বিতর্কিত চলাফেরার কারণে চলচ্চিত্র জগতে পা রাখার পরপরই নানা আলোচনা ও সমালোচনার জন্ম দেন এক চিত্রনায়িকা । তার প্রথম থেকে সিনেমা তেমনটা না চললেও বর্তমানে তার সিনেমাগুলো হিট হয়। ব্যক্তিগত জীবনে চারটি বিয়ে করলেও বর্তমানে টিকে নাই একটিও। তিনি আর কেউ নন,শোবিজ অঙ্গনের অনেক আলোচিত এক নাম পরীমনি।
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইক্রি ইউনিয়নে জন্ম পরীমনির । তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি। বাবা-মা না থাকায় নানার কাছে বড় হন পরীমণি। কিন্তু এখন তার নানাও চলে যান না ফেরার দেশে।
শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন। যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়।
অনেক নিম্ন পরিবার থেকে উঠে এসেছেন পরিমনি, তবে তিনি বর্তমানে প্রতিমাসে স্টাইল পোশাকে কয়েক লাখ টাকা খরচ করেন। বনানীতে রয়েছে বিলাশবহুল বাড়ি এবং পাঁচ ছয় কোটি টাকা দামের তিন চারটি গাড়ি বদল করেন পরীমনি। প্রায় সময় তাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই ঘুরতে দেখা যায়। ছেলের প্রথম জন্মদিনে ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত এ নায়িকা।
সামাজিক মাধ্যমে কেউ কেউ লিখেছেন, পরীমণি অনেকদিন সিনেমা থেকে দূরে আছেন। এ ছাড়া তার তেমন কোনো সুপার হিট সিনেমাও নেই। ছেলের জন্মদিনে বাবা রাজের কোনো অংশগ্রহণ ছিল না। তাহলে পরী এতো টাকা কোথায় পেয়েছেন? তার এই উচ্চবিলাসী জীবনযাপনের উৎস কী?
এরই মাঝে এক সাক্ষাৎকারে পরী জানান ,তার নাকি বঙ্গো থেকে আয় হয়। তিবে অনেক আগে জানা যায়,পরীমনির কয়েকটি ধনী ব্যবসায়ী বন্ধু রয়েছে। তাদের কাছ থেকে পরীমনি কয়েক সময় দামি গাড়ি ও ফ্লাট উপহার পায় এবং গুলশান উত্তরার বেশ কয়েকটি ক্লাবেও যাতায়াত ছিল তার।
এক সাক্ষাৎকারে পরী জানান, তার অবর্তমানে তাকে নিয়ে অনেকেই নিজের ইচ্ছামতো বায়োগ্রাফি বানান। যেমন, পরীর তিন-চারটা বিয়ে কিংবা পরীর দুটি বাচ্চা আছে ইত্যাদি। তাদের এমন মিথ্যাচার কীভাবে হ্যান্ডেল করবে সে জন্য প্রস্তুত থাকার সতর্কবার্তাও দেন তাদের।
পরী আরও বলেন ,খুব শিগগিরই একজনকে পেটানোর প্ল্যান করেছেন তিনি। এ ছাড়া জীবনে অনেককেই পিটিয়েছেন তিনি—মিডিয়ায় সে কথাও স্বীকার করেছেন অভিনেত্রী।কাকে পেটাবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নাম বললে সে সতর্ক হয়ে যাবে। তাই এখনই নাম বলতে চাচ্ছি না। তাছাড়া মার খাওয়ার পর তার নাম এমননিতেই সবাই জানতে পারবে।
