নিউজ ডেক্স ০৮ এপ্রিল ২০২৪ ১১:২৫ পি.এম
মুকিদ হাসান। পেশায় একজন ঠিকাদার। পারিবার নিয়ে থাকেন রাজধানীর ইস্কাটনের একটি ভাড়া বাসায়। ঈদ পালন করতে পরিবারকে সাথে নিয়ে যাচ্ছেন গ্রামের বাড়ি বরিশালে। তাই সোমবার(৮ এপ্রিল) দুপুরে ব্যাগপত্র নিয়ে সাথে ছেলেমেয়ে ও স্ত্রীসহ রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের সামনে বরিশালগামী বাসের অপেক্ষা করছিলেন।
এ সময় কথা হলে মুকিদ হাসান জানান, বাসের নির্ধারিত ভাড়া ৫৩০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকায় চারটি টিকিট কিনতে হয়েছে তাকে।
সরেজমিনে মুকিদ হাসানের পরিবারের মতো টার্মিনাল গুলিস্তানের ফুলবাড়ীয়া এলাকায় বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে আরও অনেক যাত্রীকে। তাদের অনেকের অভিযোগ, ঈদের কারণে বাসের টিকেট বিক্রয় কর্মীরা তাদের কাছ থেকে নিচ্ছেন অতিরিক্ত ভাড়া ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিআরটিসির বরিশাল বাস কাউন্টারের টিকিট বিক্রেতা মো. দেলোয়ার “নবীন নিউজকে” জানান, ‘ঢাকায় ফেরার সময় আমাদের বাসে পর্যাপ্ত যাত্রী না থাকায় আমরা যাত্রীদের কাছ থেকে একটু বেশি ভাড়া নিচ্ছি।’
এ সময় কথা হলে বরিশালগামী হিমাদ্রী লাইন পরিবহনের যাত্রী রঞ্জু অভিযোগ তুলে বলেন, ‘ঢাকা-বরিশাল রুটে ননএসি বাসে যাতায়েতের জন্য নিয়মিত ভাড়া ৫০০ টাকা। কিন্তু রোববার(৭ এপ্রিল) টিকিটের জন্য আমাকে অতিরিক্ত ২০০ টাকা দিতে হয়েছে।’
বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার “নবীন নিউজকে” বলেন, ‘আমাদের বাস যারা লিজে চালাচ্ছে তারাই এটা করছে। এ বিষয়ে বাস অপারেটরদের সুনির্দিষ্ট নির্দেশনা দেব।’
অপরদিকে, রাজধানীর আন্তঃজেলা গাবতলী বাস টার্মিনালে কথা হয় অনিক নামের এক যাত্রীর সাথে। তিনি এসবি সুপার ডিলাক্সের এসি বাসের কুষ্টিয়া যাওয়ার চারটি টিকিট কিনেছেন। ৯০০ টাকার বাসভাড়া বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে বলে প্রতিবেদকে জানান এই যাত্রী।
খুলনা, সাতক্ষীরা, যশোর ও মাগুরাগামী যাত্রীদের শ্যামলী ট্রাভেলস, শ্যামলী এনআর ট্রাভেলস, সাতক্ষীরা লাইন, এসপি পরিবহন এবং কে লাইন পরিবহনের প্রতিটি টিকিটের জন্য অতিরিক্ত গুনতে হচ্ছে ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদ যাত্রায় এবার অনেকটাই ভোগান্তি কমেছে। গতবারের মতো সেভাবে ভোগান্তি নেই। তবে কিছু জায়গায় বাড়তি ভাড়ার অভিযোগ আছে। সেগুলোও যদি কঠোরভাবে মনিটরিং করা হয় তাহলে সে সমস্যাগুলোও সমাধান হবে।
এদিকে, মহাখালী বাস টার্মিনালে শিহাব নামের এক যাত্রী এসেছেন সিলেটে যাওয়ার উদ্দেশ্যে। তিনি বলেন, টিকিট আগে থেকেই সবাই কেটে রেখেছে। যার জন্য এখন টিকিট পাওয়া যাচ্ছে না। তবে লোকাল বাস গুলো ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেন এই যাত্রী।
এই টার্মিনালের আরেক যাত্রী ইউসুফ মিয়া বলেন, ঈদের সুযোগে সিটির পরিবহনগুলোতেও ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে। এবার গতবারের থেকে ভোগান্তি কম হলেও ঈদকে কেন্দ্র করে বাড়তি ভাড়ার বিষয়টা আরো মনিটরিং করা দরকার। তাহলে ঈদ যাত্রায় আরো স্বস্থি মিলবে।
সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি মাহবুবুর রহমান “নবীন নিউজকে জানান”, এবার ঈদ যাত্রায় আমাদের সমিতি থেকে নির্দেশনা দেওয়া আছে বাস মালিকদের কেউ যেন নির্ধারিত ভাড়ার থেকে বেশি না নেয়। এছাড়া সব টার্মিনালে টিম পাঠানো হয়েছে আমাদের সমিতি থেকে। তাই এবার সেভাবে ভোগান্তি হওয়ার কোন সুযোগ নেই।
