গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর আগে এরকম প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিলেও এবার ভোট দান থেকে বিরত থেকেছে দেশটি। বিশেষজ্ঞরা বলেছেন, এই প্রস্তাবটি পাস হলে ইসরায়েল তা পালন করতে বাধ্য। কিন্তু গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস তা পালন করতে বাধ্য নয়। কারণ হামাস কোনও রাষ্ট্র নয়।
গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পরে নিরাপত্তা পরিষদ এই প্রথম যুদ্ধবিরতির আহ্বান পাস হলো। নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবে সব বন্দীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।
এদিকে হামাস এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, “অবিলম্বে বন্দী বিনিময় প্রক্রিয়ায় শুরু করতে আমরা প্রস্তুত। যা উভয় পক্ষকে বন্দীদের মুক্তির দিকে নিয়ে যাবে।”
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তাদের মিত্র ও বন্ধু রাষ্ট্র ইসরায়েলের সাথে মতবিরোধ দেখা দিয়েছে।
নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব পাসের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষোভে ওয়াশিংটনের সাথে ইসরায়েলি প্রতিনিধি দলের বৈঠক বাতিল করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন “দুঃখের বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাবনায় ভেটো দেয়নি।” এটা আমাদের বন্দীদের মুক্তির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। হামাস বন্দীদের মুক্ত না করে যুদ্ধবিরতি অর্জনের জন্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক এই চাপ ব্যবহার করতে পারে বলে ধারণা তার।
অন্যদিকে যুদ্ধ বন্দীদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধ বন্ধ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
যুদ্ধবিরতির দাবি জানাতে জাতিসংঘের কাউন্সিলের প্রায় ছয় মাস সময় লেগেছে। এরই মধ্যে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও পঙ্গু হয়েছে, দুই মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত এবং দুর্ভিক্ষতে রয়েছে।” এমনটাই বলছিলেন জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মনসুর।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বানে করা প্রস্তাবগুলোতে বাধা দিয়ে থাকলেও গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে যুক্তরাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে। বাকি ১৪ সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দী মুক্তির আলোচনা চলার সময়ে এই ভেটো দেওয়া আমাদের ভুল হবে।
যুদ্ধবিরতি এবং সব বন্দীর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির জন্য এই প্রস্তাবনাটির দ্রুত বাস্তবায়ন করতে হবে বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের মার্ক লিয়াল-গ্রান্ট বিবিসিকে বলেন, এই প্রস্তাব পাসের মূল অর্থ পরবর্তী ১৫ দিন সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য থাকবে ইজরাইল।’এবং প্রস্তাবটি আইনত ইসরায়েলের জন্য বাধ্যতামূলক, কিন্তু হামাসের জন্য নয়। কারণ ফিলিস্তিনি এই গ্রুপটি এটি কোন রাষ্ট্র নয়।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গাজায় ৩২ হাজারেরও বেশি মানুষ ইসরায়েলের বোমাবর্ষণে নিহত হয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
ট্রাম্পের হুমকির জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে কানাডা
নাইজেরিয়ার বোর্নো প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ কৃষক নিহত
ট্রাম্পের শপথের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসী ঢল
শেখ হাসিনাকে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত : কংগ্রেস নেতা শংকর
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত
১৯ সন্তানের মা হয়েও সৌদি নারীর ডক্টরেট ডিগ্রি অর্জন
ভারী বস্তু দিয়ে আঘাত, মিরাটে একই পরিবারের ৫ জন খুন
টিউলিপ সিদ্দিক হারাতে পারেন মন্ত্রিত্ব
দাবানলের তাণ্ডবে পুড়ছে ক্যালিফোর্নিয়া, সরানো হয়েছে ১ লাখ ৩৭ হাজার মানুষ
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল: পুড়েছে ঘরবাড়ি, নিহত ৫
কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কোনও সম্ভাবনা নেই কানাডার : জাস্টিন ট্রুডো
লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল, জরুরি অবস্থা ঘোষণা
৬.৮ মাত্রার ভূমিকম্পে তিব্বতের পার্বত্য অঞ্চলে ধ্বংসযজ্ঞ
চীনের তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল
আফগান-পাকিস্তান বাহিনীর ঘণ্টাব্যাপী সংঘর্ষ
গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১১ জন নিহত
শেষ বিদেশ সফরে যে সব দেশে যাচ্ছেন ব্লিঙ্কেন
যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২
৭ মে থেকে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ভ্রমণে প্রয়োজন ‘রিয়েল আইডি’
বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব
অর্থনীতিকে চাঙা করতে ২০২৫ সালে আরও সক্রিয় পদক্ষেপের ঘোষণা শি জিনপিংয়ের
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযোগে ২৩ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার
১০০ বছর বয়সে কার্টারের মৃত্যু
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে দুজন ছাড়া সবাই নিহত
গাজায় ধ্বংসস্তূপে আটকা হাজারো প্রাণ
জার্মানির পার্লামেন্ট ভেঙে নির্বাচনের তারিখ ঘোষণা
ইসরায়েলি হামলায় গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে নিহত ৫০