২০১৫ সালের রাঙ্গা প্লাজার ছবির মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে সিনেমার নাম লেখালেও প্রথম মুক্তিপায় ভালবাসা সীমাহীন সিনেমা। এই ছবি মুক্তির আগেই ঘটে অবাক কাণ্ড, ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। বিশ্বের যেকোন সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকাদের ক্ষেত্রেই এটা বিরল।
২০১৬ সাল থেকে ভালোবাসবো তোমায় , মহুয়া সুন্দরী,বিশ্ব সুন্দরী ,স্বপ্নজাল, রক্তসহ আরও অনেক সিনেমা শুরু করেন তিনি।তবে সিনেমা দিয়ে আলোচনায় না আসলো উচ্চবিলাসী জীবনযাপন নিয়ে আলোচনায় আসেন এই নায়িকা।
সিনেমা মুক্তির পরে গণমাধ্যমে উঠে আসে অবিবাহিত পরিচয় দেওয়া পরিমনির, ইসমাইল নামের এক জনের সাথে বিয়ে হয়েছিল।সে বিয়ে দুই বছরও টিকেনি। সাংবাদিক তামিম হাসানের সাথে ২০১৯ সালে ১৪ফেব্রুয়ারি পরীমনির বাগদান হয়, এরপর তা ভেঙে যায়। ২০২০ সালে পরিচালক কামরুল হাসান রনিকে তিন টাকা কাবিনের বিয়ে করেন এবং ওই বছরই ডিভোর্স হয় তাদের।এরপর ২০২১সালে শরিফুল রাজের সাথে ১০১ টাকা দেনমোহরে বিয়ে করেন ।
২০২১ সালে উত্তরা বোর্ড ক্লাবের ঘটনায় ধর্ষণের অভিযোগ আনা এবং গুলশানসহ কয়েকটি এলাকার ক্লাবে ভাঙচুরের ঘটনায় আবারও আলোচনার শীর্ষে উঠেন তিনি। র্যাবের হাতে প্রতারণা, পর্নোগ্রাফি ও মাদক রাখার অপরাধে আটক হয়েছেন পরীমনি।তবে বর্তমানে তিনি তার ছেলেকে নিয়েই ব্যস্ত।এবার ঈদে নতুন কসমেটিকসের ব্যবসায়ের পরিকল্পনায় করেছেন তিনি।তার পাশাপাশি সিরিজে অভিনয়ের সাথে যুক্ত আছেন।
টানা নয়, কেনাকাটা সারুন বুঝে-শুনে
সোনামনিদের নিয়ে ঝক্কিহীন শপিং যেভাবে করবেন
ঈদ শপিংয়ে সতর্ক থাকুন
ইফতারে ঠান্ডা পানি পান ঝুঁকিপূর্ণ
ইফতারে সিদ্ধ ডিমে চাঙ্গা হোন
ইফতারে আনুন ভিন্নতা: ক্রিমি ফ্রুট ফিউশন
ইফতারে হালিম রেখেছেন কি?
ইফতারে খান বেলের শরবত
রোজায় সুস্থ থাকতে দই-চিড়া খান
রোজায় সুস্থ থাকতে মেনে চলবেন যে বিষয়গুলো
গুণের শেষ নেই ক্যাপসিকামে
বিটরুট হলো ‘সুপার ফুড’, তবে...
টমেটো খান, তবে অপরিমিত নয়
প্রতিদিন অন্তত একটি গাজর খান
দারুণ উপকারী দারুচিনি
সুস্থ থাকতে আদা খান
আগাছা হিসেবে জন্মালেও পুষ্টিগুণে ঠাঁসা বথুয়া শাক
মেথি শাকের জাদুকরী প্রভাব
পাট শাকে যেসব উপকার
পুষ্টিকর ও সুস্বাদু ডাঁটা শাক
রোজায় সুস্থ থাকতে চিয়া সিডের সঠিক ব্যবহার
গুণের অভাব নেই কলমি শাকে
অবহেলা করবেন না নুনে শাক
পুষ্টির খনি লাউ শাক
লাউ যেন এক মহৌষধ!
এই গরমে পাতে রাখুন পটোল
খেতে ভুলবেন না গিমা শাক
কাদা পানিতে জন্মালেও হেলেঞ্চা কিন্তু উপকারী
কচুর ছড়া বা কচুমুখির নানা গুণ
পুষ্টিগুণে ভরপুর কচুর লতি