অন্যদিকে, ঘরমুখো যাত্রীদের অভিযোগ, রাস্তায় প্রচুর মানুষ থাকলেও সেই তুলনায় গাড়ির সংখ্যা কম। এছাড়া “ভাড়া নিয়ে চলছে একরকম নৈরাজ্য”। স্বাভাবিক সময়ে যেখানে বাসভাড়া ৩০০ টাকা, সেখানে ভাড়া নেয়া হচ্ছে এক হাজার থেকে ১২০০ টাকা পর্যন্ত। পুলিশ সদস্যরাও কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সকাল থেকেই বরগুনা, খেপুপাড়া, কালাইয়া, পটুয়াখালী, আমতলী, ইলিশা ও ভোলা রুটে যাত্রীদের চাপ বেশি ছিল। এসব রুটের লঞ্চগুলোর ডেক টার্মিনাল ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের ৬-৭ ঘণ্টা আগেই যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর পাঁচটা থেকে বেলা তিনটা পর্যন্ত সদরঘাট টার্মিনালে লঞ্চ এসেছে ৪৯টি। সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথে ছেড়ে গেছে ৩৪টি লঞ্চ।
রোববার(৭ মার্চ) দুপুরে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বরগুনা, খেপুপাড়া, কালাইয়া, পটুয়াখালী, আমতলী, ইলিশা ও ভোলাগামী লঞ্চগুলোর ডেক যাত্রীতে পূর্ণ হয়ে গেছে।
এদিকে সরেজমিনে সোমবার ষষ্ঠদিনের ঈদযাত্রার ঢাকার কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঈদে যাত্রীচাপ সামাল দিতে স্টেশনে প্রবেশের জন্য করা হয়েছে আলাদা গেট। বাঁশ দিয়ে নির্মাণ করা এসব অস্থায়ী গেটের সামনে দায়িত্ব পালন করছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ব্যাগ-ট্রলি নিয়ে সকাল থেকেই শত শত মানুষ স্টেশনে প্রবেশ করছেন চেকিংয়ের আওতায়।
নবীন নিউজ/পি
ড্রোন শো জানিয়ে দিল ইতিহাসের নানা পর্ব
বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী
কারাগার থেকে গণহারে মুক্তি রাষ্ট্রের জন্য হুমকি: আবু হানিফ
হানাহানি চাই না, শান্তির দেশ চাই: সেনাপ্রধান
বাংলাদেশের পাসপোর্টে 'একসেপ্ট ইসরায়েল' শর্ত পুনর্বহাল
ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হল
যার যার মত করে বৈশাখ উদযাপন করুন: প্রধান উপদেষ্টা
আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হলো ১৭ ঘণ্টা পর
আদানির কেন্দ্র থেকে সরবরাহ বন্ধের কারণে লোডশেডিং বাড়তে পারে
আমাদের হৃদয়ে বাস করে এক-একটা ফিলিস্তিন: মিজানুর রহমান আজহারী
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশ রয়েছে: শায়খ আহমাদুল্লাহ
মার্চ ফর গাজা: লাখো মানুষের কন্ঠে ধ্বনিত হলো 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন'
শেখ হাসিনার দোসররা চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়েছে: ফারুকী
অ্যামনেস্টি উদ্বেগ জানালো মেঘনা আলমকে নিয়ে
মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল
সাবেক প্রতিমন্ত্রী বিপুকে 'সর্বকালের সেরা বিদ্যুৎ চোর' বললেন সিদ্দিকী নাজমুল
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
এবার 'মঙ্গল শোভাযাত্রা' নয়, 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সাবেক আইজিপি ময়নুল
দেশে হুমকির মুখে নারীর অবস্থান ও নিরাপত্তা: মহিলা পরিষদ
৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়া: চার অঞ্চলে সতর্কতা
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে কোন প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা
শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে প্লট দুর্নীতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা
বিশ্বকে বদলে দেয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ এপ্রিল বসছেন বিএনপি নেতারা
হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শমী কায়সার
কাঠগড়ায় দাঁড়িয়ে হঠাৎ আইনজীবীর ওপর ক্ষেপে গেলেন হাজী সেলিম
‘এবারের ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনা, নিহত ৩২২ জন’
কারামুক্ত হয়েই জনতার তোপের মুখে সাবেক এমপি আজিজ