।
সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি মাহবুবুর রহমান “নবীন নিউজকে জানান”, এবার ঈদ যাত্রায় আমাদের সমিতি থেকে নির্দেশনা দেওয়া আছে বাস মালিকদের কেউ যেন নির্ধারিত ভাড়ার থেকে বেশি না নেয়। এছাড়া সব টার্মিনালে টিম পাঠানো হয়েছে আমাদের সমিতি থেকে। তাই এবার সেভাবে ভোগান্তি হওয়ার কোন সুযোগ নেই।
অন্যদিকে, ঘরমুখো যাত্রীদের অভিযোগ, রাস্তায় প্রচুর মানুষ থাকলেও সেই তুলনায় গাড়ির সংখ্যা কম। এছাড়া “ভাড়া নিয়ে চলছে একরকম নৈরাজ্য”। স্বাভাবিক সময়ে যেখানে বাসভাড়া ৩০০ টাকা, সেখানে ভাড়া নেয়া হচ্ছে এক হাজার থেকে ১২০০ টাকা পর্যন্ত। পুলিশ সদস্যরাও কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সকাল থেকেই বরগুনা, খেপুপাড়া, কালাইয়া, পটুয়াখালী, আমতলী, ইলিশা ও ভোলা রুটে যাত্রীদের চাপ বেশি ছিল। এসব রুটের লঞ্চগুলোর ডেক টার্মিনাল ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের ৬-৭ ঘণ্টা আগেই যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর পাঁচটা থেকে বেলা তিনটা পর্যন্ত সদরঘাট টার্মিনালে লঞ্চ এসেছে ৪৯টি। সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথে ছেড়ে গেছে ৩৪টি লঞ্চ।
রোববার(৭ মার্চ) দুপুরে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বরগুনা, খেপুপাড়া, কালাইয়া, পটুয়াখালী, আমতলী, ইলিশা ও ভোলাগামী লঞ্চগুলোর ডেক যাত্রীতে পূর্ণ হয়ে গেছে।
এদিকে সরেজমিনে সোমবার ষষ্ঠদিনের ঈদযাত্রার ঢাকার কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঈদে যাত্রীচাপ সামাল দিতে স্টেশনে প্রবেশের জন্য করা হয়েছে আলাদা গেট। বাঁশ দিয়ে নির্মাণ করা এসব অস্থায়ী গেটের সামনে দায়িত্ব পালন করছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ব্যাগ-ট্রলি নিয়ে সকাল থেকেই শত শত মানুষ স্টেশনে প্রবেশ করছেন চেকিংয়ের আওতায়।
নবীন নিউজ/পি
প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি সচিব
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হবে, আসন ৫০৫
সারা দেশে তাপমাত্রা কমার ইঙ্গিত, বর্ধিত শীতের পূর্বাভাস
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
টিউলিপের ক্ষমা চাওয়া উচিত: ড. ইউনূস
আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন : কমিশনার সানাউল্লাহ
সীমান্তে ১৫০ গজের মধ্যে ভারত বেড়া নির্মাণ করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই আসছে নির্বাচনী রোডম্যাপ: পররাষ্ট্র উপদেষ্টা
কমিশন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে : সিইসি
বাংলাদেশে সরকার পতনে হাত ছিল না যুক্তরাষ্ট্রের : জেক সুলিভান
বাংলাদেশে সরকার পতনে হাত ছিল না যুক্তরাষ্ট্রের : জেক সুলিভান
বাংলাদেশে সরকার পতনে হাত ছিল না যুক্তরাষ্ট্রের : জেক সুলিভান
বঙ্গবন্ধুর ফিরে আসার দিনটি: রাজনৈতিক বিপর্যয়ের মাঝেও উদযাপন
বিলাসবহুল লঞ্চের টিকিট সিন্ডিকেটে যাত্রী সেবায় অচলাবস্থা
শিগগিরই বাস্তবায়ন হবে মহার্ঘ ভাতা
সচিবালয় গেটে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ডিএমপির তদন্ত কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ দিনের জনসংযোগ কর্মসূচি
আন্দোলনে আহতদের মধ্যে ১শ' জনকে পুলিশে কাজ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দু’দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ
দুদক কর্মকর্তা সেজে চাঁদাবাজি: তিন প্রতারক গ্রেপ্তার
সাধারণ পোশাক পরে কোনো আসামি গ্রেফতার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-ভারতের জেলেদের প্রত্যাবাসন
নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ সিইসির
ছাত্র-জনতার বিক্ষোভের পর নতুন অধ্যায়: দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি
জাতিসংঘ পার্ক এখন ‘জুলাই স্মৃতি উদ্যান’
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন, যান চলাচল শুরু
অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ১৩টি বন্ধ ঘোষণা
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম: নাম ও স্বাক্ষর জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা
সরকারের চেয়েও মানুষের শক্তি বেশি: প্রধান উপদেষ্টা
ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ কোটি ৩৬ লাখ